অসংখ্য শহীদানের রক্তের বিনিময়ে বাংলাদেশ স্বাধীনতা অর্জন করে যাদের অবদান কখনো ভুলবার নয়। তারা আমাদের দেশের শ্রেষ্ঠ সন্তান। তাদের জন্য আমদের শ্রদ্ধা ও ভালোবাসা অবিরাম।
বিভিন্ন সময়ে বিশেষ কিছু দেশ বাংলাদেশকে স্বাধীনতার স্বীকৃতি দেয় তাদের নিয়ে আজকে আমাদের আলোচনা।
বাংলাদেশ স্বাধীন হওয়ার পর আনুষ্ঠানিকভাবে মোট ১৫০টি দেশ স্বীকৃতি দেয়
বাংলাদেশকে স্বীকৃতি দানকারী প্রথম দেশটি হল ভুটান, ভুটান ১৯৭১ সালের ৬ ডিসেম্বর বাংলাদেশকে স্বীকৃতি দেয় এবং ওই একই দিনে
ভারতেও স্বীকৃতি দিয়ে যা ভুটানের ২-৩ ঘন্টা পরে।
বাংলাদেশকে স্বীকৃতিদানকারী প্রথম সমাজতান্ত্রিক দেশ ও প্রথম ইউরোপীয় দেশ হলো পূর্ব জার্মানি, পূর্ব জার্মানি , ১৯৭২ সালের ১১ জানুয়ারি বাংলাদেশকে স্বীকৃতি প্রদান করে।তখন পূর্ব জার্মানি ও পশ্চিম জার্মানি আলাদা দেশ ছিল।
রাশিয়া ১৯৭২ সালের ২৪ জানুয়ারি বাংলাদেশকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দেয়।
বাংলাদেশকে স্বীকৃতিদানকারী প্রথম অনারব মুসলিম দেশ হলো সেনেগাল এবং প্রথম আফ্রিকান দেশও হল সেনেগাল , সেনেগাল ১৯৭২ সালের ১ ফেব্রুয়ারি বাংলাদেশকে স্বীকৃতি প্রদান করে।
পাকিস্তান ১৯৭৪ সালের ২২ ফেব্রুয়ারি বাংলাদেশকে স্বীকৃতি দেয়। এবং পাকিস্তান বাংলাদেশে দূতাবাস খুলে ১৯৭৬ সালে।
যুক্তরাষ্ট্র বাংলাদেশকে স্বীকৃতি দেয় ১৯৭২ সালের ৪ এপ্রিল।
মধ্যপ্রাচ্যের বা middle east এর প্রথম দেশ এবং প্রথম আরব দেশ হিসেবে বাংলাদেশকে স্বীকৃতি দেয় ইরাক,ইরাক ১৯৭২ সালের ৮ ই জুলাই বাংলাদেশকে স্বীকৃতি দেয়।
যুক্তরাজ্য ১৯৭২ সালের ৪ ফেব্রুয়ারি বাংলাদেশকে স্বীকৃতি দেয় এবং ১৯৭২ সালের ১৮ ই এপ্রিল বাংলাদেশকে কমনওয়েলথের অন্তর্ভুক্ত করা হয়।
ফ্রান্স ১৯৭২ সালের ১৪ ফেব্রুয়ারি বাংলাদেশকে স্বীকৃতি দেয়।
জাতিসংঘ বাংলাদেশেকে ১৯৭৪ সালে সদস্যপদ দান করে স্বীকৃতি দেয়।
বঙ্গবন্ধু হত্যার পর ১৯৭৫-এ সৌদি আরব বাংলাদেশকে স্বীকৃতি দেয়। সৌদি আরব স্বীকৃতি দেয় ১৯৭৫ সালের ১৬ আগস্ট।
বাংলাদেশকে সবার শেষে যেই দেশটি স্বীকৃতি দেয় সে হল চীন ,চীন ১৯৭৫ সালের ৩১ আগস্ট বাংলাদেশকে স্বীকৃতি দেয় ।
No comments:
Post a Comment