আজ ৩১/০৫/১৯ অর্থাৎ মে মাসের শেষে বাংলাদেশে এ পর্যন্ত আক্রান্ত ৪৭,১৫৩, মৃত ৬৫০ আর আজই একদিনে সবচেয়ে বেশি মৃত্যুর রেকর্ড ৪০ জন।
আমার এক ভাইয়ের আশা হল করোনাভাইরাস বাংলাদেশ থেকে জুলাইয়ের মধ্যে বিদায় হয়ে যাব।কিন্তু আমি তা মনে করি না, কারন এই ভাইরাসকে চালাইতেছেন আল্লাহ আর আল্লাহ কখনো মানুষের বানানো গানিতিক সমীকরণ এর ধার ধারেন না, তিনি নিজেকে মানুষের বানানো পরিকল্পনার মধ্যে অন্তর্ভুক্ত করেন না বরঞ্চ মানুষকে বা সবাইকে তার পরিকল্পনার মধ্যে অন্তর্ভুক্ত করে দেন, তা তার ভালো লাগুক আর না লাগুক যা ভেদ করে বের হয়ে যাওয়ার সাধ্য কারো নেই।
আর আল্লাহর সাথে কারো আত্নীয়তার সম্পর্ক নেই যে তিনি কাউকে বা কারো মন জুগিয়ে চলবেন। আল্লাহর সাথে বান্দার সম্পর্ক হল ঈবাদতের। যে বা যারা ঈবাদতের মাধ্যমে আল্লাহকে খুশি করতে পারবে আল্লাহ তাদের কথা শুনেন। করোনাভাইরাস এ বাংলাদেশের কয়জন মারা যাবে আর কতজন আক্রান্ত হবে এবং কতজন আক্রান্ত হওয়ার পরে ভালো হয়ে যাবে তা নির্ধারিত যার এক চুল পরিমান নড়চড় হবে ন। মানুষের কাজ হল আল্লাহর সাহায্য চাইতে থাকা আর সতর্ক থাকা উনি চাইলে বাচবেন অন্যথায় মারা যাবে।
প্রযুক্তি, ব্যবস্থাপনা আর জ্ঞান দিয়ে সবকিছু মোকাবেলা করা গেলে আমেরিকার এই দশা হয় না, সে এখনো রেংকিংয়ে ১ নম্বরে আছে।
Quora তে আমার একটা লেখা যা নিচে দেয়া হলঃ
Subscribe to:
Post Comments (Atom)
সৌদি আরবের সাথে মিল রেখে ঈদ উদযাপন করলে কি হবে?
সৌদি আরবে আজ রবিবার ইদুল ফিতির। আর আমাদের দেশে ইনশাল্লাহ সোমবার ঈদ উদযাপিত হবে। আজ বাংলাদেশের কিছু এলাকায় ঈদ উদযাপিত হবে। তারা সৌদি আরবের ...
-
ঘূর্ণিঝড় ‘আম্ফান’ মোংলা সমুদ্রবন্দর থেকে ২০০ কিলোমিটার দক্ষিণপশ্চিমে অবস্থান করছে। এটি আজ রাত ৮টার মধ্যে বাংলাদেশ উপকূল অতিক্রম করতে পারে বল...
-
বিগত সংসদ নির্বাচনে জামাত ইসলামের ফলাফল নিয়ে আলোচনা করব। তরুন ভোটারদের অনেকেই মনে করেন নির্বাচন হলে এবার বাংলাদেশ জামায়াত ইসলামি সরকার ...
-
ভারতের বিভিন্ন প্রদেশে পঙ্গপালের আক্রমণ তীব্রতর হচ্ছে, এই করোনাভাইরাস এর প্রকোপের মধ্যে পঙ্গপাল ভারতের জন্য আরেক মাথা ব্যথার কারন হয়ে দাড়িয়ে...
কীভাব??
ReplyDeleteকিভাবে
ReplyDelete