Thursday, August 8, 2024

ব্রিগেডিয়ার আযমী আয়নাঘরের যে দুর্ভোগের কথা জানালেন তা ছিল ভয়ংকর

২০১৬ সালের ২২ আগস্ট দিবাগত রাতে জামায়াতে ইসলামীর সাবেক আমির গোলাম আযমের ছেলে আবদুল্লাহিল আমান আযমীকে আটক করা হয়। ৮ বছর আয়নাঘরে বন্দী থাকার পরে গত মংলবার তিনি মুক্তি পেয়েছেন হাসিনার পতনের পরে। 



২৯১৭ দিন আয়না ঘরে কীভাবে কেটেছে জিজ্ঞেস করলে  ব্রিগেডিয়ার আযমী তার ব্যাগে থাকা একটি গামছা বের করে বলেন, এ গামছাটি আমি নিয়েছিলাম নামাজ পড়ার জন্য; কিন্তু এটা দিয়ে যে পরিমাণ চোখের পানি আমি মুছেছি তা দিয়ে একটি দিঘি বানানো যেত। 


তার ব্যাগে থাকা পবিত্র কুরআন খুলে দেখিয়ে তিনি বলেন, ৮ বছর এ কুরআন পড়েছি। এটা অনেকটাই ছিড়ে গেছে। এটাই অনেক জোড়া-তালি নিজেই দিয়েছি। 

No comments:

Post a Comment

সৌদি আরবের সাথে মিল রেখে ঈদ উদযাপন করলে কি হবে?

সৌদি আরবে আজ রবিবার ইদুল ফিতির। আর আমাদের দেশে ইনশাল্লাহ সোমবার ঈদ উদযাপিত  হবে।  আজ বাংলাদেশের কিছু এলাকায় ঈদ উদযাপিত হবে। তারা সৌদি আরবের ...