Sunday, September 29, 2024

জেলখানা বা কারাগারের ডিভিশন কি? এই ডিভিশন কারা পাবেন?

জেলখানা বা কারাগারের ডিভিশন কি? এই ডিভিশন কারা পাবেন? 


আসসালামু আলাইকুম, আজ আমরা আলোচনা করব জেলখানা বা কারাগারের ডিভিশন এর ব্যাপারে। 


সারা পৃথিবীর এবং সব অপরাধীদের কাছেই জেলখানা একটা ভয়ংকর জায়গা। যেখানে কেউই কোন সুখের কিছু আশা করে না, অনেক বাধ্য বাধকতার মধ্যে যেখানে আবদ্ধ থাকতে হয়। এই কঠোর নিয়ম শৃঙ্খলার মধ্যেই কিছু অপরাধী অন্যদের তুলনায় ভালো সুযোগ পান যা যুগ যুগ ধরে হয়ে আসছে।  বাংলাদেশের প্রেক্ষাপটে জেলখানার সেই সৌভাগ্যবান অপরাধী কারা? এবং তারা কি ধরনের সুযোগ সুবিধা পান? 



বিবিসি বাংলাকে , সাবেক উপ-কারা মহাপরিদর্শক মোঃ শামসুল হায়দার সিদ্দিকী

বলেন, জেল কোড অনুসারে রাজনৈতিক ও সামাজিকভাবে মর্যাদাসম্পন্ন ব্যক্তিদের কারাগারে ডিভিশন প্রদান করা হয়। এছাড়া আদালতের নির্দেশেও কাউকে কাউকে ডিভিশন দেওয়া হয়। 


তিনি বলেন, তিন শ্রেণীর ডিভিশন দেয়া হয়ে থাকে। ডিভিশন-১, ডিভিশন-২ এবং ডিভিশন-৩।


এ ধরনের ডিভিশনপ্রাপ্তরা কি ধরনের সুবিধা পাবেন জানতে চাইলে সাবেক ডিআইজি প্রিজন্স মি: হায়দার বলেন, " বিধি অনুসারে প্রথম শ্রেণীর ডিভিশন-প্রাপ্তদের প্রত্যেক বন্দির জন্য আলাদা রুম থাকে। খাট, টেবিল,চেয়ার,তোষক,বালিশ, তেল, চিরুনী, আয়না সবকিছুই থাকে। আর তার কাজকর্ম করে দেয়ার জন্য আরেকজন বন্দীও দেয়া হয়। ছেলে বন্দীর ক্ষেত্রে সাহায্যকারী হিসেবে ছেলে আর মেয়ে বন্দীর জন্য একজন মেয়ে থাকবেন।"


এছাড়া কারাগারের বাইরে থেকে স্বজনদের দেওয়া খাবার যাচাই-বাছাই করে কারাগারের ভেতরে পাঠিয়ে দেয় কারা কর্তৃপক্ষ। এছাড়া বন্দির চাহিদার প্রেক্ষিতে বইপত্র এবং দু-তিনটি দৈনিক পত্রিকাও থাকবে। 


সাধারণ বন্দিদের চেয়ে ডিভিশনপ্রাপ্ত বন্দির খাবারের মানও যথেষ্ট ভালো থাকে। সাধারণ বন্দিরা যেখানে ফ্লোরে শুয়ে থাকেন সেখানে ডিভিশনপ্রাপ্ত বন্দিরা খাটের উপরে শুয়ে থাকেন। 


সাধারণত সামাজিক মান- মর্যাদা অবস্থান বিবেচনায় ডিভিশন প্রদান করা হয় বলে জানান সাবেক উপ-কারা মহাপরিদর্শক শামসুল হায়দার।


কারাবিধি অনুযায়ী কারাগারে ডিভিশন সুবিধা পান সাবেক এমপি, মন্ত্রী, সিআইপি ও সরকারি কর্মকর্তারা। এছাড়া ডিভিশন সুবিধার জন্য যে কোনো বন্দি নিজের সামাজিক অবস্থান তুলে ধরে কারা কর্তৃপক্ষের মাধ্যমে স্বরাষ্ট্র মন্ত্রণালয় কিংবা আইনজীবীর মাধ্যমে আদালতের কাছে আবেদন করতে পারেন।


কারা কর্তৃপক্ষ সে আবেদন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠাবেন। সেখান থেকে সিদ্ধান্ত আসবে তিনি ডিভিশন পাবেন কি-না?


স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও আদালত যদি কোনো বন্দিকে ডিভিশন সুবিধার আবেদন মঞ্জুর করে কারা কর্তৃপক্ষকে নির্দেশ দেয়- তাহলে সেই বন্দি ডিভিশন সুবিধা পেয়ে থাকেন।


আজ এই পর্যন্তই!


ভিডিওটি  লাইক দিন,share করুন এবং এইরকম ভিডিও আরো  পেতে চাইলে চ্যানেলটি subscribe করে আমাদের সাথে থাকুন। আল্লাহ হাফেজ।


Saturday, September 28, 2024

সাকিব কি অবসরে যাবে?

দেশের সর্বকালের অন্যতম সেরা ক্রিকেটার হলেন সাকিব আল হাসান। stock exchange এ সাকিবের বিরুদ্ধে কারসাজির অভিযোগের প্রমাণ পাওয়ার দুই দিন পরই অবসরের ঘোষণা দিলেন এ ক্রিকেটার।

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন সাকিবকে ৫০ লাখ টাকা জরিমানা করে  শেয়ার কারসাজিতে জড়িত থাকার জন্য।



উল্লেখ্য আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য সাকিবের বিরুদ্ধে রাজধানীর আদাবর থানায় হত্যা মামলা দায়ের করা হয়েছে। গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের আগে থেকেই বিদেশে অবস্থান করছিলেন সাকিব।হাসিনা  সরকারের পতনের পর আর দেশে ফেরেননি তিনি।


Friday, September 27, 2024

আফগানিস্তানের নতুন কিছু আইন যা অনেক মুসলমানদের কাছেও ভালো লাগছে না

আফগানিস্তানের নতুন কিছু আইন যা অনেক মুসলমানদের কাছেও ভালো লাগছে না এবং এ-ব্যাপারে  সবচেয়ে বেশি কষ্ট পাওয়া মানুষ হলেন অমুসলিমরা। 


