সত্য কথা বলতে গেলে সাদা সোনার কোনো খনি হয় না।যেহেতু সাদা সোনার কোন খনি হয় না তাই সাদা সোনা কৃত্রিমভাবে তৈরি করতে হবে। সাধারণত সোনার সাথে খাদ মিশ্রণ করে সাদা সোনা তৈরি করা হয়। সাদা সোনা তৈরি করতে গেলে base মেটাল হিসেবে অবশ্যই স্বর্ণ ব্যবহার করতে হবে। অর্থাৎ সাদা সোনা তৈরি করতে গেলে অবশ্যই সোনা লাগবে এবং সোনাকে সাদা রূপ দেওয়ার জন্য খাদ হিসাবে প্লাটিনাম,প্লাডিয়াম, রুপা,নিকেল,দস্তা ইত্যাদি ধাতু খাদ হিসেবে যোগ করতে হবে।
সাদা সোনার মিশ্রনে সাধারণত ৭৫% স্বর্ণ এবং ২৫% খাদ হিসেবে মুল্যবান প্লাটিনাম, প্লালাডিয়াম,রুপা, নিকেল ও দস্তা ব্যবহার করা হয়।
দুটি কারণে সাদা সোনার অলংকার তৈরিতে সংকর ধাতু ব্যবহার করা হয়। প্রথমত, সোনাকে সাদা রং দেখানোর জন্য তাকে সাদা বানাতে হবে এই সাদা বানানোর কাজ সংকর ধাতু যোগ করে করা হয়, সংকর ধাতু যোগ করার কারণে হলুদ সোনা সাদা ধাতুতে পরিণত হয়। । সাধারণত, এই সংকর ধাতুগুলি "সাদা রঙের" ধাতু যেমন প্ল্যাটিনাম, প্যালাডিয়াম এবং রূপা।
দ্বিতীয়ত, খাদ ধাতু সাদা সোনার স্থায়িত্বে অবদান রাখে। প্রকৃতপক্ষে, সকল সোনার গহনায় সংকর ধাতু ব্যবহার করা হয়। কারণ খাঁটি সোনা খুবই নরম ধাতু। শংকর ধাতু গুলো যেরকম সোনাকে শক্ত করার জন্য ব্যবহার করা হয় ঠিক তেমনি স্বর্ণকে উজ্জল দীপ্তিময়, চকচকে সাদা দেখানোর জন্য রুথেনিয়াম নামক একটা মূল্যবান ধাতু দ্বারা প্রলেপ বা পোলিশ করা হয়। রুথেনিয়াম এর প্রলেপ দেওয়ার কারণে ধাতুটি উজ্জ্বল,দীপ্তিময়, চকচকে সাদা দেখায়।
তাই সবার শেষে বলতে হবে যে সাদা সোনা কোন খনিতে পাওয়া যায় না তাকে তৈরি করে নিতে হয় এবং এর প্রধান উপাদান হিসেবে সোনা ব্যবহার করা হয় এবং খাদ হিসাবে মূল্যবান কিছু ধাতু ব্যবহার করা হয়।
আজ এই পর্যন্তই!
ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং এইরকম ভিডিও আরো পেতে চাইলে চ্যানেলটি subscribe করে আমাদের সাথে থাকুন। আল্লাহ হাফেজ।
No comments:
Post a Comment