Sunday, May 19, 2024

দুবাই কেন পাঁচ কিলোমিটার দৈর্ঘ্যের স্বর্ণের চেইন তৈরি করেছিল?

আমরা সবাই জানি,  মানুষ গলায় যে স্বর্ণের চেইন পরে তা সাধারণত দুই ফুট থেকে বড়জোর সাড়ে তিন ফুট লম্বা  হতে পারে।এটাও অনেক বেশি।  কিন্তু দুবাই এরকম একটা  স্বর্ণের চেইন তৈরি করেছে  যা সারে ৫ কিলোমিটারের বেশি লম্বা। //


আরব আমিরাত সব সময়ে রেকর্ড এর পিছনে দৌড়ায়। তাদের চিন্তা চেতনা কিভাবে অদ্ভুত অদ্ভুত কাজ করে রেকর্ড বইয়ে নাম উঠানো যায়। এজন্য টাকা খরচ করাকে তারা অপচয় মনে করে না। এর আগে ১৯৯৯ সালে তারা একটি স্বর্নের চেইন তৈরি করে যা মেশিন দিয়ে তৈরী করা হয়েছিল এবং চেইনটির দৈর্ঘ্য ছিল ৪.২ কিলোমিটার এবং সেটাও একটা বিশ্ব রেকর্ড ছিল এবং গিনেসওয়ার্ল্ড রেকর্ড ছিল। এবার তারা তাদের সেই পুরাতন রেকর্ড ভেঙে নতুন রেকর্ড করে আবার গিনেসওয়ার্ল্ড রেকর্ড  বইয়ে অন্তর্ভুক্ত করে, হাতে তৈরি বিশ্বের দীর্ঘতম এই সোনার চেইন যা ২২ ক্যারেট স্বর্ন দিয়ে তৈরি। দুবাই শপিং ফেস্টিভ্যাল (DSF) এর ২০ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দুবাই গোল্ড অ্যান্ড জুয়েলারি গ্রুপ এই চেইন তৈরির আয়োজন করে। // 



২৫৬ কেজি ওজনের ৫.৫২ কিলোমিটার দীর্ঘ  ২২-ক্যারেটের  সোনার চেইনটি তৈরি করতে তাদের ৪৫ দিন সময় লেগেছিল। ১০০ জন মানুষ প্রতিদিন ১০ ঘন্টা পরিশ্রম করে ৪৫ দিনে ৫.৫২ কিলোমিটার দীর্ঘ চেইন তৈরি করে। ৪০ লক্ষ ছোট ছোট চেইনের পৃথক অংশকে জোড়া দিয়ে তারা এই  দীর্ঘ চেইন তৈরি করে এবং সম্পুর্ণ কাজটিই তারা হাতে করে কোন মেশিন ব্যবহার  করে তৈরি করে নি। সম্পুর্ণ কাজটি শেষ  করতে তাদের ২৫৬ কেজি স্বর্ন লেগেছিল। //



আজ এই পর্যন্তই!


এই ভিডিওর ব্যাপারে আপনার মতামত  comments  করে জানাবেন। 


ভিডিওটিতে একটা  like দিয়ে আমাদের সাথে থাকুন  এবং এরকম ভিডিও আরো  পেতে চাইলে অনুগ্রহ করে চ্যানেলটি  subscribe  করুন। আল্লাহ হাফেজ।//


No comments:

Post a Comment

আজ আমরা জানব কি কি কাজ করলে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের চাকরি চলে যায়।   জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মোখলেস উর রহমান মন্ত্রণালয়ে...