যুক্তরাষ্ট্র এবং পশ্চিমা সমর্থিত সরকার কে হটিয়ে  তিন বছর আগে আফগানিস্তানের ক্ষমতা দখল করে  তালেবানরা। তারা দেশের বিভিন্ন ক্ষেত্রে  ইসলামী আইন প্রয়োগ করতে চাইলে  ইসলামবিরোধীদের কাছ থেকে অনেক সমালোচনার সম্মুখীন হন। সেকুলার এবং  পশ্চিমারা তা ভালো নজরে দেখে না। সেকুলার এবং  পশ্চিমারা বিশেষ করে নারীদের উপর   বিধিনিষেধের বিরোধিতা করেন তারা চায় আফগানিস্তানের মেয়েরা তাদের মত খোলামেলা হয়ে যাক তাহলেই রাতারাতি আফগানিস্তানের উন্নতি হবে।  আফগান প্রবর্তিত নতুন আইন কি দেখা যাক। কিছু আইন আগেই থেকেই ছিল কিন্তু তার প্রয়োগ ছিল না এখন সেগুলোর প্রয়োগ শুরু  হবে। //


পুরুষদের মুষ্টির চেয়ে দাড়ি লম্বা রাখা ও ঢিলেঢালা কাপড় পরিধানের নির্দেশ দেওয়া হয়েছে। নাভি থেকে হাঁটু পর্যন্ত অংশ কখনো দেখানো যাবে না। স্ত্রীর সঙ্গেও পায়ুপথে যৌন সম্পর্ক করতে পারবেন না পুরুষেরা। মা–বাবার কথার অবাধ্য হওয়াকে বেআইনি। এই আইন ইসলামের বিরোধী না, আমাদের ঈমানের দুর্বলতা তাই মানতে কষ্ট। //


সংবাদমাধ্যমে ইসলাম নিয়ে উপহাস বা অবমাননাকর কোনো কিছু প্রকাশ বা প্রচার করা যাবে না। যা আমাদের বাংলাদেশও হয় কিন্তু কেউ দেখার নেই। পরিবহন কোম্পানিগুলোকে নামাজের সময় অনুযায়ী তাদের যাত্রার সময়সূচি পরিবর্তন করতে বলা হয়েছে। এই আইন ইসলামের বিরোধী না। আমাদের দেশে প্রয়োগ নেই তাই বেমানান মনে হয়। //


সেকুলার আর পশ্চিমাদের কাছে সমালোচিত যেই ধারা তা হলো ৩৫ ধারা। সেখানে  আছে, নারীরা বাড়ির বাইরে উচ্চ স্বরে কথা বলতে পারবেন না। এমনকি তাঁরা উচ্চ স্বরে গান গাইতে বা কবিতা আবৃত্তি করতে পারবেন না। পুরুষ ছাড়াও অমুসলিম নারীদের সামনেও আফগান নারীদের বোরকা পরে যেতে হবে।অনাত্মীয় ছেলে-মেয়েরা একে অপরের সাথে ফ্রি মেলামেশা বা চলাচল করতে পারবে না। এই আইন ইসলামের বিরোধী না। ইসলামে আছে আলেমরা তাই বলেন।আলেমসমাজ এটাকে ইসলামের পরিপন্থী মনে করেন না, ইসলামে আছে। //


মুসলমানদের কোনো অমুসলিমদের সঙ্গে বন্ধুত্ব না করতে বা কোনো ধরনের সাহায্য না করতেও নির্দেশ দেওয়া হয়েছে। কম্পিউটার বা স্মার্টফোনে জীবন্ত জিনিসের ছবি তোলা বা দেখা যাবে না। এইখানে কিছু  ব্যাখ্যার ব্যাপার আছে, শরীয়ত শর্তসাপেক্ষে এখানে  কিছু ছাড় দেয়,যা আমি জানি না। যা বিজ্ঞ মুফতি সাহেবরা ভালো বলতে পারবেন। 


আজ এই পর্যন্তই!


ভিডিওটিতে  লাইক দিন, share করুন এবং এইরকম news ভিডিও আরো  পেতে চাইলে চ্যানেলটি subscribe করে আমাদের সাথে থাকুন। আল্লাহ হাফেজ।

ভারত আর পাকিস্তানের দর্শকের মধ্যে কত পার্থক্য কেমন?

কানপুরে বাংলাদেশ ভারত টেস্ট ম্যাচে ভারতীয় সমর্থকদের মারধরের শিকার হয়েছেন বাংলাদেশের আইকনিক সমর্থক টাইগার রবি মাঠেই এবং পুলিশের সামনে আক্রমণের শিকার হয়েছেন তিনি।আজ ব্যাপক মারধর করা হয় তাকে। আঘাতের তীব্রতায় একপর্যায়ে অজ্ঞান হয়ে পড়েন তিনি। এই সময় তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠায় পুলিশ।এই হলো ভারতের দর্শকদের ব্যবহার। 


আর বাংলাদেশ গত মাসে যখন পাকিস্তানে টেস্ট খেলতে যায়, তখন পাকিস্তানি দর্শকেরা গ্যালারিতে শ্লোগান দেয় আমি কে? তুমি কে? বাংলাদেশ বাংলাদেশ । 

ভারত আর পাকিস্তানের দর্শকের মধ্যে কত পার্থক্য দেখলেন?

Thursday, September 26, 2024

তুরস্কের পরে ইরান ড্রোনবাহী জাহাজ প্রকাশ্যে আনতে যাচ্ছে

সৌর প্যানেল তৈরির  জন্য ড.ইউনুস চীনকে যা বললেন। 


ড. ইউনুস চীনকে আহব্বান করেন যে  

চীনা  কোম্পানিগুলো বাংলাদেশে  সৌর প্যানেল তৈরিতে বিনিয়োগ করতে পারে। যা অনেক ধনী দেশের কাছে পছন্দের বাজার হবে। চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই বলেন, চীনা সৌর প্যানেল নির্মাতাদের বাংলাদেশে কারখানা স্থাপনের জন্য প্রফেসর ইউনূস যে আহ্বান জানিয়েছে তা গুরুত্ব দিয়ে বিবেজনা করবে চীন।




#তুরস্কের পরে ইরান ড্রোনবাহী জাহাজ প্রকাশ্যে আনতে যাচ্ছে 


ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা  আইআরজিসি এর  নৌ বিভাগের কমান্ডার রিয়ার অ্যাডমিরাল আলী রেজা তাঙ্গসিরি

জানিয়েছেন যে ইরান এবার  "শহীদ বাহমান বাকেরি" নামে একটি ড্রোনবাহী জাহাজ নামাবে যা শিগগিরই প্রকাশ্যে আনা হবে। 

আলী রেজা তাঙ্গসিরি বলেন এই জাহাজ রাডার ফাঁকি দিতে সক্ষম এবং এই জাহাজ ইরানের  তৈরি ক্ষেপণাস্ত্র দিয়ে সজ্জিত করা  হবে। ইরান ‘পাভেহ’ নামক নতুন আরেকটি ক্রুজ ক্ষেপণাস্ত্র তৈরি করেছে 

যার পাল্লা হবে  ১ হাজার ৬৫০ কিলোমিটার ।

সম্ভবত ইরানের এই নতুন ক্ষেপণাস্ত্র তাদের ড্রোনবাহী জাহাজ এ মোতায়েন করা হতে পারে। 



#রাশিয়া ও ইউক্রেনের মধ্যে যুদ্ধ বিরতি হবে কি? 


