Sunday, December 31, 2023

বিমানে জ্বালানি তেল হিসেবে কি ব্যবহার করা হয়?

 আশ্চর্যজনক হলেও সত্য বিমানে বাস,ট্রাক মোটরসাইকেলে যে জ্বালানি ব্যবহার করা হয় বিমানে তারচেয়েও কম দামি জ্বালানি  ব্যবহার করা হয়। 


অধিকাংশ বিমানে সাধারণত দুই ধরনের জ্বালানি ব্যবহার করা হয় জেট A ( Jet A) এবং জেট A 1( Jet A-1) Jet A-1 কে আবার JP-1A  বলা হয়। জেট A1 ( Jet A-1) এ প্রধান জ্বালানি হিসেবে আমাদের সবার পরিচিত কেরোসিন ব্যবহার করা হয়। একসময়  বিমানের জ্বালানি হিসেবে  গ্যাসোলিন ব্যবহৃত হত। কিন্তু গ্যাসোলিন অনেক ব্যয়বহুল হওয়ার কারণে এখন আর ব্যবহার করা হয় না। গ্যাসোলিনের বদলে এখন প্রায় সব বিমান চলে কেরোসিনে।এই কেরোসিন উচ্চ মাত্রায় পরিশুদ্ধ করে তাতে কিছু additive যোগ করা হয় যা ইঞ্জিন কে বিকল হওয়া থেকে বাচায় এবং তার কর্মক্ষমতা ধরে রাখে। 



 জেট A এবং জেট A1 এর পার্থক্য তার ফ্রিজিং পয়েন্টে  জেট A1 এর ফ্রিজিং পয়েন্ট -৪৭ ডিগ্রি। অর্থাৎ এই তাপমাত্রায় এই জ্বালানি হিমায়িত হয়। অন্যদিকে, জেটA এর ফ্রিজিং পয়েন্ট -৪০ ডিগ্রি। যেহেতু জেট A1 সবচেয়ে কম তাপমাত্রায় জমে যায় তাই জ্বালানি হিসেবে এই জ্বালানিই বিমানে বেশি ব্যবহৃত হয়। 


জেট বি (Jet B) নামে আর এক ধরনের জ্বালানি ব্যবহার করা হয় যা ৬৫% গ্যাসোলিন এবং ৩৫% কেরোসিনের একটা মিশ্রন। এই জ্বালানির ফ্রিজিং পয়েন্ট -৭২ ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ এই ধরনের জ্বালানি ব্যবহার করে বিমান আরও নিম্ন তাপমাত্রায় চলাচল করতে পারে যা জেট A1 ফুয়েল ব্যবহার করে সম্ভব না। 


যদিও কেরোসিন কিংবা গ্যাসোলিন দুইটিই আসলে পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর।তাই বিজ্ঞানীরা অবিরাম গবেষণা করে যাচ্ছেন যাতে পরিবেশের জন্য কম ক্ষতিকর কোন জ্বালানির ব্যবস্থা করা যায়।  


Saturday, December 23, 2023

ভারত ২০২৩ সালে প্রবাসী আয়ে বিশ্বে প্রথম, বাংলাদেশ প্রবাসী আয়ে বিশ্বে কত তম?India was ranked first globally in expatriate income in 2023.

 বিশ্বব্যাংকের প্রতিবেদন অনুযায়ী ২০২৩ সালে প্রবাসী আয়ে প্রথম স্থান অধিকার করে ভারত। ভারত ২০২৩ সালে প্রবাসীদের মাধ্যমে রেমিট্যান্স হিসেবে আয় করে ১২৫ বিলিয়ন মার্কিন ডলার।ভারতের পরে দ্বিতীয় স্থানে আছে মেক্সিকো যার আয় হলো ৬৭ বিলিয়ন মার্কিন ডলার। 

 দক্ষিণ এশিয়ায় ভারতের আয় ৬৬℅ অন্যান্য দেশগুলোর তুলনায় যেমন বাংলাদেশ, পাকিস্তান, শ্রীলঙ্কা ইত্যাদি। ২০১৭ থেকে ২০২৪ এই ৭ বছরের মধ্যে ভারতের প্রবাসী আয় দিগুন হয়ে যাচ্ছে। এবং ভারতের প্রবাসী আয়ের অধিকাংশই আসে মুসলিম দেশ থেকে ভারতের এই বিশাল প্রবাসী আয়ে বাংলাদেশেরও অবদান আছে,কারন বাংলাদেশে ২০ লক্ষ এর বেশি ভারতীয় কাজ করে।  ভারতের মোট প্রবাসী আয়ের ১৮% ই আসে আরব আমিরাত থেকে।





