অযোধ্যায় যেখানে বাবরি মসজিদ ভেঙে রাম মন্দির তৈরি করা হয় উদ্বোধনের ৬ মাস পরের প্রথম দিনের বৃষ্টিতেই মন্দিরের ছাদ চুইয়ে ঝরঝর করে পানি পড়া শুরু করে। বৃষ্টি গত শনিবার গভীর রাতে শুরু হয়।
পানি পড়া শুরু হয় সেখানে থেকেই যেখানে পূজারিদের বসার জায়গা এবং ভিআইপি ব্যক্তিরা যেখান এসে পুজা দেখেন। সাধারণ লোকজনও যেখান থেকে পুজা দেখেন সেখানেও পানি পড়ছিল।
ভক্তদের আক্ষেপ হলো যে সারা ভারত থেকে সেরা সেরা প্রকৌশলীরা রাম মন্দির তৈরির কাজে সামিল হয়েছিলে।এবং এরজন্য হাজার কোটি টাকা খরচও করা হয়। কংগ্রেসে এবং নেটিজেনদের অভিযোগ হলো মন্দির নির্মান কাজে যে দুর্নীতি আছে বুঝা যায়। please like and subscribe the channel।
No comments:
Post a Comment