রাশিয়া ও ইউক্রেনের মধ্যকার যুদ্ধ বিরতি এবং তাদের মধ্যে  বিরোধ মীমাংসা করার জন্য আজ শুক্রবার নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের পাশে চীন ও ব্রাজিল একটি বৈঠক করবে বলে আশা করা হচ্ছে। 

এবং ইউক্রেনের রাষ্ট্রপতি  জেলেনস্কি জাতিসংঘের সাধারণ পরিষদে তার বক্তৃতার সময় ব্রাজিল এবং চীনের প্রতি আহব্বান জানিয়েছেন যে রাশিয়া ও ইউক্রেনের মধ্যকার যুদ্ধ অবসানের জন্য মধ্যস্থতাকারী হিসেবে তারা কাজ করতে পারে।



আজ এই পর্যন্তই!


ভিডিওটিতে  লাইক দিন, share করুন এবং এইরকম news ভিডিও আরো  পেতে চাইলে চ্যানেলটি subscribe করে আমাদের সাথে থাকুন। আল্লাহ হাফেজ।

Wednesday, September 25, 2024

প্রবাসীদের জন্য যে নতুন সেবা দেয়ার কথা বললেন আসিফ নজরুল

প্রবাসীদের জন্য যে নতুন সেবা দেয়ার কথা বললেন আসিফ নজরুল 

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেন, বিমানবন্দরে রেমিট্যান্স যোদ্ধারা দেশে এলে ভিআইপি সেবা পাবেন। একজন ভিআইপি এয়ারপোর্টে যেসব সুবিধা পান, লাউঞ্জ ব্যবহার করা ছাড়া আমরা সবই করার সুবিধা দেবো তাদের। 



ড. আসিফ নজরুল আরও বলেন, প্রবাসী কর্মী কোন গেট দিয়ে প্রবেশ করবেন, চেকইন কীভাবে করবেন, ফরম পূরণ করা লাগলে কীভাবে করবেন, ইমিগ্রেশনে কোনও কাগজ চাইলে কীভাবে সেটি করবেন, এসব কাজে নিয়োজিত থাকবে বিমানবন্দরের প্রবাসী কল্যাণ ডেস্ক।  এসব বাস্তবায়ন করতে দুই সপ্তাহ থেকে এক মাসের মত সময় লাগবে। 


তিনি আরও বলেন, একজন প্রবাসী যেন কোনও অবস্থাতেই এয়ারপোর্টে হয়রানির শিকার না হন, অপমানিত বোধ না করেন, এ ব্যাপারে আমাদের জিরো টলারেন্স থাকবে। আমরা অবশ্যই এটি নিশ্চিত করব।


পুলিশের ১৮৭ সদস্য কাজে যোগ দেয়নি এবং ২৩ কর্মকর্তাকে অবসরে পাঠানো হয়েছে


পুলিশ সদর দপ্তরের তথ্য অনুযায়ী এখন পর্যন্ত পুলিশের বিভিন্ন পর্যায়ের ১৮৭ জন সদস্য এখনো কর্মস্থলে যোগ দেননি। তাদের মধ্যে  ডিআইজি থেকে সহকারী পুলিশ সুপার পদমর্যাদার কর্মকর্তা আছেন ১৬ জন। এছাড়া পুলিশ পরিদর্শক আছেন ৫ জন, উপপরিদর্শক (এসআই) পদমর্যাদার কর্মকর্তা আছেন ১৪ জন। অন্যদের মধ্যে এএসআই ৯ জন, নায়েক ৭ জন ও কনস্টেবল ১৩৬ জন। অনেক পুলিশ সদস্য কর্মস্থলে যোগ দিয়েই নানা কারণ দেখিয়ে অনুপস্থিত থাকছেন যা ১৮৭ জনের  বাইরে। আত্মগোপনে থাকা শীর্ষ পর্যায়ের প্রায় ২৩ কর্মকর্তাকে অবসরে পাঠানো হয়েছে। 

১০ বছর পরে জম্মু ও কাশ্মীরের জনগণ  ভোট দেয়া শুরু করল। 


ভারতশাসিত জম্মু ও কাশ্মীরে বিধানসভা নির্বাচন শুরু হয়েছে। ভারতীয় সংবিধানের ৩৭০ ধারা বাতিলের ফলে পূর্ণ রাজ্য হওয়ার ক্ষমতা হারিয়েছে জম্মু ও কাশ্মির। ভারতের কেন্দ্রীয় সরকার এই উপত্যকাকে কেন্দ্রশাসিত অঞ্চল হিসেবে ঘোষণা করার পর জম্মু-কাশ্মীরে এটিই প্রথম বিধানসভা নির্বাচন।


এবার কাশ্মিরে তিন দফায় ভোটগ্রহণ হচ্ছে। জম্মু ও কাশ্মিরে ৯০টি বিধানসভা আসনের মধ্যে প্রথম দফায় ২৪টিতে আসনে ভোট শুরু হয় । গতদিন বুধবার প্রথম দফার নির্বাচনে কাশ্মিরের ১৬টি এবং জম্মুর ৮ টি বিধানসভা আসনে ভোটগ্রহণ শুরু হয় । দ্বিতীয় দফায় ২৬ আসনে এবং এরপর আগামী ১ অক্টোবর তৃতীয় বা শেষ দফায় ৪০ আসনে ভোটগ্রহণ হবে জম্মু ও কাশ্মিরে। তিন দফায় ভোটগ্রহণ শেষে ভোট গণনা হবে আগামী ৮ অক্টোবর।


আজ এই পর্যন্তই!


ভিডিওটিতে  লাইক দিন, share করুন এবং এইরকম ভিডিও আরো  পেতে চাইলে চ্যানেলটি subscribe করে আমাদের সাথে থাকুন। আল্লাহ হাফেজ।

Monday, September 23, 2024

বাসে হাফ ভাড়া কাদের জন্য প্রযোজ্য হবে?

বাসে হাফ ভাড়া কাদের জন্য প্রযোজ্য হবে? 


আসসালামু আলাইকুম, আমরা সবাই-ই বাস ভাড়ার ক্ষেত্রে কিছু ছাড় পেলে খুশী হই, কিন্তু এই ছাড় আসলে কারা পাবে? 


