Friday, October 18, 2024

আতিক কন্যা হিট অফিসার বুশরার বেতন ৮ লক্ষ হলে প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির বেতন কত?

ঢাকা উত্তরের সাবেক মেয়র আতিককে 

গ্রেফতারের পর আদালতে রাষ্ট্রপক্ষের আইনজীবীরা অভিযোগ করে বলেন, বিনা চাকরির বিজ্ঞপ্তিতে নিজের কন্যাকে হিট অফিসার নিয়োগ দিয়েছে এবং বাংলাদেশের ইতিহাসে অত্যন্ত ন্যাক্কারজনকভাবে মাসে ৮ লক্ষ টাকা বেতন দেওয়া হয়েছে। তার মেয়ে নামেমাত্র কয়েকটি গাড়ি দিয়ে রাস্তায় পানি দিয়ে আমাদের দেখিয়েছে যে সে নাকি গরমের হিট কমাচ্ছে। 



তিনি আরো বলেন, ‘বাংলাদেশে ডেঙ্গুতে সবচেয়ে বেশি মানুষ মারা গেছে ঢাকা উত্তর  সিটিতে  ‘ওখানে তিনি মশার ওষুধ আনার জন্য যাকে দায়িত্ব দেন তিনি ছিলেন তার নিকটাত্মীয়। তিনি আসল ওষুধ না এনে নকল ওষুধ এনে অসংখ্য মানুষকে হত্যা করেছেন। আমরা আদালতকে বলেছি, এ কারণে তার বিরুদ্ধে অন্তত একটি হত্যা মামলা হওয়া উচিত।//


চলুন জেনে নেই  রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর বেতন কত যখন  হিট অফিসার বুশরার বেতন ৮ লক্ষ। 


বেতন ও সুযোগ সুবিধায় রাষ্ট্রের ১ নম্বর ব্যক্তি হলেন  রাষ্ট্রপতি। রাষ্ট্রপতির মাসিক বেতন  ১ লাখ ২০ হাজার টাকা। এই টাকা আয়করমুক্ত। আগে এই বেতন ছিল ৬১ হাজার ২০০ টাকা। সর্বশেষ ২০১৬ সালে তা বাড়ানো হয়। রাষ্ট্রপতি আপ্যায়নের (এন্টারটেইনমেন্ট) জন্য বছরে ভাতা পান। এই টাকার নিরীক্ষা হবে না। রাষ্ট্রপতির জন্য সরকারি বাসভবন (বঙ্গভবন) থাকবে, যার সাজসজ্জা ও রক্ষণাবেক্ষণের খরচ দেবে সরকার। স্বাভাবিকভাবে রাষ্ট্রপতি পরিবহন (গাড়ি) সুবিধা পাবেন। রাষ্ট্রপতি অফিশিয়াল কাজে দেশের বাইরে গেলে সরকার নির্ধারিত ভাতা পাবেন। রাষ্ট্রপতি বিমানে ভ্রমণ করলে বিমাসুবিধার ব্যবস্থা আছে। এই বিমাসুবিধা এখন বছরে ২৭ লাখ টাকা। ২০১৬ সালের আগে ছিল ১৫ লাখ টাকা। এ রকম আরও বেশ কিছু সুবিধা পান রাষ্ট্রের ১ নম্বর ব্যক্তি রাষ্ট্রপতি। //



২০১৬ সালে দেশের প্রধানমন্ত্রীর বেতন ও ভাতা বাড়ানো হয়েছিল। বেতন-ভাতা বৃদ্ধির পর, বাংলাদেশের প্রধানমন্ত্রী মাসে মাসে ১ লক্ষ ১৫ হাজার টাকা করে বেতন পান। এছাড়া, তিনি  বাড়ি ভাড়া বাবদ ভাতা পান মাসে আরও ১ লক্ষ টাকা। সেই সঙ্গে অন্যান্য খরচের জন্য দৈনিক ভাতা দেওয়া হয় আরও তিন হাজার টাকা। সকল বেতন ও ভাতাই করবিহীন। এছাড়াও তাঁর চিকিৎসা, টেলিফোন, যাতায়াত সহ অন্য যা খরচ হয় তার পুরোটাই দেয় রাষ্ট্র। স্বাভাবিকভাবে প্রধানমন্ত্রী পরিবহন (গাড়ি) সুবিধা পাবেন। প্রধানমন্ত্রী অফিশিয়াল কাজে দেশের বাইরে গেলে সরকার নির্ধারিত ভাতা পাবেন। প্রধানমন্ত্রী বিমানে ভ্রমণ করলে বিমাসুবিধার ব্যবস্থা আছে। এই বিমাসুবিধা এখন বছরে ২৫ লাখ টাকা।


আজ এই পর্যন্তই!


ভিডিওটিতে  লাইক দিন, share করুন এবং এইরকম  ভিডিও আরো  পেতে চাইলে চ্যানেলটি subscribe করে আমাদের সাথে থাকুন। আল্লাহ হাফেজ।

No comments:

Post a Comment

আজ  আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনের ভোট। আমেরিকনরা ৪ বছরের জন্য একজন নতুন প্রেসিডেন্ট নির্বাচন করবেন। প্রেসিডেন্ট যেই হোক ফিলিস্তিনের জন্য ভ...