Monday, June 1, 2020

ভারত নেপাল বিরোধ কি নিয়ে?

লিম্পিয়াধুরা, কালাপানি ও লিপুলেখ নিয়ে ভারত-নেপাল বিবাদ দীর্ঘদিনের। ভারতের দাবি, এই তিনটিই ভারতের অবিচ্ছেদ্য অঙ্গ এবং উত্তরখণ্ড রাজ্যের পিথোরাগড় জেলার অন্তর্ভূক্ত। উল্টোদিকে নেপালেরও দাবি এগুলো তাদের ভূখণ্ড।

বিতর্কিত ভূখণ্ড কালাপানি আর লিপুলেখকে নিজেদের মানচিত্রের অন্তর্ভুক্ত করে ভারতের তীব্র বিরোধিতা সত্ত্বেও সেই বিল পেশ করা হয়েছে নেপালের সংসদে। এবং  তা পাশও হয়ে যাবে, কারন এই ব্যাপারে  সরকার  আর বিরোধী দল একমত।


খবর সুত্রঃ

No comments:

Post a Comment

শরীরে খারাপ কোলেস্টেরল বাসা বাধার ১০ টি লক্ষন কি?

 কোলেস্টেরল দেখতে অনেকটা মোমের মতো নরম এক ধরনের ফ্যাট বা চর্বি যা শরীরের জন্য প্রয়োজনীয় একটি উপাদান,আমাদের শরীরের প্রয়োজনীয় কোলেস্টেরল লি...