Sunday, November 3, 2024

এমআরট কার্ড এবং মেট্রোরেল সপ্তাহের কয়দিন এবং কখন কখন  চলাচল করে?

 লাইনে দাঁড়িয়ে টিকিট কেনার ঝামেলা এড়াতে নিয়মিত চলাচল করা যাত্রীরা এমআরটি পাস কিনে থাকেন। এ কার্ড একবার কিনে নিতে পারলে লাইনে দীর্ঘ সময় দাঁড়িয়ে অপেক্ষা করে টিকিট সংগ্রহ করার ঝামেলা এড়ানো যায়। আবার মূল ভাড়া থেকে ১০ শতাংশ ছাড় পাওয়া যায়



গত শুক্রবার বা ১ নভেম্বর  এমআরটি পাসের নতুন রেজিস্ট্রেশন সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয় ।তখন বলা হয়েছিল পরিষেবা চালু হতে এক সপ্তাহের মতো সময় লাগতে পারে।//


গতদিন রোববার  বা ৩ নভেম্বর এক ফেসবুক পোস্টের মাধ্যমে  মেট্রোরেলের পরিচালনাকারী প্রতিষ্ঠান ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) জানিয়েছে  মেট্রোরেলের এমআরটি কার্ড রি-ইস্যু রেজিস্ট্রেশন ও রি-ইস্যু পরিষেবা পুনরায় চালু হয়েছে। আপনাদের সহযোগিতার জন্য ধন্যবাদ।’ 


এদিকে মেট্রোরেল ভ্রমণে বর্তমানে ৩ টি বিশেষ ধরনের  কার্ড ব্যবহার করা যায়। এসব কার্ডের মধ্যে একক যাত্রার কার্ড ও ম্যাস র‍্যাপিড ট্রানজিট (এমআরটি) পাস কার্ড মেট্রোরেলের নিজস্ব। এছাড়া ডিটিসিএ র‌্যাপিড পাস কার্ড ব্যবহার করেও মেট্রোরেলে ভ্রমণ করা যায়।//


বর্তমানে মেট্রোরেল শনিবার-বৃহস্পতিবার সকাল ৭টা ১০ মিনিট থেকে রাত ৯টা ৪০ মিনিট পর্যন্ত চলাচল করছে। আর শুক্রবার দুপুর সাড়ে ৩টা থেকে রাত ৯টা ৪০ মিনিট পর্যন্ত চলাচল করে।



এদিকে সাময়িক বিভ্রাট বিষয়ে মেট্রোরেলের লাইন-৬ এর একজন দায়িত্বশীল কর্মকর্তা গণমাধ্যমকে জানান, এমআরটি পাস আমাদের নিজস্ব। কিন্তু এটি ইস্যু ও রি-ইস্যুর কাজটি করা হয় ডিটিসিএ’র সার্ভারে। অনেক সময় সার্ভার ত্রুটির জন্য আমরা সেবা পাই না। তখন বাধ্য হয়ে আমাদের কার্ড ইস্যু ও রি-ইস্যু বন্ধ থাকে। সার্ভারে কাজ চলছে, তাই সাময়িক সমস্যা হয়েছিল। 


আজ এই পর্যন্তই!


ভিডিওটিতে  লাইক দিন,share করুন এবং এইরকম ভিডিও আরো  পেতে চাইলে চ্যানেলটি subscribe করে আমাদের সাথে থাকুন। আল্লাহ হাফেজ।

No comments:

Post a Comment

আজ  আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনের ভোট। আমেরিকনরা ৪ বছরের জন্য একজন নতুন প্রেসিডেন্ট নির্বাচন করবেন। প্রেসিডেন্ট যেই হোক ফিলিস্তিনের জন্য ভ...