Friday, May 22, 2020

এয়ার ডিফেন্স ক্লিয়ারেন্সে (এডিসি) কি?

এয়ার ডিফেন্স ক্লিয়ারেন্সে (এডিসি) হল কোন দেশের স্থল ভাগ ও জলভাগের আকাশপথ ব্যবহারের একটা প্রাথমিক নিরাপত্তা ব্যবস্থা, যার মাধ্যমে অনাকাঙ্ক্ষিত বেসরকারি বিমান কোন দেশে ঢুকে পড়লে সনাক্ত করা যায়। সংশ্লিষ্ট দেশের আকাশপথে কোন বেসামরিক বিমান প্রবেশ করার আগে বা সেদেশে প্লেন অবতরণ করানোর প্রয়োজন হলে তাকে ADC নাম্বার সংগ্রহ করতে হয়। এডিসি নম্বর হচ্ছে একটি সিকিউরিটি ক্লিয়ারেন্স নম্বর।

২০১৮ সালের ফেব্রুয়ারিতে বাংলাদেশ তার আকাশসীমা নির্ধারণের বিষয়ে একটি সার্কুলারে বেবিচক নির্দেশনা দেয় যে, কোনো এয়ারক্রাফট যদি বাংলাদেশের এডিসি জোনে ঢুকতে চায় তাহলে তাকে আগে থেকেই এডিসি নম্বর নিতে হবে। অর্থাৎ বাংলাদেশ আকাশ প্রতিরক্ষা সনাক্তকরণ অঞ্চল (AIDZ) ঘোষণা করে। পৃথিবীতে প্রায় ২০ টি দেশের আকাশপথ ব্যবহার করার জন্য আগে থেকেই এয়ার ডিফেন্স ক্লিয়ারেন্সের (এডিসি) এর নাম্বার নিতে হয়। সেই দেশগুলোর মধ্যে আমেরিকা, কানাডা, ভারত, বাংলাদেশ, পাকিস্তান, জাপান, যুক্তরাজ্য, চীন, দক্ষিন কোরিয়া, সুইডেন উল্লেখযোগ্য। এই পদ্ধতি প্রথম প্রবর্তন করে আমেরিকা।


সুত্রঃ
সুত্র-১ঃ

No comments:

Post a Comment

সৌদি আরবের সাথে মিল রেখে ঈদ উদযাপন করলে কি হবে?

সৌদি আরবে আজ রবিবার ইদুল ফিতির। আর আমাদের দেশে ইনশাল্লাহ সোমবার ঈদ উদযাপিত  হবে।  আজ বাংলাদেশের কিছু এলাকায় ঈদ উদযাপিত হবে। তারা সৌদি আরবের ...