প্ল্যাটিনাম দেখতে ধূসর-সাদা রঙের। এটি একটি ভারী ধাতু। ধাতুটির গলনাঙ্ক ১৭৬৮ ডিগ্রি সেলসিয়াস। প্লাটিনামের স্ফুটনাঙ্ক ৩৮২৫ ডিগ্রি সেলসিয়াস। প্লাটিনাম এর পারমাণবিক সংখ্যা ৭৮, যার প্রতীক হলো Pt.প্লাটিনাম স্বর্ণের চেয়ে অনেক মজবুত এবং অনেক স্থায়ী হয় এবং প্লাটিনাম কম ক্ষয়প্রাপ্ত ধাতু যেহেতু তারা পরিবেশের আলো, তাপ, পানি ও বাতাসের সাথে কোন বিক্রিয়া করে না যার ফলে ক্ষয়প্রাপ্ত হয় না। ঠিক এই কারনে বিভিন্ন ক্ষেত্রে platinum এর ব্যবহার দিন দিন বিশ্বব্যাপী বাড়ছে।
প্লাটিনাম এর কিছু ব্যবহার উল্লেখ করা হলো
১) পরীক্ষাগারের বিভিন্ন ধরনের সরঞ্জাম তৈরিতে প্লাটিনামের ব্যবহার আছে।
২) ক্যাটালাইসড বা অনুঘটক হিসেবে প্লাটিনাম কাজ করে বিভিন্ন বিক্রিয়ার গতি বৃদ্ধি করার জন্য বা কোন কিছুর ভিতরে পরিবর্তন আনার জন্য প্লাটিনাম ব্যবহার হয়।
যেমন বিভিন্ন ধরনের গাড়ির মধ্যে ক্যাটালাইটিক কনভার্টার হিসেবে প্লাটিনাম ব্যবহার হয়,এই কনভার্টার বিষাক্ত গ্যাসকে পরিশুদ্ধ করে পরিবেশ দূষণের মাত্রা কমিয়ে আনে।
৩) বিভিন্ন ধরনের ব্যাটারির মধ্যে প্লাটিনাম অনুঘটক হিসেবে কাজ করে।
৪) বৈদ্যুতিক যোগাযোগের জন্য বিভিন্ন ধরনের কম্পনেন্ট তৈরিতে প্লাটিনামের ব্যবহার হয় ।
৫) মানুষের শরীরের জন্য pacemaker তৈরিতে প্লাটিনামের ব্যবহার আছে।
৬) বিভিন্ন কাজে বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের ইলেক্ট্রোড এর প্রয়োজন হয় এই ইলেকট্রোড তৈরিতে প্লাটিনাম এর ব্যবহার হয়।
৭) দাঁতের চিকিৎসা সরঞ্জাম তৈরিতে প্লাটিনাম এর ব্যবহার আছে।
৮) বিভিন্ন ধরনের আকর্ষণীয় এবং ব্যয়বহুল গহনা তৈরিতে প্লাটিনামের ব্যবহার হয়।
৯)কম্পিউটারের হার্ডডিস্ক তৈরির জন্য প্লাটিনামের ব্যবহার আছে।
১০) প্লাটিনাম নিষ্কাশনের সময় by product হিসাবে Ni, এবং তামা পাওয়া যায়।
১১) রাসায়নিক শিল্পে বিভিন্ন ধরনের কেমিক্যাল উৎপাদনের জন্য যেমন নাইট্রিকে এসিড,বেনজিন, সিলিকন উৎপাদনে অনুঘটক হিসেবে প্লাটিনাম ব্যবহার করা হয়।
১২) ক্যান্সারের চিকিৎসায় কেমোথেরাপি এর ওষুধ তৈরি করার জন্য প্লাটিনাম ব্যবহার করা হয়।
১৩) এলসিডি তৈরি, টারবাইন ব্লেড, অপটিক্যাল ফাইবার ক্যাবল,
১৪) Thermo electrical thermometer তৈরিতে প্লাটিনামের ব্যবহার আছে।
আজ এই পর্যন্তই!
ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং এইরকম ভিডিও আরো পেতে চাইলে চ্যানেলটি subscribe করে আমাদের সাথে থাকুন। আল্লাহ হাফেজ।
No comments:
Post a Comment