Wednesday, May 20, 2020

মেয়েদেরও দাড়ি, গোফ গজানোর কারন কি?

মেয়েদের শরীরে এই  অস্বাভাবিক ঘটনাকে হারসুটিজম (Hirsutism) বলা হয়। আল্লাহ তায়ালা মেয়েদের শরীরে যে হরমোনের ভারসাম্য দিয়েছেন তা ব্যাহত হলেই এই সমস্যা দেখা দেয়। মানবদেহে টেসটোসটেরন( Testosteron) নামক এক ধরনের হরমোন রয়েছে যা নারী পুরুষ উভয়ের শরীরেই থাকে, কিন্ত পুরুষের শরীরে বেশি থাকে যার জন্য তার মধ্যে পুরুষালি স্বভাব বিদ্যমান থাকে, কিন্তু যখন মেয়েদের শরীরে এই হরমোনের নিঃসরণের পরিমান বেড়ে গেলে বা বেশি থেকে থাকলে মেয়েদের শরীরে লোম গজানো শুরু করতে পারে।

টেস্টোস্টেরন পুরুষদের সেক্স হরমোন। আর  মহিলাদের সেক্স হরমোন এস্ট্রোজেন। যখন মহিলাদের শরীরে এস্ট্রোজেনের নিঃসরণ কমে তখন টেস্টোস্টেরনের মাত্রা বেড়ে যায়।

যার ফলে পুরুষদের মতো মেয়েদেরও দাড়ি, গোফ গজানো, উপড়ের ঠোঁট ভারী হওয়া,  হাতে-পায়ে ঘন রোম দেখা দিতে শুরু করে। অনেক সময়ে কিছু মহিলার কণ্ঠস্বরও ভারী হয়ে যায় এই কারণে।

No comments:

Post a Comment

সৌদি আরবের সাথে মিল রেখে ঈদ উদযাপন করলে কি হবে?

সৌদি আরবে আজ রবিবার ইদুল ফিতির। আর আমাদের দেশে ইনশাল্লাহ সোমবার ঈদ উদযাপিত  হবে।  আজ বাংলাদেশের কিছু এলাকায় ঈদ উদযাপিত হবে। তারা সৌদি আরবের ...