Sunday, May 31, 2020

আমার শরীরের জন্য প্রতিদিন কত ক্যালরি দরকার?

একজন প্রাপ্তবয়স্ক কর্মক্ষম পুরুষ মানুষ যার বয়স সীমা ( ৩১-৫৩ ) প্রতিদিন ২৮০০-৩০০০ ক্যালােরি খাবার দরকার।  আর একজন প্রাপ্ত বয়স্কা কর্মক্ষম মহিলার যার বয়সের সীমা ( ৩১-৫০ ) , তার প্রতিদিন ২২০০ ক্যালরি খাবার দরকার।

এখন কোন খাবারে কি ধরনের ক্যালরি থাকে?

প্রতি বড় আকারের একটা মুরগির ডিমে ৭০-৮০ ক্যালরি থাকে।

প্রতি ১০০ গ্রাম সাদা সিদ্ধ আলুর মধ্যে ৮৭-৯২ ক্যালরি থাকে।

যে কলার সাইজ ৬ ইঞ্চির কম (৮০ গ্রাম) এইরকম প্রতি কলার মধ্যে থাকে ৭০-৭২ ক্যালরি ।

যে কলার সাইজ ৭ ইঞ্চি বা তার বেশি  এইরকম প্রতি কলার মধ্যে থাকে ১০০ ক্যালরি।

একটা  মাঝারি ধরনের আপেলে থাকে ৯৫ ক্যালরি।





No comments:

Post a Comment

সৌদি আরবের সাথে মিল রেখে ঈদ উদযাপন করলে কি হবে?

সৌদি আরবে আজ রবিবার ইদুল ফিতির। আর আমাদের দেশে ইনশাল্লাহ সোমবার ঈদ উদযাপিত  হবে।  আজ বাংলাদেশের কিছু এলাকায় ঈদ উদযাপিত হবে। তারা সৌদি আরবের ...