প্লাটিনাম একটি দুষ্প্রাপ্য মূল্যবান ধাতু যা স্বর্ণের চেয়েও দামী এবং পৃথিবীর হাতেগোনা কয়েকটি দেশে পাওয়া যায়।প্লাটিনাম প্রাকৃতিকভাবে দেখতে সাদা হয় কিন্তু ১০০% সাদা নয়, প্রকৃতপক্ষে কিছুটা ধূসর সাদা। প্লাটিনাম এর পারমাণবিক সংখ্যা ৭৮, যার প্রতীক হলো Pt.প্লাটিনাম স্বর্ণের চেয়ে অনেক মজবুত এবং অনেক স্থায়ী হয় এবং কম ক্ষয়প্রাপ্ত ধাতু যেহেতু তারা পরিবেশের আলো, তাপ, পানি ও বাতাসের সাথে কোন বিক্রিয়া করে না যার ফলে ক্ষয়প্রাপ্ত হয় না। ঠিক এই কারনে বিভিন্ন ক্ষেত্রে platinum এর ব্যবহার দিন দিন বিশ্বব্যাপী বাড়ছে।
যদিও সোনা প্লাটিনামের মত বিশ্বব্যাপি অত ব্যাপক পরিচিত না হলেও বিশ্বজুড়ে দামি অলংকারে তৈরিতে এর প্রভাব আছে। প্লাটিনিয়ামের বিশ্বজুড়ে ব্যবহার শুরু হয় ১৯২০ সালের পর থেকে। পৃথিবীতে সর্বপ্রথম কলম্বিয়াতেই প্রথম প্লাটিনাম এর খনি পাওয়া যায় এরপর রাশিয়ায় ১৮১৯ সালে প্লাটিনামের এর খনি আবিষ্কার হয়। এরপর কানাডায় প্লাটিনাম এর খনি আবিষ্কার হয় ১৮৮৮ সালে এবং পরবর্তীতে কানাডা পৃথিবীর এক নাম্বার প্লাটিনাম রপ্তানিকারক দেশে পরিণত হয়। এরপর ১৯২৪ সালের দিকে সাউথ আফ্রিকায় প্লাটিনামের বিশাল খনি আবিষ্কার হয় এবং বর্তমানে সাউদ আফ্রিকা থেকেই বিশ্বের চাহিদার ৭৫% প্লাটিনাম সরবরাহ করা হয় ।
প্লাটিনামের ঘনত্ব স্বর্ণের চেয়ে ৫০% বেশি হওয়ার কারণে একই সাইজের প্লাটিনামের আংটি স্বর্ণের চেয়ে বেশি ওজনদার হবে। এই কারণে প্লাটিনিয়াম দিয়ে কোন জুয়েলারি যদি আপনি তৈরি করতে চান যা একই আকারের হবে অর্থাৎ সাইজে একই হবে তাহলে তার ওজন অবশ্যই স্বর্ণের চেয়ে বেশি হবে এবং খরচও বেশি পড়বে।
প্লাটিনিয়াম যত বিশুদ্ধ হবে তা অনেক বেশি শক্ত হবে যার কারণে ওই প্ল্যাটিনাম দিয়ে সহজভাবে অলংকার তৈরি যাবেনা অর্থাৎ পছন্দনীয় আকৃতি দেয়া অনেক কঠিন হবে এই কারণে জুয়েলারি তৈরি করার সময় প্লাটিনামের সাথে বিভিন্ন ধাতুর মিশ্রণ যোগ করে সংকর ধাতু তৈরি করা হয়। এজন্য ইরিডিয়াম, রুথিনিয়াম এবং কোবাল্ট যোগ করা হয় । রুথিনিয়াম যোগ করার দ্বারা প্লাটিনামের জুয়েলারির উজ্জ্বলতা বাড়ে এবং বেশি সাদা হয়।
এটা সর্বজন স্বীকৃত যে যে ২৪ ক্যারেট গোল্ডই হলো সবচেয়ে ভালো মানের সোনা। তাহলে প্লাটিনামের ক্যারেট কত বা প্লাটিনামের পিউরিটি বা বিশুদ্ধতা কিভাবে নিধাররন করা হয়? ভালো মানের প্লাটিনামের পিউরিটি সাধারণত ৯৫ থেকে ৯৯% এর মধ্যে থাকে।
৯৯৯ প্লাটিনাম কি? ৯৯৯ প্ল্যাটিনাম হলো platinum এর মধ্যে সবচেয়ে বিশুদ্ধ যাকে Five 9 ও বলে অর্থাৎ অর্থাৎ এর বিশুদ্ধতা লেখার জন্য পাঁচটা নাইনের দরকার হয় ৯৯.৯৯৯℅। এইজন্য এই কোয়ালিটির প্লাটিনাম কে অর্থাৎ এরকম বিশুদ্ধ প্লাটিনাম কে ২৪ ক্যারেট গোল্ড এর সমকক্ষ মনে করা হয়।
৯৫০ প্লাটিনাম কি? ৯৫০ প্ল্যাটিনাম তাকে বলা হয় যার মধ্যে ৯৫% পারসেন্ট বিশুদ্ধ প্লাটিনাম থাকবে । আর বাকি ৫% শংকর ধাতু বা খাদ মিশানো থাকবে।
No comments:
Post a Comment