গতকাল ২৩ সেপ্টেম্বরে  সড়ক পরিবহন সেক্টরে বিরাজমান বিভিন্ন সমস্যা ও বিভিন্ন রুটে চলাচলকারী বাসে ছাত্রদের হাফ ভাড়া নিয়ে ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতি ও নিরাপদ সড়ক আন্দোলন  প্রতিনিধিদের সঙ্গে এক বৈঠক অনুষ্ঠিত হয়। সেই বৈঠকে শিক্ষার্থীদের জন্য প্রতিদিনই হাফ ভাড়া নেওয়ার সিদ্ধান্ত হয়। //


 ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. সাইফুল আলম 

স্বাক্ষর করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। তিনি ঢাকা মেট্রোপলিটনে চলাচল করা বাসে শিক্ষার্থীদের হাফ ভাড়া সপ্তাহে সাতদিনই কার্যকর থাকবে বলে 

জানিয়েছেন এবং এই সিদ্ধান্ত শুধু মেট্রো এলাকায় কার্যকর থাকবে বলেও বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।


বিজ্ঞপ্তিতে আরো  বলা হয়েছে, আজ মঙ্গলবার থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে। হাফ ভাড়ার জন্য শিক্ষার্থীকে অবশ্যই ইউনিফর্ম পরা থাকতে হবে অথবা পরিচয়পত্র সঙ্গে রাখতে হবে। 


আজ এই পর্যন্তই!


ভিডিওটি  লাইক দিন,share করুন এবং এইরকম ভিডিও আরো  পেতে চাইলে চ্যানেলটি subscribe করে আমাদের সাথে থাকুন। আল্লাহ হাফেজ।


Saturday, September 21, 2024

ফ্রিজের মধ্যে পাওয়া গেল ২৬ বছর বয়সি তরূণীর ৩০ টুকরা দেহাংশ।

ফ্রিজের মধ্যে পাওয়া গেল  ২৬ বছর বয়সি তরূণীর ৩০ টুকরা দেহাংশ। 


আসসালামু আলাইকুম একটা মর্মান্তিক ঘটনা। 

২০২৪ সালের ৯ অগাস্ট কলকাতার আর জি কর হাসপাতালে ৩১ বছর বয়সী এক তরুণী চিকিৎসককে গন ধর্ষণ এবং পরে হত্যা করা হয় যাতে উত্তাল হয় সারা ভারত, কলকাতা লাগাতার আন্ডোলনে মমতার আসন টলমল হতে থাকে এর রেশ কাটতে না কাটতেই বেঙ্গালুরুরের এক ফ্ল্যাটের ফ্রিজে পাওয়া গেল এক তরুণীর ৩০ টুকরা দেহাংশ। 



বেঙ্গালুরুর এর ভ্যালিকাভালের একটি আবাসিক এলাকা থেকে এই ঘটনা  জানা গিয়েছে। ঐ আবাসিক এলাকার একটি ফ্ল্যাট থেকে প্রচণ্ড দুর্গন্ধ বের হচ্ছিল, যাতে সন্দেহ হয় বাসিন্দাদের মধ্যে, পুলিশে খবর দেওয়া হয়। দরজা ভেঙে ফ্ল্যাটের ভিতরে ঢুকার পরে   দুর্গন্ধের কারণ জানা যায় এবং ফ্রিজ খুলে পাওয়া যায় তরুণীর দেহাংশগুলি। 


বেঙ্গালুরু পুলিশের এর ভাষ্যে একদিন বা দু'দিন আগে এই অপরাধ ঘটানো হয়নি। বরং বেশ কিছু দিন ধরে ফ্রিজে ওই দেহাংশগুলি রাখা ছিল । যে তরুণীর দেহাংশ, তাঁকে শনাক্ত করা গিয়েছে এবং  নিহত তরুণীর পরিচয় আপাতত গোপন রাখা হয়েছে। 


পুলিশ প্রাথমিক তদন্ত শুরু করেছে, তারা বলেন ওই তরুণী একাই বেঙ্গালুরুতে এক শয়নকক্ষ বিশিষ্ট  ফ্ল্যাটে থাকতেন। অন্য রাজ্যের বাসিন্দা তিনি।  ফ্ল্যাটের মধ্যে ১৬৫ লিটারের ফ্রিজের  মধ্যেই রাখা ছিল দেহাংশগুলি। বেঙ্গালুরু পুলিশ এই হত্যার ব্যাপারে সব ধরনের তদন্ত শুরু করেছে। 


২০১৭ থেকে ২০২২ সালের মধ্যে ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরোর তথ্য অনুযায়ী, ভারতে মোট ১ লাখ ৮৯ হাজার ধর্ষণের ঘটনা ঘটেছে। নির্যাতিতার সংখ্যা ১ লাখ ৯১ হাজার। এর মধ্যে ১ লাখ ৭৯ হাজার মামলায় ধর্ষক নির্যাতিতার পূর্বপরিচিত। ৯ হাজার ৬৭০টি মামলায় ধর্ষককে আগে থেকে চিনতেন না নির্যাতিতা।


ভারতে ১৮ থেকে ৩০ বছর বয়সীরাই সবচেয়ে বেশি ধর্ষণের শিকার। এমনটাই উঠে এসেছে ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরোর রিপোর্টে। প্রতিদিন যে ৮৬টি ধর্ষণের মামলা রুজু হয় ভারতে, তার মধ্যে ৫২টি ক্ষেত্রে নির্যাতিতার বয়স ১৮ থেকে ৩০ বছরের মধ্যে। বাকি নিত্যদিনের ৩৫টি ধর্ষণের মামলায় বয়সের তারতম্য দেখা গিয়েছে।



আজ এই পর্যন্তই!


ভিডিওটি  লাইক দিন,share করুন এবং এইরকম ভিডিও আরো  পেতে চাইলে চ্যানেলটি subscribe করে আমাদের সাথে থাকুন। আল্লাহ হাফেজ।


Friday, September 20, 2024

হাসিনার পলায়নের দিনে খালেদা জিয়ার অনুভূতি কেমন ছিল

হাসিনার পলায়নের দিনে খালেদা জিয়ার অনুভূতি কেমন ছিল তাই ব্যক্ত  করেছেন তার চিকিৎসক। 

খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা.  জাহিদ হোসেন  বলেন, ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের দিন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ম্যাডাম খালেদা জিয়া সব কিছু টেলিভিশনে দেখছিলেন। শেখ হাসিনার দেশ ছেড়ে যাওয়ার দৃশ্য দেখে বলেছিলেন, ‘আল্লাহর কাছে শুকরিয়া, এই দিনটা দেখার খুব প্রয়োজন ছিল।’



তিনি সেইসাথে বলেছিলেন, নেতাকর্মী ও দেশের মানুষ কেউ যেন নিজের হাতে আইন তুলে না নেন। প্রতিহিংসাপরায়ণ না হোন। 


