Sunday, January 21, 2024

বাংলাদেশি টাকার সাথে ভারতীয় রুপির বিনিময় হার কত?

 বাংলাদেশ স্বাধীন হওয়ার সময় ভারতের সাথে বাংলাদেশী মুদ্রার পার্থক্য প্রায় সমান ছিল । যেহেতু আমরা পাকিস্তান থেকে স্বাধীন হয়েছি তাই পাকিস্তানের সাথে ভারতীয় মুদ্রার বিনিময়ে হার  সম্পর্কে একটু জেনে নেই।   ১৯৪৭ এর পরে পাকিস্তানি রুপি র সাথে ভারতীয় রুপির পার্থক্য খুব সামান্য ছিল।কখনো  আমেরিকান ডলারের সাথে তুলনায় পাকিস্তানি মুদ্রা এগিয়ে থাকতে বা কখনো ভারতীয় মুদ্রা এগিয়ে থাকতো। এমনকি ১৯৯২ সালেও ১ আমেরিকান ডলার ক্রয় করতে পাকিস্তানের খরচ হতো  ২৬.৪৩ পাকিস্তানি রুপি আর সঠিক সেই সময়  ১ আমেরিকান ডলার ক্রয় করতে ভারতের  খরচ হতো ৩২.৪০ রুপি।কিন্তু এখন ভারতের তুলনায় পাকিস্তানি রুপির অনেক অধঃপতন হয়েছে। 



স্বাধীনতার পর পর ভারতের সাথে বাংলাদেশী মুদ্রার পার্থক্য প্রায় সমান    থাকলেও  দিনদিন পড়তে থাকে বাংলাদেশি টাকার দাম।
২০১৫ সালের ২৪ শে আগষ্ট  এ  ১০০ ভারতীয় রুপি  ক্রয় করতে বাংলাদেশের মুদ্রায় ১১৫ টাকা দিতে হতো। 

২০১৯ সালের ২৭ শে আগষ্ট  এ  ১০০ ভারতীয় রুপি  ক্রয় করতে বাংলাদেশের মুদ্রায় ১১৫ টাকা দিতে হতো। আর ১০০ বাংলাদেশি টাকার বিনিময়ে পাওয়া যেত ভারতীয় ২৬ রুপি।

এবছরের প্রথম দিকে অর্থাৎ ২০২৪ এর ১৩ই জানুয়ারি ১ ভারতীয়  রুপী ক্রয় করার জন্য বাংলাদেশী টাকায় খরচ করতে হবে ১টাকা  ৩২ পয়সা আর এক বাংলাদেশি টাকার বিনিময় পাওয়া যাবে ভারতীয় ০.৭৫ পয়সা।
আমরা যদি এক থেকে দশ হাজারের মধ্যে  কিছু সংখ্যা দেখি যে এক  বাংলাদেশী টাকার বিনিময় কত ভারতীয় রুপি পাওয়া যাবে?
আগেই বলেছি ১ টাকার বিনিময় পাওয়া যাবে ৭৫ ভারতীয় পয়সা। ১০ টাকার বিনিময় পাওয়া যাবে ৭.৭৫ ভারতীয় রুপি। ৫০ টাকার বিনিময়ে পাওয়া যাবে ৩৭.৭৯ ভারতীয় রুপি । বাংলাদেশী ১০০ টাকার বিনিময় পাওয়া যাবে ৭৫.৫৮ ভারতীয় রুপি। ৫০০ টাকার বিনিময় পাওয়া যাবে ৩৭৭.৯৪
ভারতীয় রুপি। বাংলাদেশী ১০০০ টাকার বিনিময়ে পাওয়া যাবে ৭৫৫.৮৮  ভারতীয় রুপি। বাংলাদেশী ১০,০০০ টাকার বিনিময়ে পাওয়া যাবে ৭৫৫৮.৮১  ভারতীয় রুপি।

আর যদি আপনি  ভারতীয় রুপি বিক্রি করতে চান এবং বাংলাদেশি টাকা ক্রয় করতে  চান তাহলে আপনি অতিরিক্ত যে টাকা পাবেন তা হলো ১ ভারতীয় রুপি বিক্রি করলে আপনি বাংলাদেশী টাকায় পাবেন ১ টাকা ৩২ পয়সা। ১০ ভারতীয় রুপীর বিনিময়ে পাওয়া যাবে ১৩ টাকা  ২২ পয়সা।
৫০ ভারতীয় রুপীর বিনিময়ে পাওয়া যাবে ৬৬ টাকা  ১৪ পয়সা। ১০০ ভারতীয় রুপীর বিনিময়ে পাওয়া যাবে ১৩২ টাকা  ২৯ পয়সা।
৫০০ ভারতীয় রুপীর বিনিময়ে পাওয়া যাবে ৬৬১ টাকা  ৪৮ পয়সা। ১০০০ ভারতীয় রুপীর বিনিময়ে পাওয়া যাবে ১৩২২ টাকা  ৯৬ পয়সা। ১০,০০০ ভারতীয় রুপীর বিনিময়ে পাওয়া যাবে বাংলাদেশি টাকায় ১৩,২২৯ টাকা  ৬০ পয়সা। অর্থাৎ ক্রমান্বয়ে বাংলাদেশি টাকার মান কমতেছে  ভারতীয় ভারতীয় রুপির তুলনায়। যেহেতু  আমেরিকান ডলারের বিনিময়  হার  বাংলাদেশি টাকায় বাড়তেছে সেই সাথে ভারতের রুপির বিপরীতে   বাংলাদেশী  টাকার মান দিন দিন  কমতেছে।  যার ফলে ভারত থেকে আমদানি ব্যয়  বৃদ্ধি পাইতেছে প্রতিনিয়ত।

No comments:

Post a Comment

সৌদি আরবের সাথে মিল রেখে ঈদ উদযাপন করলে কি হবে?

সৌদি আরবে আজ রবিবার ইদুল ফিতির। আর আমাদের দেশে ইনশাল্লাহ সোমবার ঈদ উদযাপিত  হবে।  আজ বাংলাদেশের কিছু এলাকায় ঈদ উদযাপিত হবে। তারা সৌদি আরবের ...