ভারতের দক্ষ শ্রমিকদের সংখ্যা অনেক বেশি। আর বাংলাদেশের প্রবাসী শ্রমিকরা বেশিরভাগই অদক্ষ।যাহোক ২০২৩ সালে বিশ্বে  বাংলাদেশ প্রবাসী আয়ে ৭ ম। বাংলাদেশের আয় ২৩ বিলিয়ন মার্কিন ডলার। বাংলাদেশের উপরে পাকিস্তান তাদের আয় ২৪ বিলিয়ন মার্কিন ডলার। 


Monday, December 18, 2023

বিমানে জ্বালানি তেলের ট্যাংক কোথায় থাকে?In which part of the fuel oil tank in the plane?

 আমরা অনেকেই হয়তো মনে করে থাকি যে বিমানে তেলের ট্যাঙ্ক বা ফুয়েল ট্যাংক   বিমানের পেটের মধ্যে কোথাও বা  ককপিঠের আশেপাশে থাকে যেহেতু ওই অংশগুলো বাহ্যিকভাবে বড় দেখা যায়।  কিন্তু আশ্চর্যজনক হলেও সত্য যে  বিমানের তেলের ট্যাংক  তার পাখার মধ্যে   এবং ইঞ্জিনের কাছাকাছি থাকে,  আর বিমানের ইঞ্জিনও পাখার মধ্যেই থাকে। 


 ইঞ্জিন এবং তেলের ট্যাংকি পাশাপাশি থাকার উদ্দেশ্যে এটাই যাতে খুব সহজে দ্রুত তেলের টাংকি থেকে তেল নিতে পারে, আর দুই পাখার   তেলের ট্যাংকের সাথে পরস্পর  যোগাযোগ থাকে  যদি কোন কারনে এক পাখার তেলের টাংকির তেল শেষ হয়ে যায় সেযেন দ্রুত আরেক পাখা থেকেও তেল নিতে পারে  এই কারণে দুই পাখার তেলের টাংকির সাথে পরস্পর সংযোগ থাকে । 


ফুয়েল ট্যাংক সাধারণত তিন ধরনের হয়। 

আর ফুয়েল ট্যাংক বিমানের সাইজ অনুযায়ী  বড় ছোট হয় বিমান যত বড় তার ফুয়েল ট্যাংক তত বড় হবে এবং তাতে বেশি জ্বালানিও নিতে পারবে। 



  একটা বিমানের ফুয়েল ট্যাংকে  সর্বোচ্চ ৩, ২৪,০০০ লিটার তেল নেয়া যায় আর পৃথিবীর  সর্বোচ্চ বড় বিমান Antonov AN – 225 যা রাশিয়ার তৈরি , সর্বোচ্চ ৩,৭৪,০০০  লিটার তেল তার ফুয়েল ট্যাংকে ধারণ করতে পারে। 


একটা বোরিং ৭৪৭ বিমানের ফুয়েল ট্যাংকের তেল যদি শুন্য হয়ে যায় তা  পুনরায়  আবার রিফিল করার জন্য ৪০ থেকে ৪৫ মিনিট এর মত সময় লাগে। কাজটি খুব দ্রুতই হয়। আমরা একটু চিন্তা করি ১০০০ লিটারের একটা পানির ট্যাংকি  ভরার জন্য একটা ১.৫ ঘোড়া  সাবমারসিবল মোটরের ৮-১০ মিনিট সময় লাগে সেখানে  তিন লাখ ২৫ হাজার লিটার  তেল ভরার জন্য বিমানের ৪০-৪৫  মিনিটের মতো সময় লাগা বেশি সময় না, খুব অল্প সময়ের মধ্যেই তুলনামূলকভাবে কাজটা করা হয়। আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ। 

মরিচা কি এবং সোনায় মরিচা ধরে না কেন?What is rust and why gold does not rust?