আন্দোলনে যারা আহত হয়ে হাসপাতালে ভর্তি আছে তাদের ব্যাপারে আরও বলেন, যে ছেলেটির হাত চলে গেছে, বা কারো পা বা চোখ চলে গেছে,  তাদের চিকিৎসা ও পুনর্বাসনের জন্য দল যাতে সবটুকু সামর্থ্য নিয়ে তাদের পাশে দাঁড়ায়। সরকার তো সরকারের মতো করবেই। " এজন্য ম্যাডাম খালেদা জিয়া মহাসচিবসহ সিনিয়র নেতাদের পঙ্গু ও চক্ষু হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে পাঠিয়েছেন। 


ঢাকার এভারকেয়ার হাসপাতালে ৭ দিন চিকিৎসা নেয়ার পরে প্রায় ৮০ বছর বয়সী খালেদা জিয়া ১৮ ই সেপ্টেম্বর  বাসায় ফিরেন। তিনি দীর্ঘদিন লিভার সিরোসিস, ‍হৃদরোগ, ফুসফুস ও কিডন জটিলতা, , ডায়াবেটিসসহ বিভিন্ন স্বাস্থ্য  জটিলতায় ভুগছেন। তাকে বিদেশে নিয়ে চিকিৎসা করানোর চেষ্টা চলছে। 


আজ এই পর্যন্তই!


ভিডিওটি  লাইক দিন,share করুন এবং এইরকম ভিডিও আরো  পেতে চাইলে চ্যানেলটি subscribe করে আমাদের সাথে থাকুন। আল্লাহ হাফেজ।

Thursday, September 19, 2024

আফগানিস্তান যেই বিরল উদাহরণ দেখালো তা বিশ্বে বিরল

 আফগানিস্তান যেই বিরল উদাহরণ দেখালো তা বিশ্বে বিরল। সারা পৃথিবী আফগানিস্তানকে দারিদ্র্য পীরিত ও যুদ্ধবিধ্বস্ত দেশ বলেই চিনে। কিন্তু তালেবানরা যখন দ্বিতীয় বারের মত ক্ষমতায় আসলো তখন থেকেই তারা কাজেকর্মে   আগেরবারের চেয়ে অনেক বেশি সতর্ক। এবং অনেক উল্লেখযোগ্য ভালো ভালো কাজ তারা করে যাচ্ছে। সেই ভালো কাজেরই ধারাবাহিকতায় আফগানিস্তানের হজ ও ধর্মবিষয়ক মন্ত্রণালয় সিদ্ধান্ত নিয়েছে, ২০২৪ সালে হজের জন্য জমা দেয়া অর্থ থেকে যা বেঁচে গেছে তা হাজীদেরকে ফেরত দেয়া হবে। এরকম ঘটনা কি আমরা বাংলাদেশের ব্যাপারে কল্পনা করতে পারি? 





২০২২ সালেই প্রথম আফগানিস্তান হাজিদের খরচ না হওয়া অর্থ ফেরত দেয়।  সেবারই প্রথমবারের মতো তালেবান শাসনামলে আফগানরা হজযাত্রা করেন। তখন প্রত্যেক হাজি ফেরত পেয়েছিলেন  ৫১৫ ডলার।


আফগানিস্তানের  ধর্মমন্ত্রী নূর মোহাম্মদ সাকিব

বলেন, এ বছর হজ্জের জন্য হাজিদের কাছ থেকে ১১ কোটি ৩০ লাখেরও বেশি ডলার সংগ্রহ করা হয়েছিল, যার মধ্যে ১১ কোটি ২০ লাখের বেশি ডলার ব্যয় হয়েছে। বাকি অর্থ সরকারের কাছে রয়ে গেছে। মন্ত্রী  জানান, বেঁচে যাওয়া অর্থ থেকে প্রত্যেক হাজি ৩৭ ডলার করে ফেরত পাবেন।/


হাজিদের অর্থ ফেরত দেয়ার খবরে  এক আফগান নাগরিক মন্তব্য করেন, সুদিন আসছে এবং এভাবেই আসবে। আমরা আবারও সততা, বিশ্বস্ততা এবং গৌরব ও আভিজাত্যে মাথা উঁচু করে দাঁড়াবো- ইনশাআল্লাহ।


আর আমাদের দেশে হজ্জের খরচ বাড়ানোর জন্য বিভিন্ন ধরনের সিন্ডিকেট কাজ করে। ইন্দোনেশিয়া মালয়েশিয়া থেকে  সৌদি আরবের দূরত্ব বেশি হওয়ার পরেও তাদের দেশের নাগরিকরা বাংলাদেশের চেয়ে কম টাকায় হজ্জ করে। দূরত্ব বেশি হলে স্বাভাবিক ভাবেই বিমান ভাড়া বেশি পরে। কিন্তু তারপরও ইন্দোনেশিয়া মালয়েশিয়ার মানুষ বাংলাদেশের চেয়ে অনেক কম টাকায় হজ্জ করে। /


যেমন বাংলাদেশ থেকে ২০২৩ সালে হজ্জের জন্য সরকারিভাবে হজ্জ প্যাকেজ ধরা হয়েছিল ৬ লাখ ৮৩ হাজার ১৫ টাকা। অন্যদিকে বেসরকারি খরচ ধরা হয়েছে ৬ লাখ ৭২ হাজার ৬১৮ টাকা।


ইন্দোনেশিয়া থেকে  হজ্জে যেতে হলে জনপ্রতি ২ লাখ ৩৮ হাজার ৪৫৩ টাকা খরচ হয়। হজ্জযাত্রায় আরও টাকা লাগলে সেটি সরকারের ‘হজ্জ ফান্ড ম্যানেজমেন্ট এজেন্সি’ থেকে ভর্তুকি দেওয়া হয়।


মালয়েশিয়া থেকে হজ্জে যেতে সর্বনিম্ন ২ লাখ ১৮ হাজার ৭৫৪ টাকা ও সর্বোচ্চ ২ লাখ ৫৮ হাজার ৬০০ টাকা দিতে হয়।



আজ এই পর্যন্তই!


