Friday, May 10, 2024

দুবাইয়ের কিছু আজব তথ্য, দুবাই কেন বিখ্যাত?

 না জানার কারণে অনেকে দুবাইকে আলাদা দেশ মনে করে আসলে দুবাই কোন আলাদা দেশ না দুবাই আরব আমিরাতের একটা প্রদেশ। আরব আমিরাতের রাজধানী হল আবুদাবি। ঢাকা থেকে আকাশ পথে দুবাইয়ের দূরত্ব প্রায় ৩৫৪৩ কি.মি  বিমানে যেতে আনুমানিক সাড়ে পাঁচ থেকে সাড়ে ছয় ঘন্টা লাগতে পারে।

দুবাইয়ের সম্পূর্ণ জনসংখ্যার মধ্যে ১৭ থেকে ২০ পার্সেন্ট হল স্থানীয় নাগরিক আর বহিরাগসতদের মধ্যে ভারতীয়দের সংখ্যা বেশি। বাংলাদেশ পাকিস্তানসহ আরো  বিভিন্ন দেশের লোকজন সেখানে থাকে। //

দুবাইয়ের কিছু বিখ্যাত  তথ্য যা হয়তো আমরা সব জানি না।

দুবাইয়ে ব্যবসায়ী  মানুষদের জন্য বড়লোক হওয়া খুব সহজ কারণ সেখানে ইনকাম ট্যাক্স দিতে হয় না। পৃথিবীতে এমন কোন দেশ পাওয়া যাবে কি  যেখানে ইনকাম ট্যাক্স দিতে হয় না। দুবাইতে যত খুশি উপার্জন করুন না কেন কিন্তু কোন ট্যাক্স দিতেয  হবে না। কেননা আরব আমিরাত  সরকার এ ব্যাপারে কোন বাধ্যবাধকতা আরোপ করে না কারো আয়ের উপর। এজন্য সারা দুনিয়ার ব্যবসায়ীরা এখানে ভিড় করছে। //



দুবাই হচ্ছে পৃথিবীর অন্যতম প্রধান ট্রাভেল হাব। লন্ডন বিমানবন্দর কে পিছনে ফেলে ২০২২ সাল পর্যন্ত  টানা নবমবারের মতো বিশ্বের ব্যস্ততম বিমানবন্দর হিসেবে নিজের অবস্থান ধরে রেখেছিল  দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর। দুবাই থেকে পৃথিবীর প্রায় সব দেশেই যাওয়ার জন্য সরাসরি ফ্লাইট পাওয়া যায়। ২০২২ সালে দুবাই বিমানবন্দর ব্যবহার করে  প্রায় সাত কোটির মত যাত্রী। //

দুবাইকে জিরো ক্রাইম সিটি বলা হয় অর্থাৎ
দুবাই শহরে কোন অপরাধ সংঘটিত হয় না বললেই চলে। এটিকে পৃথিবীর অন্যতম নিরাপদ শহর মনে করা হয়। দুবাইয়ের আইন কানুন ব্যবস্থা খুবই কড়া যার কারণে সেখানকার  অপরাধ শূন্য শতাংশ। দুবাইতে পুলিশের চোখে ধুলো দিয়ে পালানো প্রায় অসম্ভব। কারণ, দুবাইএর পুলিশ  অপরাধী ধরার জন্য  ল্যাম্বরগিনি, বেন্টলি এবং ফেরারির মতো ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস গাড়ি ব্যবহার করে। দুবাইয়ের রাস্তাঘাটে যেখানে সেখানে ফেরারি ও ল্যাম্বরগিনির মতো  গাড়ি দেখা যায়। //

ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিলের তথ্য অনুযায়ী, বিশ্ববাজারে স্বর্ণের মোট প্রবাহের ৩০ থেকে ৪০ শতাংশই আসে দুবাই থেকে। ক্রমান্বয়ে    দুবাই স্বর্ণের জন্য  বিখ্যাত হয়ে উঠছে। এর অন্যতম প্রধান কারণ, দুবাইয়ের স্বর্ণের একটি বিশেষত্ব আছে, এখানকার স্বর্ণের তৈরি জিনিসপত্র নিঃসন্দেহে নির্ভেজাল। এখানে সবচেয়ে কম দামে স্বর্ণের সেরা জিনিস পাওয়া যায়।দুবাইয়ের স্বর্ণের বাজার এতোটাই বড় যে এক গবেষণায় দেখা গেছে এখানে বছরে প্রায় ১০০ টন স্বর্ণ বিক্রি হয়।
//
পৃথিবীর সবচেয়ে বৃহৎ এবং  সবচেয়ে ওজনদার স্বর্ণের আংটি তৈরি করেছে দুবাই।
সেই আংটিতে স্বর্ণ ব্যবহার করা হয়েছে  ৫৮ কেজি এবং দামি পাথর ব্যবহার করা হয়েছে ৬ কেজি, স্বর্ণ এবং পাথরসহ আংটির ওজন ৬৪ কেজি।   //

