Saturday, December 23, 2023

ভারত ২০২৩ সালে প্রবাসী আয়ে বিশ্বে প্রথম, বাংলাদেশ প্রবাসী আয়ে বিশ্বে কত তম?India was ranked first globally in expatriate income in 2023.

 বিশ্বব্যাংকের প্রতিবেদন অনুযায়ী ২০২৩ সালে প্রবাসী আয়ে প্রথম স্থান অধিকার করে ভারত। ভারত ২০২৩ সালে প্রবাসীদের মাধ্যমে রেমিট্যান্স হিসেবে আয় করে ১২৫ বিলিয়ন মার্কিন ডলার।ভারতের পরে দ্বিতীয় স্থানে আছে মেক্সিকো যার আয় হলো ৬৭ বিলিয়ন মার্কিন ডলার। 

 দক্ষিণ এশিয়ায় ভারতের আয় ৬৬℅ অন্যান্য দেশগুলোর তুলনায় যেমন বাংলাদেশ, পাকিস্তান, শ্রীলঙ্কা ইত্যাদি। ২০১৭ থেকে ২০২৪ এই ৭ বছরের মধ্যে ভারতের প্রবাসী আয় দিগুন হয়ে যাচ্ছে। এবং ভারতের প্রবাসী আয়ের অধিকাংশই আসে মুসলিম দেশ থেকে ভারতের এই বিশাল প্রবাসী আয়ে বাংলাদেশেরও অবদান আছে,কারন বাংলাদেশে ২০ লক্ষ এর বেশি ভারতীয় কাজ করে।  ভারতের মোট প্রবাসী আয়ের ১৮% ই আসে আরব আমিরাত থেকে।





ভারতের দক্ষ শ্রমিকদের সংখ্যা অনেক বেশি। আর বাংলাদেশের প্রবাসী শ্রমিকরা বেশিরভাগই অদক্ষ।যাহোক ২০২৩ সালে বিশ্বে  বাংলাদেশ প্রবাসী আয়ে ৭ ম। বাংলাদেশের আয় ২৩ বিলিয়ন মার্কিন ডলার। বাংলাদেশের উপরে পাকিস্তান তাদের আয় ২৪ বিলিয়ন মার্কিন ডলার। 


No comments:

Post a Comment

সৌদি আরবের সাথে মিল রেখে ঈদ উদযাপন করলে কি হবে?

সৌদি আরবে আজ রবিবার ইদুল ফিতির। আর আমাদের দেশে ইনশাল্লাহ সোমবার ঈদ উদযাপিত  হবে।  আজ বাংলাদেশের কিছু এলাকায় ঈদ উদযাপিত হবে। তারা সৌদি আরবের ...