Wednesday, May 22, 2024

মরিচা কি এবং সোনায় মরিচা ধরে না কেন?why gold does not rust?

 হাজার বছর ধরে  মানুষ তার ব্যক্তিগত সাজসজ্জা এবং ব্যবহার্য জিনিসের মধ্যে সোনা ব্যবহার করে আসছে। এক একটা অলংকার যুগের পর যুগ ব্যবহার করার পরেও তাতে মরিচা ধরে না। কিন্ত কেন মরিচা ধরে না আজকের এই ভিডিও তে তাই আলোচনা করব। //

লোহা জারন প্রক্রিয়ার মাধ্যমে বাতাসের অক্সিজেন এবং আর্দ্রতার সাথে বিক্রিয়া করে ফেরিক অক্সাইড তৈরি করে যাকে আমরা মরিচা বলি। //




সোনা অন্যতম নিস্ক্রিয় ধাতু হওয়ার কারনে সোনা বাতাসের অক্সিজেন ও জলীয়বাষ্প এর সাথে বিক্রিয়া করে কোন যৌগিক পদার্থ তৈরি করতে পারে না যার ফলে সোনায় মরিচা ধরে না। এমনকি বাতাসের কোন রাসায়নিক পদার্থই সোনার সাথে বিক্রিয়া করে না। অধিকাংশ এসিডেই স্বর্ন অবিকল আগেরমতই থাকে যার ফলে সোনার কোন ক্ষয় হয় না এবং মরিচাও ধরে না যুগ যুগ ধরে অবিকল একইরকম থাকে। এই কারনেই অলংকার সামগ্রী হিসেবে  হাজার বছর ধরে সোনার ব্যবহার চলে আসছে এবং  আজও এর চাহিদা দিন দিন বেড়েই চলেছে।

ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং এইরকম ভিডিও আরো  পেতে চাইলে চ্যানেলটি subscribe করে আমাদের সাথে থাকুন। আল্লাহ হাফেজ।

No comments:

Post a Comment

আজ আমরা জানব কি কি কাজ করলে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের চাকরি চলে যায়।   জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মোখলেস উর রহমান মন্ত্রণালয়ে...