Wednesday, August 12, 2020

টাইম মেশিন আবিষ্কার করা হলে কি , ভবিষ্যতে থাকা লোকজন আমাদের সময় আসতে পারবে?

 আইনস্টাইনের সূত্রমতে, কোনো বস্তু যত দ্রুত গতিতে চলবে, তার সাপেক্ষে সময় তত স্থির থাকবে।তিনি আরো বলেন কোনো কিছুই আলোর চেয়ে অধিকতর গতিশীল হতে পারবে না অর্থাৎ আলোর গতি ধ্রুব। তার মানে মানুষ সেকেন্ডে ১ লক্ষ আলোকবর্ষ অতিক্রম করতেও পারবেনা আর স্বপ্ন সাধও পরিবর্তন হবে না। টাইম মেশিন বানাতে পারবে না। তারপরও বিজ্ঞানীরা আশায় বুক বাধে মানুষকে স্বপ্ন দেখান।

এখন তার আবার আলোর গতিতে ছুটতে না পারার বিকল্প হিসেবে ওয়ার্মহোল বা সময় সুড়ঙ্গের ধারণাটি নিয়ে এসেছেন।

আসলে আমিতো অত জ্ঞানী না তাই বিজ্ঞানীদের কথার ধার ধারি না। হাদিস কোরানের ক্ষুদ্র জ্ঞান থেকে বলছি মানুষ কোটি বছর চেষ্টা করে আলোর গতিতে ছুটতেও পারবে না আর ওয়ারর্মহোলের আগা মাথা কিছুই মিলাতে পারবে না। আর ব্ল্যাকহোলের পাশে গিয়ে চক্কর খাওয়ার সাধও পুরা হবে না। আর না কোনদিন ভবিষ্যতে যেতে পারবে আর না অতীতে। পৃথিবীর সবচেয়ে দ্রুততম গতিতে ছুটেছেন শুধু একজন মানুষ যিনি হলেন পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ হজরত মুহাম্মাদ (সাঃ) তার স্পেসস্যুটও লাগেনি আর অক্সিজেন মাক্স আর টাইম মেশিনও লাগেনি। আর যেখানে ( উচ্চতা এবং যার সাথে দেখা করেছেন). তিনি পৌছেছিলেন কোন ফেরেশতাও সেখানে যেতে পারে না।

https://www.kalerkantho.com/amp/online/info-tech/2020/05/10/909823

No comments:

Post a Comment

সৌদি আরবের সাথে মিল রেখে ঈদ উদযাপন করলে কি হবে?

সৌদি আরবে আজ রবিবার ইদুল ফিতির। আর আমাদের দেশে ইনশাল্লাহ সোমবার ঈদ উদযাপিত  হবে।  আজ বাংলাদেশের কিছু এলাকায় ঈদ উদযাপিত হবে। তারা সৌদি আরবের ...