ভিডিওটি  লাইক দিন,share করুন এবং এইরকম ভিডিও আরো  পেতে চাইলে চ্যানেলটি subscribe করে আমাদের সাথে থাকুন। আল্লাহ হাফেজ।

Tuesday, September 17, 2024

শাহজালাল বিমানবন্দরে যাত্রীসেবায় যুগান্তকারী পরিবর্তন এসেছে

আমাদের শাহজালাল বিমানবন্দরে সেবার ক্ষেত্রে উল্লেখযোগ্য পরিবর্তন এসেছে। এজন্য হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আগের কর্মকর্তা এবং কর্মচারীদের সরিয়ে নতুন লোক নিয়োগ দেয়া হয় নি আগের লোকজনই আছেন শুধু মন মানসিকতার পরিবর্তন হয়েছে। প্রবাসীদেরকে কর্মকর্তা এবং কর্মচারীরা 'স্যার' বলে সম্বোধন করছেন,তারা অল্প সময়ে লাগেজ পেয়ে যাচ্ছেন, মাল চুরি হওয়ার ভয় এখন আর তারা করছেন না। আগে লাগেজ বিড়ম্বনা ছিল এবং লাগেজ থেকে মাল চুরি হয়ে যাওয়ার ভয় বা লাগেজ কেটে মাল বের করে নিয়ে যাওয়ার ভয় ছিল ।//



যেইসব প্রবাসীদের কাজের কারণে বিদেশে যেতে হয় বা ব্যবসার কারণে বিদেশে যাওয়ার সময়ে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ব্যবহার করেন তারা তাদের পুর্বের খারাপ অভিজ্ঞতার সাথে এখনকার সুন্দর সেবার পার্থক্য দেখতে পাবেন। 

ব্যপারটা অস্বাভাবিক মনে হবে বিদেশ ফেরত যাত্রীরা তাদের অবিভক্ত্যি তাই প্রকাশ করেছেন। বিদেশ ফেরত যাত্রীদের সাথে সেবার ব্যাপারে  আলাপ করে জানা গেল," একেবারে অবিশ্বাস্য ব্যাপার, চিন্তাই করা যায় না এটা কি বাংলাদেশের বিমানবন্দর না অন্য কোথাও? প্লেন অবতরনের ১৫-২০ মিনিটের মধ্যে লাগেজ পেয়ে গেলাম, লাগেজের কোথাও কাটা বা ফাটা নেই, সবাই স্যার বলে সম্বোধন করছে, সবাই সাহায্য করতে চায়। "


উনাদের প্রত্যাশা এই সেবা যেন অব্যাহত থাকে কিছুদিন পরে যেন হারিয়ে না যায়। //


এই পরিবর্তনের পিছনে যারা কাজ করছেন তাদেরকে আমরা আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। বাংলাদেশ বিমানবাহিনীর সদস্যরা কঠোরভাবে সবকিছু পর্যবেক্ষণ করছেন। শাহজালাল  বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন কামরুল ইসলাম বলেন, ‘আমরা চেষ্টা করে যাচ্ছি যাত্রীদের ভালো সেবা দেয়ার জন্য। দায়িত্বরত সবাইকে এ ব্যাপারে কঠোর নির্দেশনা দেওয়া আছে যেন বিদেশ ফেরত যাত্রীদের লাগেজ যেন দ্রুততম সময়ের মধ্যে  ফিরিয়ে দেয়া হয়।  


আমরাও চাই এই সেবা অব্যাহত থাকুক, সরকার পরিবর্তনের সাথে সাথে হারিয়ে না যাক। এই পরিবর্তনের জন্য অর্ন্তবর্তী সরকারকে ধন্যবাদ জানাই। //


১৭ ই সেপ্টেম্বরের ঘটনা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রী সেবা প্রদানকালে অসদাচারণের অভিযোগে তিন সহকারী রাজস্ব কর্মকর্তাকে তাৎক্ষণিকভাবে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এরকম সাথে সাথে ব্যবস্থা নিলে যারা সেবা দেন তারা গাফিলতি করতে পারবে না। শুভকামনা বাংলাদেশের জন্য। 



আজ এই পর্যন্তই!


ভিডিওটি  লাইক দিন,share করুন এবং এইরকম ভিডিও আরো  পেতে চাইলে চ্যানেলটি subscribe করে আমাদের সাথে থাকুন। আল্লাহ হাফেজ।


শাহজালাল বিমানবন্দরে যাত্রীসেবায় 

যুগান্তকারী পরিবর্তন এসেছে 

Saturday, September 14, 2024

জামায়াতের সঙ্গে ভারত কি ধরনের সম্পর্ক করতে চায়?

জামায়াতের সঙ্গে ভারত কি ধরনের  সম্পর্ক করতে চায়

হাসিনার পলায়নের  মাত্র চার?দিন আগে জামায়াতে ইসলামীকে নিষিদ্ধ করা হয়েছিল,হাসিনা মনে করেছিল জামায়াতকে নিষিদ্ধ করলেই আন্দোলন থেমে যাবে।ড.  ইউনুস এর সরকার  জামায়াতের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেয়। 


উল্লেখ্য  হাসিনা সরকার সর্বপ্রথম ২০১৩ সালে জামায়াতের উপর নিষেধাজ্ঞা দেয়। সেই সময় সংবিধানের ধর্মনিরপেক্ষতা লঙ্ঘনের দোহাই দিয়ে দলটির নিবন্ধন বাতিল করা হয়। এরপর থেকে ২০১৪, ২০১৮ এবং ২০২৪ সালের  নির্বাচনে জামায়াতকে অংশ নিতে দেওয়া হয়নি।



চলতি  মাসের প্রথম সপ্তাহে ভারতীয় সংবাদমাধ্যম পিটিআইকে সম্প্রতি দেওয়া এক সাক্ষাৎকারে জামায়াতের আমির ডা:শফিকুর রহমান  ভারতের সাথে সম্পর্ক পুনঃপ্রতিষ্ঠার ক্ষেত্রে ইতিবাচক ইঙ্গিত দিয়েছিলেন । তিনি বলেছিলেন ,,"ভারত কষ্ট পায়, এমন কিছু করবে না জামায়াতে ইসলামী"। ভারতের সঙ্গে সম্পর্ক নিয়ে এমনটাই বলেছেন দলটির আমির ডা. শফিকুর রহমান।তিনি আরও বলেন অতীতে জামায়াতে ইসলামীর সঙ্গে ভারতের যোগাযোগ ছিল। তবে গত ১৬ বছরে আওয়ামী লীগের শাসনামলে এই যোগাযোগ কমে যায়। ভারতের সাথে কার্যকর সম্পর্ক এখন পুনঃপ্রতিষ্ঠিত হতে পারে। জামায়াতের এত আগ্রহের পরেও ভারত জামায়াতের সঙ্গে  কোন সম্পর্ক রাখতে চাইছে না। 


ভারতের এক কর্মকর্তা  এবিপি লাইভকে দেয়া এক সাক্ষাৎকারে এমন কথা বলেছেন। তিনি বলেন , ভারত সিদ্ধান্ত নিয়েছে জামায়াতের সঙ্গে সম্পর্ক স্থাপন না করার যে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল সেটিতে তারা অবিচল থাকবে। এই সিদ্ধান্ত থেকে সরে আসবে না।


সেই কর্মকর্তা আরও বলেন, ভারত আশঙ্কা করছে জামায়াতে ইসলামী ও নিষিদ্ধ সংগঠন হিজবুত তাহরির খুব শিগগিরই মূল ধারার রাজনীতিতে প্রবেশ করবে। এটি ভারতের নিরাপত্তাকে হুমকিতে ফেলতে পারে।


আজ এই পর্যন্তই!