আপনি যদি পৃথিবীর দীর্ঘতম  স্বর্ণের চেইন দেখতে চান তাহলে তা অবশ্যই  দুবাইতে পাওয়া যাবে । এই স্বর্ণের চেইনটি ১৯৯০ সালে  তৈরি করা হয় যা লম্বায় প্রায় ৪ কিলোমিটার। এই চেইনটি ৯ হাজার মানুষের মালিকানায় আছে। //

দুবাইয়ে  আছে গোল্ড এটিএম।  সেই এটিএম-এ টাকা ঢোকালেই মিলবে দামি গয়না ও সোনার ঘড়ির মতো জিনিস।এর দ্বারা স্বর্ণ শপিং করার ঝামেলা অনেক  কমে যায়  //

  দুবাইয়ে ২২ হাজার ৪০০ স্কয়ার মিটার জায়গা জুড়ে তৈরি করা হয়েছে আর্টিফিশিয়াল আকাশ। চারিদিকে তারায় পরিপূর্ণ এক নয়নাভিরাম দৃশ্য। //

এ পর্যন্ত পৃথিবীর সবথেকে বড় টাওয়ারগুলো দুবাইতে অবস্থিত। তার মধ্যে সবচেয়ে উঁচু হল বুর্জ খলিফা। ১৬০ তলা বিশিষ্ট বুর্জ খলিফার মোট উচ্চতা ২৭১৭ ফুট।
। এখানেই রয়েছে পৃথিবীর সবচেয়ে উঁচুতে অবস্থিত  মসজিদ, রেস্টুরেন্ট, হোটেল-মোটেল ও ফান ক্লাবসহ নানা ধরনের আয়োজন ।  ভবনের সবচেয়ে আকর্ষণীয় জায়গা হচ্ছে ১২৪ তালা উঁচুতে প্রকৃতি দর্শনের পর্যবেক্ষণ ডেক। এখানে উঠলে দেখা যায় আরব আমিরাতের  বৃহৎ একটি অংশকে। বুর্জ খলিফার উচ্চতা এতটাই বেশি যেখানে মানুষ দিনে দুইবার সূর্যোদয় এবং সূর্যাস্ত দেখতে পারে। টাওয়ার এর নিচে দাঁড়িয়ে আপনি একবার সূর্যাস্ত দেখতে পারবেন এবং তাৎক্ষণিক টাওয়ারের উপরে চললেও আবার একই দৃশ্য দেখতে পারবেন। উপরে উঠলে আপনি দেখতে পারবেন সূর্য তখনো অস্ত যায়নি। আরব আমিরাতের এক আলেমের তথ্য অনুযায়ী, বিশ্বের উচ্চতম বিল্ডিং বুর্জ খলিফার ৮০ তলার উপরে যাঁরা বাস করেন তাঁদের রমজানের সময় অতিরক্তি ২-৩ মিনিট অপেক্ষা করতে হয় ইফতারের জন্য। কারণ, উঁচুতে সূর্যকে বেশ কিছুক্ষণ দেখতে পান তাঁরা।//

পৃথিবীর একমাত্র বিলাসবহুল সাত তারকা হোটেল বুর্জ আল আরব এখানে অবস্থিত। ৩২১ মিটার লম্বা এই ভবনের অবকাঠামো তৈরি করা হয়েছে পালতোলা জাহাজের মত। যা জমেরিয়া সৈকত এর পাশে সমুদ্রের উপর একটি কৃত্রিম দ্বীপের ওপর অবস্থিত। উচ্চতার দিক থেকে এই হোটেলটি বিশ্বের চতুর্থ সুউচ্চ ভবন। //

পৃথিবীর সবচেয়ে বেশি  বিল্ডিং  তৈরি করা হয় দুবাইয়ে। তাই ধারণা করা হয় পৃথিবীর ২৫ শতাংশ ক্রেন এই দুবাইয়ে ব্যবহার করা হয়। //

এই ভিডিওর ব্যাপারে আপনার কোন  প্রশ্ন থাকলে comments  করে জানাবেন।

আজ এই পর্যন্তই!

ভিডিওটিতে একটা  like দিয়ে আমাদের সাথে থাকুন  এবং এরকম ভিডিও আরো  পেতে চাইলে অনুগ্রহ করে চ্যানেলটি  subscribe  করুন। আল্লাহ হাফেজ।









 

No comments:

Post a Comment

আজ আমরা জানব কি কি কাজ করলে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের চাকরি চলে যায়।   জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মোখলেস উর রহমান মন্ত্রণালয়ে...