Sunday, March 3, 2024

৯২৫ ইতালি বা ৯২৫ ইতালি সিলভার কি?সহজে আসল বা নকল রুপার সনাক্ত করার উপায় কি?

আশ্চর্য হলেও সত্য প্রাচীন মিশরে সোনার চেয়ে রুপার  দাম বেশিছিল এবং মিশরে সোনার চেয়ে রুপার ব্যবহারই আগে শুরু হয়। পৃথিবীর প্রথম ধাতব মুদ্রাও রুপা থেকেই তৈরি হয়। রূপা আবিষ্কৃত প্রথম পাঁচটি ধাতুর মধ্যে একটি যা হাজার হাজার বছর ধরে মানুষ ব্যবহার করে আসছে। 


রৌপ্য মূল্যবান ধাতুগুলির মধ্যে একটি, যা গয়নাতে তৈরিতে  ব্যবহার করার সময় সুন্দর রূপালী আভা দেয় এবং রুপার ক্ষয় হয় না, মরিচা ধরে না ও দামে সস্তা যার ফলে তুলনামূলক ভাবে অন্যান্য ধাতুর তুলনায় গহনা তৈরিতে রুপার ব্যবহার বেড়েই চলছে। প্রশ্ন হলো ভালো মানের রুপা কোনটা যা দিয়ে অলংকার তৈরি করলে টেকসই হবে এবং উজ্জ্বলতা ও গুনা গুন বজায় থাকবে বছরের পর বছর। বাজারে অনেক ধরনের রুপা পাওয়া যায় কিন্তু খাদের পরিমানের উপর  নির্ভর করে রুপার গুনাগুন এবং মুল্যের মধ্যে তারতম্য হয়।গহনা বানানোর জন্য ভালো মানের রুপা হলো ৯২৫ লিখে সিলমোহর বা স্ট্যাম্পকৃত রুপা। এখন আমাদের জানা দরকার ৯২৫ রুপা কি?



৯২৫ সিলভার বা রূপার দ্বারা বুঝানো হয়, যে এই মিশ্রনে ৯২.৫ শতাংশ রূপা এবং ৭.৫ শতাংশ সংকর ধাতু বা খাদ মেশানো আছে।

 ৯২৫ রূপা যাকে স্টার্লিং সিলভারও বলা হয় কারন তাতে খাদের পরিমাণ ৭.৫ শতাংশ। 


এখন প্রশ্ন হলো "৯২৫ ইতালি রুপা" কি? "৯২৫ সিলভার বা রূপা" এবং "৯২৫ ইতালি রুপা" এর মধ্যে পার্থক্য হলো তার উৎপত্তিস্থলে। অর্থাৎ কোন গহনাতে যদি "৯২৫ ইতালি"  খোদাই করে  লেখা থাকে তখন বুঝতে হবে যে এই রুপার গহনাটি ইতালিতে তৈরি এবং তাতে মাত্র ৭.৫ শতাংশ খাদ মেশানো আছে।  


এখন আমরা আসল বা নকল ৯২৫ ইতালি রুপা কিভাবে চিনব? সহজ কয়েকটি পদ্ধতি জানা থাকলে আপনি সহজেই  "৯২৫ ইতালি" রুপা  আসল না নকল তা শনাক্ত করতে পারবেন।  


 ১) যদি গহনাতে ৯২৫ ইতালি লেখা সিলমোহর করা থেকে থাকে বা শুধু ৯২৫ লেখা বা ৯২৫ সিলভার লেখা থাকে। তাহলে বুঝতে পারব এটা আসল রুপা।  


 ২) সিলমোহর করা রুপার গহনাটি আসলেই আসল কিনা তা জানার জন্য আমরা রুপার গন্ধ পরিক্ষা করতে পারি। ৯২৫ ইতালি লেখা  সিলভারটি আপনার নাকের কাছে ধরুন যদি   গন্ধ না থাকে তাহলে আসল রুপা আর যদি   পিতলের মতো বা অন্য কোন ধাতব গন্ধ থাকে তাহলে  বুঝতে হবে আপনার  রূপার গহনাটি আসল নয়।  


৩) আরেকটা সহজ পদ্ধতি হলো সিলভার পলিশ করা কাপড়ের টুকরো দিয়ে "৯২৫ ইতালি "লেখা গহনার উপরে ঘষা। যদি কাপড়ের উপর কালো দাগ আসে তাহলে রূপাটি আসল।   


৪) আপনার " ৯২৫ ইতালি "গয়না খাঁটি কিনা তা জানার আর একটি সহজ উপায় হলো  চুম্বকের কাছে আপনার রূপার গহনা রাখার পরে  এটি চুম্বককে আকর্ষণ করে কিনা। যেহেতু  খাঁটি রুপা বা ৯২৫ রুপা অ-চৌম্বকীয় তাই এটি চুম্বক দ্বারা আকৃষ্ট হবে না। ভেজাল হলে আকৃষ্ট হবে। 



আজ এই পর্যন্তই!


ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং এইরকম ভিডিও আরো  পেতে চাইলে চ্যানেলটি subscribe করে আমাদের সাথে থাকুন। আল্লাহ হাফেজ। 




No comments:

Post a Comment

সৌদি আরবের সাথে মিল রেখে ঈদ উদযাপন করলে কি হবে?

সৌদি আরবে আজ রবিবার ইদুল ফিতির। আর আমাদের দেশে ইনশাল্লাহ সোমবার ঈদ উদযাপিত  হবে।  আজ বাংলাদেশের কিছু এলাকায় ঈদ উদযাপিত হবে। তারা সৌদি আরবের ...