 হাজার বছর ধরে  মানুষ তার ব্যক্তিগত সাজসজ্জা এবং ব্যবহার্য জিনিসের মধ্যে সোনা ব্যবহার করে আসছে। এক একটা অলংকার যুগের পর যুগ ব্যবহার করার পরেও তাতে মরিচা ধরে না। কিন্ত কেন মরিচা ধরে না আজকের এই ভিডিও তে তাই আলোচনা করব।

লোহা জারন প্রক্রিয়ার মাধ্যমে বাতাসের অক্সিজেন এবং আর্দ্রতার সাথে বিক্রিয়া করে ফেরিক অক্সাইড তৈরি করে যাকে আমরা মরিচা বলি। সোনা অন্যতম নিস্ক্রিয় ধাতু হওয়ার কারনে সোনা বাতাসের অক্সিজেন ও জলীয়বাষ্প এর সাথে বিক্রিয়া করে কোন যৌগিক পদার্থ তৈরি করতে পারে না যার ফলে সোনায় মরিচা ধরে না। 


Youtube link 

এমনকি বাতাসের কোন রাসায়নিক পদার্থই সোনার সাথে বিক্রিয়া করে না। অধিকাংশ এসিডেই স্বর্ন অবিকল আগেরমতই থাকে যার ফলে সোনার কোন ক্ষয় হয় না এবং মরিচাও ধরে না যুগ যুগ ধরে অবিকল একইরকম থাকে। এই কারনেই অলংকার সামগ্রী হিসেবে  হাজার বছর ধরে সোনার ব্যবহার চলে আসছে এবং  আজও এর চাহিদা দিন দিন বেড়েই চলেছে।

দ্বিতীয় বিশ্বযুদ্ধ কখন শুরু হয় আর কত সালে শেষ হয়? When Did World War II Start and End?

১৯৩৯ সালের ১ লা সেপ্টেম্বর পোল্যান্ড আক্রমণের মধ্য দিয়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সূচনা করে জার্মানি।

১৯৪১ সালের ৭ ডিসেম্বর জাপান প্রশান্ত মহাসাগরের হাওয়াই দ্বীপে অবস্থিত যুক্তরাষ্ট্রের নৌঘাঁটি ‘পার্ল হার্বার’ - এ বিমান হামলা চালায়।সম্রাট হিরোহিতোর এই হামলার  নির্দেশ দেন। এতে আমেরিকার ৮টি যুদ্ধজাহাজ ডুবে যায় ১০ টি জাহাজ ব্যাপক  ক্ষতিগ্রস্থ হয়  , ২৮০- এর বেশি যুদ্ধ বিমান ধ্বংস হওয়া সহ প্রায় ২,৩০০ জন নিহত হয় এবং আরও ১৩০০ জন আহত হয়। এই ঘটনার মধ্য দিয়ে  যুক্তরাষ্ট্রকে দ্বিতীয় বিশ্বযুদ্ধে অংশগ্রহন করে। 




 Youtube video lonk


আমেরিকার প্রেসিডেন্ট হ্যারি  ট্রুম্যানের নির্দেশে যুক্তরাষ্ট্র ১৯৪৫ সালের ৬ আগস্ট জাপানের হিরোশিমায় ‘লিটল বয়’ ও ৯ আগস্ট নাগাসাকিতে ‘ফ্যাটম্যান’ নামক পারমাণবিক বোমা হামলা চালায়। এতে জাপান ১৯৪৫ সালের ১৫ আগস্ট আত্মসমর্পনের ঘোষণা দেয়
যার ফলে ১৯৪৫ সালের ২ সেপ্টেম্বর দ্বিতীয় বিশ্বযুদ্ধের ধ্বংসলীলা বন্ধ হয়।☺

Friday, December 15, 2023

একদিনের বিশ্বকাপ ক্রিকেটে কে সবচেয়ে বেশি বার বিশ্বকাপ জিতেছে?Who has won the ICC one day World Cup the most number of times?

 উইকিপিডিয়ার তথ্য অনুযায়ী  ক্রিকেটের উদ্ভব হয় ইংল্যান্ডে। ১৮৪৪ সাল থেকে আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ খেলা হলেও ইতিহাস স্বীকৃত টেস্ট ক্রিকেট ম্যাচ খেলা শুরু হয় ১৮৭৭ সালে। 


৪ বছর পর পর একদিনের ক্রিকেটের বিশ্বকাপ অনুষ্ঠিত হয়। এইটাই ক্রিকেটের সবচেয়ে বড় আসর। এই টুর্নামেন্টে শিরোপা জেতাকে অনেক বড় একটা অর্জন ধরা হয়।একদিনের ক্রিকেটের প্রথম বিশ্বকাপ অনুষ্ঠিত হয় ১৯৭৫ সালে এবং চ্যাম্পিয়ন হয় বা শিরোপা জিতে নেয় ওয়েষ্ট indies



