Monday, January 15, 2024

মোবাইল একবার চার্জেই চলবে কমপক্ষে ৫০ বছর

 বারবার মোবাইল চার্জ দেওয়ার যে ঝামেলা এখন তা শীঘ্রই শেষ  হইতে যাইতেছে। মোবাইলে আর  চার্জ দিতে হবে না। আশ্চর্য হলেও সত্য ঘটনা। 

চীনের একটা টেকনোলজি কোম্পানি যার নাম বেটা ভোল্ট, তার একটা  নতুন ধরনের প্রোডাক্ট নিয়ে গবেষণা করতেছে যা নিউক্লিয়ার ব্যাটারী নামে পরিচিত।  এই ব্যাটারি  ছোট একটা কয়েনের মতো সাইজ হবে যাতে আইসোটোপ বসানো থাকবে। এই ব্যাটার  কোন চার্জ করা  ছাড়াই ৫০ বছর চলবে, অর্থাৎ স্মার্টফোনে একবার এই ব্যাটারি  ব্যবহার হলে ৫০ বছরের মধ্যে আর কখনো চার্জ দিতে হবে না,  এই ব্যাটারি ব্যবহৃত ড্রোনগুলো  সব সময় উড়তে থাকবে কোন  চার্জ দিতে হবে না।  অবিশ্বাস্য ঘটনা । আশা করা যায়  তাদের এই  ব্যাটারি বাজারে  পাওয়া যাবে ২০২৫ সাল নাগাদ। 




এই ব্যাটারির কি সুবিধা? 


সাধারণ ব্যাটারি গুলি   যেরকম  কম বা বেশি  তাপমাত্রায় ক্ষতিগ্রস্ত হয় কিন্তু এই ব্যাটারি অনেক নিম্ন তাপমাত্রা সহ্য করতে পারবে আবার অনেক উচ্চ তাপমাত্রা সহ্য করতে পারবে। অর্থাৎ  তাপমাত্রার তারতম্যে কোন ক্ষতি হবে না ।  বেটা ভোল্ট দাবি করে যে তাদের এই ব্যাটারি সর্বনিম্ন তাপমাত্রা -60° c তাপমাত্রা থেকে  সর্বোচ্চ ১২০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার মধ্যে ব্যবহার করলে কোন সমস্যা হবে না।  এই ব্যাটারীতে আগুন ধরবেনা বিস্ফোরণ ঘটবেনা এমনকি বন্দুকের গুলিতেও এর কোন ক্ষতি করবে না। 


বেটা ভোল্ট এর বক্তব্য তাদের এই ব্যাটারি দীর্ঘস্থায়ী  হবে যাদের যা বিভিন্ন যন্ত্রপাতিতে ব্যবহার করা যাবে  যেমন মহাকাশ আকাশ গবেষণায়, কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইকুইপমেন্ট, চিকিৎসার চিকিৎসা জাতীয় যন্ত্রপাতিতে,  মাইক্রোপ্রসেসর এর মধ্যে, বিভিন্ন রকমের সেন্সর, ছোট ড্রোনে এবং পানির নিচে ব্যবহৃত বিভিন্ন ধরনের যন্ত্রপাতি বা ছোট ড্রোনে এই ব্যাটারি পানির নিচে ব্যবহার করা যাবে যেহেতু পানি তার কোনো ক্ষতি  করবে না । এই ব্যাটারি মানবদেহের কোন ক্ষতি করবে না এবং মানুষের শরীরের ভিতরে ব্যবহার করা যাবে যেহেতু এ থেকে কোন রেডিয়েশন নির্গত হবে না। তাই পেসমেকার এর মধ্যে এই ব্যাটারি ব্যবহার করা যাবে। বেটা ভোল্টের নিউক্লিয়ার ব্যাটারী কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স  এর মধ্যে যুগান্তকারী বিপ্লব ঘটাবে। 


বেটা ভোল্ট এর মতে তাদের এই ব্যাটারি প্রথম প্রথম ৩ ভোল্ট এর  হবে এবং ১০০ মাইক্রো ওয়াট  পাওয়ার সাপ্লাই দিবে।  ২০২৫ সালের মধ্যে তারা এক ওয়াটের ব্যাটারি বাজারে আনতে চায়। 


এই ব্যাটারি কিভাবে কাজ করে? 

No comments:

Post a Comment

সৌদি আরবের সাথে মিল রেখে ঈদ উদযাপন করলে কি হবে?

সৌদি আরবে আজ রবিবার ইদুল ফিতির। আর আমাদের দেশে ইনশাল্লাহ সোমবার ঈদ উদযাপিত  হবে।  আজ বাংলাদেশের কিছু এলাকায় ঈদ উদযাপিত হবে। তারা সৌদি আরবের ...