Saturday, June 22, 2024

নবী করিম (সা:) এর এরশাদ যারা হজ্জে মারা যায় তাদের ব্যাপারে

তারগীব কিতাবের একটি হাদিস,

নবী করিম সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম  এরশাদ করেন, যে ব্যক্তি হজ্বে রওয়ানা হয়ে পথে ইন্তেকাল করে, কেয়ামত পর্যন্ত সে হজ্বের ছওয়াব পেতে থাকবে আর যে ব্যক্তি ওমরাহ করার জন্য বাহির হয়ে ইন্তেকাল করে, সে কেয়ামত পর্যন্ত  ওমরার ছওয়াব পেতে থাকবে। আর যে জেহাদের জন্য বাহির হয়ে মারা যায় কেয়ামত পর্যন্ত সে জেহাদের ছওয়াব পেতে থাকবে। (তারগীব)/



এ বছর বাংলাদেশ থেকে  মোট ৮৫,২৫২ জন হজযাত্রী সৌদি আরব গেছেন। এবং  হজ্জ করতে গিয়ে ২১ জন বাংলাদেশি মারা গেছেন।  এদের মধ্যে ১৮ জন পুরুষ ও ৩ জন মহিলা।  এর মধ্যে মক্কায়  মারা গেছেন ১৬ জন, মদিনায় ৪ জন এবং মিনায় ১ জন। আল্লাহ তাদের সবার জন্য জান্নাতের ফায়সালা করুন। আমিন

No comments:

Post a Comment

আজ আমরা জানব কি কি কাজ করলে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের চাকরি চলে যায়।   জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মোখলেস উর রহমান মন্ত্রণালয়ে...