বিশ্বের প্রতিটি শেয়ারবাজারে সেরা কোম্পানিগুলোকে নিয়ে আলাদা সূচক নির্ধারণ করা হয় যা ব্লু-চিপস নামে পরিচিত। শেয়ারবাজারের বিনিয়োগকারীরা সহজেই ব্লু-চিপস কোম্পানিগুলো সম্পর্কে ধারণা নিয়ে নিরাপদে বিনিয়োগ করবে এরকম আশা করেই এর প্রবর্তন।
দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ বা DSE তে প্রথমবারের মতো সেরা ৩০টি কোম্পানি নিয়ে নতুন সূচক ডিএস৩০ চালু হচ্ছে। আগামী ২৮ জানুয়ারি থেকে আনুষ্ঠানিকভাবে এর যাত্রা শুরু হবে।বাংলাদেশের ডিএসই 30 ইনডেক্স এর কোম্পানিগুলো ডিএসই ব্লু-চিপ( DSE ব্লুএ-ছিপ) নামে পরিচিত। এই ৩০টি কোম্পানির শেয়ার ডিএসইর বাজার মূলধনের একটি বড় অংশকে প্রতিফলিত করে।
DSE30 মোট ইক্যুইটি মার্কেট ক্যাপিটালাইজেশনের প্রায় ৫১% প্রতিফলিত করে। DS30 ইনডেক্স লিস্টে থাকতে হলে কোম্পানিটির মূলধন ৫০০ মিলিয়ন টাকার উপরে থাকতে হবে এবং ৩ মাসে গড়ে প্রতিদিন কমপক্ষে ৫ মিলিয়ন টাকার লেনদেন হতে হবে। এছাড়াও, সর্বশেষ ১২ মাসে পজিটিভ নেট আয় দ্বারা পরিমাপকৃত শেয়ারগুলিকে অবশ্যই লাভজনক হতে হবে। DS30 ইনডেক্স এর বেস বা সাপোর্ট ভ্যালু ১০০০। প্রতি ছয় মাস পরপর ডিএস৩০ সূচক সমন্বয় করে থাকে ডিএসই।
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ও ব্লু-চিপ সূচক ডিএস৩০ সমন্বয় করা হয়েছে। ফলে সূচকগুলোতে যুক্ত হয়েছে বেশকিছু নতুন কোম্পানি। তবে বাদ পড়ছে কয়েকটি কোম্পানি।
এই সূচকগুলি তৈরি করার ক্ষেত্রে বিবেচিত মানদণ্ড হল বাজার মূলধন, তারল্য প্রবাহ, আর্থিক কার্যকারিতা এবং কোম্পানিগুলির ভিত্তি মূল্য।
ঢাকা স্টক এক্সচেঞ্জ বা DSE তাঁদের ব্লু চিপ কোম্পানিগুলোর সূচক ডিএস-৩০ তালিকা থেকে বেক্সিমকো লিমিটেড ও ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসিসহ ৯টি প্রতিষ্ঠানকে বাদ দিয়েছে।
গত ছয় মাস পরের পুনর্বিন্যাসের সময় ৯টি কোম্পানিকে ডিএস৩০ সূচকে অন্তর্ভুক্ত করা হয়েছে এবং আরও ৯টি প্রতিষ্ঠানকে বাদ দেওয়া হয়েছে।//
বাদ পড়া কোম্পানিগুলো হচ্ছে — হাইডেলবার্গ সিমেন্ট বাংলাদেশ, সী পার্ল, প্যারামাউন্ট টেক্সটাইল, জেনেক্স ইনফোসিস, ওরিয়ন ফার্মা, লিন্ডে বাংলাদেশ, সামিট পাওয়ার, বেক্সিমকো ও ইসলামী ব্যাংক।
নতুন যুক্ত হওয়া কোম্পানিগুলোর মধ্যে রয়েছে – ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ, প্রাইম ব্যাংক, কোহিনূর কেমিক্যালস কোম্পানি, খান ব্রাদার্স পিপি উভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ, এমজেএল বাংলাদেশ, লংকাবাংলা ফাইন্যান্স, পদ্মা অয়েল, আইডিএলসি ফাইন্যান্স এবং বাংলাদেশ সাবমেরিন কেবলস।
আজ এই পর্যন্তই
ভিডিওটিতে লাইক দিন,share করুন এবং এইরকম ভিডিও আরো পেতে চাইলে চ্যানেলটি subscribe করে আমাদের সাথে থাকুন। আল্লাহ হাফেজ।
No comments:
Post a Comment