Friday, March 29, 2024

পৃথিবীর সবচেয়ে উষ্ণতম স্থান কোনটা? What is the hottest place on earth?


ইরানের পঁচিশ শতাংশ এলাকা জুড়ে মরুভূমি। দাশত-ই লুত এবং দাশত-ই কাভির ইরানের বৃহত্তম মরুভূমি।দাশত ই লুত হল ইরানের ইউনেস্কো কর্তৃক স্বীকৃত ১ম প্রাকৃতিক ঐতিহ্যবাহী স্থান । লুত শব্দের অর্থ 'বিরান' যেখানে সবকিছুর অভাব রয়েছে  অর্থাৎ পানি ও গাছপালা না থাকার কারণে মানুষ অন্যান্য প্রাণীর সেখানে বেঁচে থাকার সম্ভাবনা খুব কম যেখানে স্থানীয় আদিবাসীরাও  যেতে ভয় পায়। 


এই Dasht-e Lut-এর সবচেয়ে উষ্ণতম অংশ হল গন্দম বেরিয়ান (Gandom Beryan), যা কাল  লাভায় আচ্ছাদিত একটি বৃহৎ মালভূমি, আয়তন প্রায় ৪৮০ বর্গকিলোমিটার ১৯০ বর্গমাইল। 


১)২০০৫ সালে Dasht-e Lut এ NASA তার একুয়া( Aqua) উপগ্রহ দ্বারা পৃথিবীর  সর্বোচ্চ ভূ পৃষ্ঠের তাপমাত্রা রেকর্ড করে যা ছিল ৭০.৭ ডিগ্রি সেলসিয়াস।  


২) লিবিয়ার মরুভূমিতে রেকর্ডকৃত সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৫৮ ডিগ্রি সেলসিয়াস বা ১৩৬ ডিগ্রি ফারেনহাইট। 


৩)পৃথিবীর অন্যতম উষ্ণতম স্থান  হলো আমেরিকার ক্যালিফোর্নিয়া অবস্থিত ডেথ ভ্যালি এর ফার্নেস ক্রীকে। যেখানে ১৯১৩ সালে তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ৫৬ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস বা  ১৩৪ ডিগ্রি ফারেনহাইট। 


৪) তিউনিসিয়ায় ১৯৩১ সালে তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ৫৫ ডিগ্রি সেলসিয়াস বা ১৩১ ডিগ্রি ফারেনহাইট।



আজ এই পর্যন্তই!


ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং এইরকম ভিডিও আরো  পেতে চাইলে চ্যানেলটি subscribe করে আমাদের সাথে থাকুন। আল্লাহ হাফেজ। 

No comments:

Post a Comment

সৌদি আরবের সাথে মিল রেখে ঈদ উদযাপন করলে কি হবে?

সৌদি আরবে আজ রবিবার ইদুল ফিতির। আর আমাদের দেশে ইনশাল্লাহ সোমবার ঈদ উদযাপিত  হবে।  আজ বাংলাদেশের কিছু এলাকায় ঈদ উদযাপিত হবে। তারা সৌদি আরবের ...