Tuesday, June 30, 2020

ভারতে পঙ্গপালের আক্রমণ

ভারতের বিভিন্ন প্রদেশে পঙ্গপালের আক্রমণ তীব্রতর হচ্ছে, এই করোনাভাইরাস এর প্রকোপের মধ্যে পঙ্গপাল ভারতের জন্য আরেক মাথা ব্যথার কারন হয়ে দাড়িয়েছে।



আফ্রিকা,ইরান, আফগানিস্তান এবং পাকিস্তানের পরে ভারতে এই আক্রমণ শুরু হয়েছে। ৫৫ জেলার মধ্যে প্রায়  ৬০ হাজার হেক্টর জমির ফসল নষ্ট করে ফেলেছে।  তাদের মোকাবিলায় ভারত ড্রোন প্রযুক্তি ব্যবহার করছে যার মাধ্যমে তারা কীটনাশক ছিটাচ্ছে।     


photo source             

No comments:

Post a Comment

যাত্রীবাহী বিমানগুলি সাধারণত ৩০ থেকে ৪০ হাজার ফুট এর মাঝখান দিয়ে কেন কেন চলাচল করে?

 যাত্রীবাহী বিমানগুলি সাধারণত ৩০ থেকে ৪০ হাজার ফুট এর মাঝখান দিয়ে কেন কেন চলাচল করে?