Sunday, May 17, 2020

ভারত মহাসাগরে ভারতের নৌঘাঁটি সম্পর্কে কেউ কিছু জানাবেন কি?

ভারতীয় নৌবাহিনী চারটি আঞ্চলিক কমান্ডে বিভক্ত। এই চারটি আঞ্চলিক কমান্ডের অধীনে তাদের ৭০টির মত নৌবাহিনী ঘাটি আছে। যেখান থেকে তারা আরব সাগর থেকে শুরু করে বঙ্গোপসাগর এবং ভারত মহাসাগরে অপারেশন পরিচালনা করতে পারে।

‌এই আঞ্চলিক কমান্ডগুলো হলঃ
 ১) পশ্চিমাঞ্চলীয় আঞ্চলিক কমান্ড
২) পূর্বাঞ্চলীয় আঞ্চলিক কমান্ড
৩) দক্ষিনাঞ্চলীয় আঞ্চলিক কমান্ড
৪) আন্দমান এবং নিকোবর কমান্ড।


(পূর্বাঞ্চলীয় আঞ্চলিক কমান্ড এর সদর দফতর, উৎসঃঃউউইকিপিডিয়া)
  
ভারত মহাসাগরে চীনের উপস্থিতি নিয়ে চীনের সাথে ভারতের উত্তেজনা লেগে থাকে।
চীনের তৈলবাহী বানিজ্যিক জাহাজগুলোর নিরাপত্তার জন্য তারা এডেন উপসাগর পর্যন্ত নৌবাহিনীর জাহাজ পাঠায়। চীন যেরকম বঙ্গোপসাগর এবং ভারত মহাসাগরে তাদের নৌবাহিনীর জাহাজ নজরদারির জন্য পাঠায় ঠিক সেরকম ভারতীয় যুদ্ধজাহাজও দক্ষিণ চীন সাগরে যাতায়াত করে। যেহেতু তারা আন্তর্জাতিক জলসীমায় থাকে তাই জাহাজ চলাচলে বাধা দেওয়া আইনবিরুদ্ধ বলেই দুই নৌবাহিনীরই আক্রমণাত্মক হওয়ার সুযোগ থাকে না।


লিংক ১

No comments:

Post a Comment

সৌদি আরবের সাথে মিল রেখে ঈদ উদযাপন করলে কি হবে?

সৌদি আরবে আজ রবিবার ইদুল ফিতির। আর আমাদের দেশে ইনশাল্লাহ সোমবার ঈদ উদযাপিত  হবে।  আজ বাংলাদেশের কিছু এলাকায় ঈদ উদযাপিত হবে। তারা সৌদি আরবের ...