Monday, December 18, 2023

দ্বিতীয় বিশ্বযুদ্ধ কখন শুরু হয় আর কত সালে শেষ হয়? When Did World War II Start and End?

১৯৩৯ সালের ১ লা সেপ্টেম্বর পোল্যান্ড আক্রমণের মধ্য দিয়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সূচনা করে জার্মানি।

১৯৪১ সালের ৭ ডিসেম্বর জাপান প্রশান্ত মহাসাগরের হাওয়াই দ্বীপে অবস্থিত যুক্তরাষ্ট্রের নৌঘাঁটি ‘পার্ল হার্বার’ - এ বিমান হামলা চালায়।সম্রাট হিরোহিতোর এই হামলার  নির্দেশ দেন। এতে আমেরিকার ৮টি যুদ্ধজাহাজ ডুবে যায় ১০ টি জাহাজ ব্যাপক  ক্ষতিগ্রস্থ হয়  , ২৮০- এর বেশি যুদ্ধ বিমান ধ্বংস হওয়া সহ প্রায় ২,৩০০ জন নিহত হয় এবং আরও ১৩০০ জন আহত হয়। এই ঘটনার মধ্য দিয়ে  যুক্তরাষ্ট্রকে দ্বিতীয় বিশ্বযুদ্ধে অংশগ্রহন করে। 




 Youtube video lonk


আমেরিকার প্রেসিডেন্ট হ্যারি  ট্রুম্যানের নির্দেশে যুক্তরাষ্ট্র ১৯৪৫ সালের ৬ আগস্ট জাপানের হিরোশিমায় ‘লিটল বয়’ ও ৯ আগস্ট নাগাসাকিতে ‘ফ্যাটম্যান’ নামক পারমাণবিক বোমা হামলা চালায়। এতে জাপান ১৯৪৫ সালের ১৫ আগস্ট আত্মসমর্পনের ঘোষণা দেয়
যার ফলে ১৯৪৫ সালের ২ সেপ্টেম্বর দ্বিতীয় বিশ্বযুদ্ধের ধ্বংসলীলা বন্ধ হয়।☺

No comments:

Post a Comment

সৌদি আরবের সাথে মিল রেখে ঈদ উদযাপন করলে কি হবে?

সৌদি আরবে আজ রবিবার ইদুল ফিতির। আর আমাদের দেশে ইনশাল্লাহ সোমবার ঈদ উদযাপিত  হবে।  আজ বাংলাদেশের কিছু এলাকায় ঈদ উদযাপিত হবে। তারা সৌদি আরবের ...