ভিডিওটি  লাইক দিন,share করুন এবং এইরকম ভিডিও আরো  পেতে চাইলে চ্যানেলটি subscribe করে আমাদের সাথে থাকুন। আল্লাহ হাফেজ।

Friday, September 13, 2024

মৎস্য উপদেষ্টা ভারতকে সাফ জানিয়ে দিলেন ইলিশ মাছ এবার বাংলাদেশের মানুষ খাবে।

মৎস্য উপদেষ্টা ভারতকে সাফ জানিয়ে দিলেন ইলিশ মাছ এবার বাংলাদেশের মানুষ খাবে। সাবাশ মৎস্য উপদেষ্টাকে। 


বছরের পর বছর আমরা এই অবস্থা দেখতেছিলাম যে বাংলাদেশের সাধারণ মানুষ চড়া দামের কারনে ইলিশ মাছ কিনে খেতে পারত না আর পশ্চিম বংগে  ইলিশ মাছ বাংলাদেশের চেয়ে সস্তায় পাওয়া যেত যদিও প্রায় ৯০% ইলিশ মাছ বাংলাদেশে উৎপন্ন হতো। 



হাসিনা না থাকায় এবার ভারতের ব্যবসায়ীরা আনুষ্ঠানিকভাবে চিঠি দিয়ে ইলিশ রফতানির আবেদন জানালেও কোনো ইলিশ যাবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার।


ভারতীয় সংবাদমাধ্যম নিউজ-১৮-কে দেওয়া সাক্ষাৎকারে মৎস্য উপদেষ্টা বলেন, ‘আমরা ক্ষমা চাচ্ছি, কিন্তু আমরা ভারতে কোনো ইলিশ পাঠাতে পারব না। এটি দামি মাছ। আমরা দেখেছি আমাদের দেশের মানুষই ইলিশ খেতে পারেন না। কারণ সব ভারতে পাঠানো হয়। যেগুলো থাকে সেগুলো অনেক দামে খেতে হয়। আমরাও দুর্গোৎসব পালন করি।এবারের দুর্গোৎসবে বাংলাদেশের হিন্দুধর্মাবলম্বীসহ অন্যান্য নাগরিকরা যেন ইলিশ মাছ খেতে পারেন, সেজন্য ভারতের চেয়ে দেশের জনগণকেই প্রাধান্য দেওয়া হবে বলে তিনি জানান সেই সাথে আমাদের জনগণও এটি উপভোগ করতে  পারবে।’


বন্ধুত্বের নজির হিসেবে দুর্গাপূজার সময় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৪ থেকে ৫ হাজার টন ইলিশ ভারতে পাঠাতেন সেই প্রসঙ্গ উল্লেখ করলে, উপদেষ্টা  হাসিনার সেই উদ্যোগের সমালোচনা করেন মৎস্য উপদেষ্টা ফরিদা আখতার। তিনি বলেন, `ভারতে মাছ পাঠানোর কোনো প্রয়োজনীয়তা ছিল না। ভারতের সঙ্গে ভালো সম্পর্কের কথা বলে তার মাছ পাঠানো ঠিক হয়নি। তিনি বাংলাদেশের মানুষের প্রয়োজনীয়তাকে উপেক্ষা করেছেন।


মৎস্য উপদেষ্টা বলেছেন, ‘ইলিশ নিয়ে ভারতের কোনো ইস্যু সৃষ্টি করার দরকার নেই। যদি তারা বাংলাদেশের সঙ্গে সুসম্পর্ক চায় তাহলে তাদের তিস্তার পানি বন্টনের সমস্যার সমাধার করা উচিত।’


মৎস উপদেষ্টা বলেন, দেশের মানুষের চাহিদা মিটিয়ে তারপর ইলিশ বিদেশে রফতানি করা হবে। দেশের মানুষ ইলিশ পাবে না, আর রফতানি হবে, সেটা হতে পারে না। ফলে এবার দুর্গাপূজায়ও ভারতে যাতে কোনো ইলিশ না যায়, তার জন্য আমি বাণিজ্য মন্ত্রণালয়কে বলেছি।


আজ এই পর্যন্তই!


ভিডিওটি  লাইক দিন,share করুন এবং এইরকম ভিডিও আরো  পেতে চাইলে চ্যানেলটি subscribe করে আমাদের সাথে থাকুন। আল্লাহ হাফেজ।

Thursday, September 12, 2024

মসজিদ ও আল্লামা মামুনুল হককে নিয়ে কুরুচিপূর্ণ স্ট্যাটাস দেওয়া যুবকদের গ্রেফতার করা হচ্ছে না কেন?

গত মাসে হাসিনা পালিয়ে যাবার পরে, ৮ ই আগষ্ট  নেত্রকোনার খালিয়াজুরীর সজল দাস নামে এক যুবক তার ফেসবুক আইডি থেকে  মসজিদ নিয়ে কুরুচিপূর্ণ স্ট্যাটাস দেয়।  এই ঘটনার পরে ঐ একই উপজেলার স্বাগত সরকার শুভ নামে আরেক যুবক তার ফেসবুক আইডি থেকে আল্লামা মামুনুল হককে নিয়ে কুরুচিপূর্ণ স্ট্যাটাস দেয়। বাংলাদেশ ৯০% মুসলমানদের দেশ হওয়ার পরেও বাংলাদেশের  মুসলিমরা অন্য ধর্মাবলম্বী এবং তাদের ধর্ম নিয়ে কোন মন্তব্য করে না, এইজন্য আমাদের দেশের মুসলমানরা অবশ্যই ধন্যবাদ পাওয়ার যোগ্য এবং এটা ইসলামের শিক্ষা। কিন্তু অন্য ধর্মাবলম্বীরা স্বাধীনভাবে যা কিছু খুশি বলে যায় কোন ব্যবস্থা নেয়া হয় না। 



নেত্রকোনার খালিয়াজুরী উপজেলায় মসজিদ ও হেফাজতে ইসলামের আল্লামা মামুনুল হককে নিয়ে সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে আপত্তিকর পোস্ট দেওয়ায় আজ ১২ ই সেপ্টেম্বর  মানববন্ধন ও বিক্ষোভ মিছিল হয়েছে। এই মানববন্ধন ও বিক্ষোভ মিছিল উপজেলা হেফাজতে ইসলামের পক্ষ থেকে আয়োজন করা হয়। 


ধর্মপ্রাণ মানুষ এর দাবি  ওই দুই যুবককে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হোক যাতে আর কেউ সংখ্যাগরিষ্ঠ মুসলমানদের ধর্মীয় অনুভূতি নিয়ে খেলা করতে না পারে। 


আজ এই পর্যন্তই!


