Thursday, May 28, 2020

মুরসি উপজাতি এত বিপজ্জনক কেন?

আফ্রিকা এক বৈচিত্র্যময় মহাদেশ। বিচিত্র তার প্রাণী, পরিবেশ, ভুবৈচিত্র‍্য এবং মানুষের জীবনধারা। মুরসি উপজাতিরা দক্ষিণ ইথিওপিয়া এবং দক্ষিণ সুদান সীমান্তের ওমো উপত্যকায় বসবাস করে। এদের মোট জনসংখ্যা প্রায় ৯-১০ হাজার।

মুরসি উপজাতির লোকেরা বিশ্বাস করে, "কাউকে হত্যা না করে বেঁচে থাকার কোনও অর্থ নেই " তাদের এই চিন্তা ভাবনাই তাদেরকে আফ্রিকার এক ভয়ংকর উপজাতি হিসেবে পরিচিতি এনে দিয়েছে। বিনা অনুমতিতে কেউ তাদের এলাকায় ঢুকে পড়লে তাদেরকে মেরে ফেলতে তারা কুন্ঠাবোধ করে না। তাদের অনুমতি ছাড়াই তাদের সম্প্রদায়ের মধ্যে আসা শত শত মানুষকে তারা এ পর্যন্ত হত্যা করেছে। সরকারের পক্ষ থেকে তাদের সাথে ৮-১০ বছর আগে যোগাযোগের চেষ্টা করা হয় এইজন্য যে গাইডরা কাজ করেছিল তাদেরকে তারা মেরে ফেলে।

মুরসি উপজাতির মেয়েরা তাদের চেহারার সৌন্দর্যহানি করার উদ্দেশ্য হল যাতে তারা দাস ব্যবসায়ীদের হাতে পড়ে বিক্রি হয়ে না যায়। এই প্রচলন তাদের শত শত বছর যাবৎ চলে আসছে।

মুরসি উপজাতিরা নিজেদের সুরক্ষার জন্য এ কে -৪৭ এর মত বন্দুক তারা ব্যবহার করে। এক একটা রাইফেল ক্রয় করার জন্য তারা বিনিময়ে ২৫-৩০ টি ষাড় গরু দেয়।

মুরসি উপজাতির মেয়েরা তাদের অনন্য ঠোঁটের জন্যও বিখ্যাত। তাদের মেয়েরা ও মহিলারা মানুষের মন্দ দৃষ্টি এড়াতে দেহ পরিবর্তন প্রক্রিয়ার অংশ হিসাবে তাদের নীচের ঠোঁটে কাঠ বা কাদামাটি দিয়ে তৈরি একটি ডিস্ক পরেন। এই ডিস্ক বা প্লেট পড়ার কাজটি তারা তাদের ১৫-১৬ বছর বয়স থেকে শুরু করে। মুরসি মহিলারা পরিবারের ভারী কাজগুলো করার ক্ষেত্রে পুরুষদের চেয়ে এগিয়ে থাকে ।


বিঃদ্রঃ কোরা থেকে আমি এই প্রশ্নের উত্তরটি দেয়ার অল্প সময়ের মধ্যেই লুকিয়ে ফেল।। আমাকে জানানো হয়নি কি আমার অপরাধ ছিল।     




No comments:

Post a Comment

সৌদি আরবের সাথে মিল রেখে ঈদ উদযাপন করলে কি হবে?

সৌদি আরবে আজ রবিবার ইদুল ফিতির। আর আমাদের দেশে ইনশাল্লাহ সোমবার ঈদ উদযাপিত  হবে।  আজ বাংলাদেশের কিছু এলাকায় ঈদ উদযাপিত হবে। তারা সৌদি আরবের ...