এ পর্যন্ত সবচেয়ে বেশি টুর্নামেন্টের  শিরোপা জেতা দল হলো অস্ট্রেলিয়া তারা ছয়বার  করে টুর্নামেন্টটির  শিরোপা জেতে নেয় বছরগুলো হল (১৯৮৭,১৯৯৯,২০০৩,২০০৭,২০১৫ এবং ২০২৩ সালে)।

Thursday, December 14, 2023

৯২৫ সিলভার বা রূপা কি । What is 925 silver?

রৌপ্য চকচকে, উজ্জ্বল একটি ধাতু যা ৫০০০ বছরেরও বেশি সময় ধরে মানুষ ব্যবহার করে আসছে। মানুষ সৌন্দর্য এবং কোন ব্যবহার্য কিছুকে স্থায়িত্ব দেয়ার জন্য রুপার ব্যবহার করে যেহেতু এই ধাতুর মধ্যে যেগুলোতে ভেজাল খুব অল্প থাকে  তাদের রঙ পরিবর্তন হয় না।  রুপার ব্যবহার শুরু হয় তুরস্কের আনাতোলিয়া এবং গ্রীস থেকে। বাজারে অনেক ধরনের রুপা পাওয়া যায় কিন্তু খাদের পরিমানের উপর  নির্ভর করে রুপার গুনাগুন এবং মুল্যের মধ্যে তারতম্য হয়।





৯২৫ সিলভার বা রূপার দ্বারা বুঝানো হয়, যে এতে ৯২.৫ শতাংশ রূপা এবং ৭.৫ শতাংশ সংকর ধাতু বা খাদ মেশানো আছে। সাধারণত দুই বা ততোধিক সংকর ধাতু হিসেবে তামা, নিকেল বা জিংক ধাতু মেশানো হয়। এই মিশ্রণের রুপাকে স্টারলিং সিলভার  বা স্টারলিং রুপাও বলে।

Sunday, November 26, 2023

পৃথিবীর সবচেয়ে বেশি আত্মহত্যা হয় কোন দেশে? Which country has the highest suicide rate in the world?

 বিশ্বস্বাস্থ্য সংস্থার তথ্য  মতে, প্রতিবছর বিশ্বে প্রায়  ৮ লাখ লোক আত্মহত্যা করে যা  প্রতি লাখে ১৬-১৭ জন এবং প্রতি সেকেন্ডে এক জন করে। যাদের অধিকাংশের বয়স ১৫-৩১ এর মধ্যে।

সাধারণত যেসব কারনে অধিকাংশ আত্মহত্যা হয় তার মধ্যে উল্লেখযোগ্য হল : আর্থিক সংকট, বিষণ্ণতাজনিত, পারিবারিক, দাম্পত্য কলহ, মাদকাসক্তি, ব্যক্তিত্ব বা ইগো প্রবলেম, যৌন হয়রানি, কর্মক্ষেত্রের বিভিন্ন সমস্যা, ধার্মিক না হওয়া,জীবনে শুধুই  ব্যর্থতা দেখা  ইত্যাদি।

বিশ্বস্বাস্থ্য সংস্থার তথ্য  মতে
বিশ্বের সবচেয়ে বেশি আত্মহত্যার হয় লেসোথোতে।  বিশ্বস্বাস্থ্য সংস্থার  মতে, প্রতি ১ লক্ষ জনের মধ্যে ৭২.৪ জন মানুষ প্রতিবছর  লেসোথোতে আত্মহত্যা করে। লেসোথো দক্ষিণ আফ্রিকা দ্বারা বেষ্টিত একটি ছোট  দেশ যাকে আমরা landlocked বলি।  লেসোথো এর জনসংখ্যা দুই মিলিয়ন বা ২০ লক্ষ। 





https://youtu.be/zFV8p-_HdHI?si=56YCjUNInnNdTeOG

শরীরে খারাপ কোলেস্টেরল বাসা বাধার ১০ টি লক্ষন কি?

 কোলেস্টেরল দেখতে অনেকটা মোমের মতো নরম এক ধরনের ফ্যাট বা চর্বি যা শরীরের জন্য প্রয়োজনীয় একটি উপাদান,আমাদের শরীরের প্রয়োজনীয় কোলেস্টেরল লি...