Thursday, August 13, 2020

ভারতকে আগে ইষ্ট ইন্ডিয়া" কোম্পানি কেন বলত? Why INDIA is called East India company?

 

আগে বলা হত এখন নয়।


ষোড়শ শতাব্দী থেকে সমগ্র ইউরোপীয় দেশসমুহের কাছে দক্ষিণ এশিয়া এবং সমগ্র দক্ষিণ পুর্ব এশিয়া "ইষ্ট ইন্ডিয়া" ( East India) নামে পরিচিত ছিল। এই অঞ্চলের মসলা, কাপড় এবং বিভিন্ন ধরনের সৌখিন বিলাস সামগ্রী ইউরোপ বাসীদের কাছে খুব প্রিয় ছিল। যার ফলশ্রুতিতে ধুর্ত ইংরেজদেরকে এখানে টেনে আনে এবং তারা পর্তুগাল, ফ্রেঞ্চ, ডাচ ইত্যাদি বিদেশি বনিকদের হটিয়ে নিজেরা একচেটিয়া ব্যবসা শুরু করে এবং ২০০ বছরের শোষণ ও নিস্পেষনের শিকার হতে হয়।


১৯৪৭ এর পরে "ইষ্ট ইন্ডিয়া" বলতে পূর্ব ভারতের পশ্চিমবঙ্গ, বিহার, ঝাড়খণ্ড ও ওড়িশা রাজ্যের সমন্বয়ে গঠিত অঞ্চল। ভৌগলিকভাবে যা উত্তর ভারত ও উত্তর-পূর্ব ভারত অঞ্চল দুইটির মাঝে অবস্থিত। এবং ১৯৭১ সালে বাংলাদেশ স্বাধীন রাষ্ট্র হিসেবে আত্নপ্রকাশ করে যার সাথে উল্লিখিত অঞ্চলের ভাষাগত ও সংস্কৃতিগতভাবে সম্পর্ক বিদ্যমান।

https://www.nationalgeographic.com/culture/topics/reference/british-east-india-trading-company-most-powerful-business/


No comments:

Post a Comment

সৌদি আরবের সাথে মিল রেখে ঈদ উদযাপন করলে কি হবে?

সৌদি আরবে আজ রবিবার ইদুল ফিতির। আর আমাদের দেশে ইনশাল্লাহ সোমবার ঈদ উদযাপিত  হবে।  আজ বাংলাদেশের কিছু এলাকায় ঈদ উদযাপিত হবে। তারা সৌদি আরবের ...