বিশ্বস্বাস্থ্য সংস্থার তথ্য মতে, প্রতিবছর বিশ্বে প্রায় ৮ লাখ লোক আত্মহত্যা করে যা প্রতি লাখে ১৬-১৭ জন এবং প্রতি সেকেন্ডে এক জন করে। যাদের অধিকাংশের বয়স ১৫-৩১ এর মধ্যে।
সাধারণত যেসব কারনে অধিকাংশ আত্মহত্যা হয় তার মধ্যে উল্লেখযোগ্য হল : আর্থিক সংকট, বিষণ্ণতাজনিত, পারিবারিক, দাম্পত্য কলহ, মাদকাসক্তি, ব্যক্তিত্ব বা ইগো প্রবলেম, যৌন হয়রানি, কর্মক্ষেত্রের বিভিন্ন সমস্যা, ধার্মিক না হওয়া,জীবনে শুধুই ব্যর্থতা দেখা ইত্যাদি।
বিশ্বস্বাস্থ্য সংস্থার তথ্য মতে
বিশ্বের সবচেয়ে বেশি আত্মহত্যার হয় লেসোথোতে। বিশ্বস্বাস্থ্য সংস্থার মতে, প্রতি ১ লক্ষ জনের মধ্যে ৭২.৪ জন মানুষ প্রতিবছর লেসোথোতে আত্মহত্যা করে। লেসোথো দক্ষিণ আফ্রিকা দ্বারা বেষ্টিত একটি ছোট দেশ যাকে আমরা landlocked বলি। লেসোথো এর জনসংখ্যা দুই মিলিয়ন বা ২০ লক্ষ।
https://youtu.be/zFV8p-_HdHI?si=56YCjUNInnNdTeOG
very informative
ReplyDeletethanks
ReplyDelete