Friday, December 15, 2023

একদিনের বিশ্বকাপ ক্রিকেটে কে সবচেয়ে বেশি বার বিশ্বকাপ জিতেছে?Who has won the ICC one day World Cup the most number of times?

 উইকিপিডিয়ার তথ্য অনুযায়ী  ক্রিকেটের উদ্ভব হয় ইংল্যান্ডে। ১৮৪৪ সাল থেকে আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ খেলা হলেও ইতিহাস স্বীকৃত টেস্ট ক্রিকেট ম্যাচ খেলা শুরু হয় ১৮৭৭ সালে। 


৪ বছর পর পর একদিনের ক্রিকেটের বিশ্বকাপ অনুষ্ঠিত হয়। এইটাই ক্রিকেটের সবচেয়ে বড় আসর। এই টুর্নামেন্টে শিরোপা জেতাকে অনেক বড় একটা অর্জন ধরা হয়।একদিনের ক্রিকেটের প্রথম বিশ্বকাপ অনুষ্ঠিত হয় ১৯৭৫ সালে এবং চ্যাম্পিয়ন হয় বা শিরোপা জিতে নেয় ওয়েষ্ট indies



এ পর্যন্ত সবচেয়ে বেশি টুর্নামেন্টের  শিরোপা জেতা দল হলো অস্ট্রেলিয়া তারা ছয়বার  করে টুর্নামেন্টটির  শিরোপা জেতে নেয় বছরগুলো হল (১৯৮৭,১৯৯৯,২০০৩,২০০৭,২০১৫ এবং ২০২৩ সালে)।

No comments:

Post a Comment

সৌদি আরবের সাথে মিল রেখে ঈদ উদযাপন করলে কি হবে?

সৌদি আরবে আজ রবিবার ইদুল ফিতির। আর আমাদের দেশে ইনশাল্লাহ সোমবার ঈদ উদযাপিত  হবে।  আজ বাংলাদেশের কিছু এলাকায় ঈদ উদযাপিত হবে। তারা সৌদি আরবের ...