ভিডিওটি  লাইক দিন,share করুন এবং এইরকম ভিডিও আরো  পেতে চাইলে চ্যানেলটি subscribe করে আমাদের সাথে থাকুন। আল্লাহ হাফেজ।

Wednesday, September 11, 2024

মুদ্রাস্ফীতি ও মূল্যস্ফীতি এর মধ্যে পার্থক্য কি?

আমরা অর্থনীতিবিদদের মুখে প্রায়ই শুনে থাকি মূল্যস্ফীতি এবং মুদ্রাস্ফীতি  নামক শব্দ দুইটি এ ব্যাপারে আজ আমরা আলোচনা করব। 


মুদ্রাস্ফীতি ও মূল্যস্ফীতি যদিও দুটি আলাদা অর্থনৈতিক ধারণা, কিন্তু এরা প্রায়ই একে অপরের সাথে সম্পর্কিত অর্থাৎ  একে অপরের সঙ্গে মিশিয়ে বোঝানো হয়।



মুদ্রাস্ফীতি (Inflation): এটি মূলত অর্থের মূল্য হ্রাসের প্রক্রিয়া। মুদ্রাস্ফীতি তখন ঘটে যখন অর্থের সরবরাহ বৃদ্ধি পায় এবং পণ্যের সাথে তুলনা করলে অর্থের ক্রয়ক্ষমতা কমে যায়। এটি বাজারে মুদ্রার অতিরিক্ত সরবরাহের কারণে ঘটতে পারে, যা মূল্যবৃদ্ধির দিকে নিয়ে যায়।


মুদ্রাস্ফীতি  অর্থনৈতিক ব্যবস্থায় মুদ্রার পরিমাণ বৃদ্ধি পাওয়ার ফলে ঘটতে পারে, যার ফলে অর্থের ক্রয়ক্ষমতা হ্রাস পায়। অর্থাৎ, মুদ্রাস্ফীতি হলে মুদ্রার মূল্য কমে যায় এবং তাই সাধারণভাবে জিনিসপত্রের দাম বাড়ে।


মূল্যস্ফীতি (Price Inflation): এটি পণ্যের ও সেবার মূল্যবৃদ্ধির পরিমাণকে বোঝায়। এটি সাধারণভাবে মুদ্রাস্ফীতির একটি পরিণতি হিসেবে দেখা যেতে পারে। মূল্যস্ফীতি তখন ঘটে যখন পণ্যের দাম বৃদ্ধি পায়, যা মুদ্রাস্ফীতির ফলে হতে পারে অথবা অন্য কারণেও হতে পারে যেমন উৎপাদন খরচ বৃদ্ধি বা সরবরাহের অভাব।


মূল্যস্ফীতি বিশেষভাবে একটি নির্দিষ্ট সময়ে সাধারণ মাল ও সেবার দাম বৃদ্ধিকে বোঝায়। এটি সাধারণভাবে মূল্য সূচক দ্বারা পরিমাপ করা হয়, যেমন ভোক্তা মূল্য সূচক  বা Consumer Price Index যাকে সংক্ষেপে CPI বলে। 


সংক্ষেপে, **মুদ্রাস্ফীতি** মুদ্রার পরিমাণের বৃদ্ধির কারণে ঘটে, যা **মূল্যস্ফীতি** বা পণ্যের দাম বৃদ্ধির কারণ হতে পারে। সংক্ষেপে, মুদ্রাস্ফীতি অর্থের মূল্য হ্রাস এবং মূল্যস্ফীতি পণ্যের দাম বৃদ্ধির প্রক্রিয়া।



মুদ্রাস্ফীতি হচ্ছে অর্থনীতিতে মুদ্রার পরিমাণ বেড়ে যাওয়া। মূল্যস্ফীতি হচ্ছে কোন একটা নির্দিষ্ট সময়ে দ্রব্যমূল্য বেড়ে যাওয়া। ব্যাপারটা হচ্ছে অর্থনীতিতে যখন মুদ্রার সরবরাহ বেড়ে যায় কিন্তু পণ্য বা সেবার পরিমাণ একই থাকে তখনই মূল্যস্ফীতি হয়। অর্থাৎ বেশি টাকা দিয়ে কম পণ্য বা সেবা কিনতে হয়।


যদি আপনার গত বছর ২০ কেজি চাল কিনতে  খরচ হতো ১০০০ টাকা।  সেই একই পরিমাণ চাল কিনতে আপনার চলতি বছর খরচ পড়ছে ১০৫০ টাকা। অর্থাৎ ১ বছরের ব্যবধানে চালের দাম ৫০ টাকা বেড়েছে বা ৫% বেশি টাকা লাগছে।  দেশে মুদ্রাস্ফীতির পরিমাণ ৫%  এ দাঁড়িয়েছে । তার মানে টাকার মানও ৫% হ্রাস পেয়েছে।


আজ এই পর্যন্তই!


ভিডিওটিতে  লাইক দিন, share করুন এবং এইরকম ভিডিও আরো  পেতে চাইলে চ্যানেলটি subscribe করে আমাদের সাথে থাকুন। আল্লাহ হাফেজ।

Tuesday, September 10, 2024

বেক্সিমকোতে এত বিক্ষোভ কেন?

বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্ক সালমান এফ রহমান ও সোহেল এফ রহমান মালিকানাধীন প্রতিষ্ঠান যেখানে প্রায় ৮০ হাজার শ্রমিক কাজ করে। বেক্সিমকোতে  বেতন দেয়ার কিছু অনিয়ম আগে থেকেই আছে। 


১০ ই সেপ্টেম্বর বেক্সিমকোতে আগস্ট মাসের বেতন ও ছুটির ভাতা পরিশোধ করার দিন ধার্য ছিল। কিন্তু বিকাল হলেও বেতন না দেওয়া শ্রমিকরা উত্তেজিত হয়ে উঠে। পরে শ্রমিকরা কারখানার কাছেই ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের উভয় লেন অবরোধের করে বিক্ষোভ করতে থাকে। এবং সন্ধ‍্যার দিকে শ্রমিকরা কারখানার ভিতরে  ভাংচুর চালায়।



গত রবিবার বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের শ্রমিকরা ৪ দফা দাবিতে  বিক্ষোভে করেছে। ১ নং দাবি ছিল সময় মতো বেতন প্রদান,২ নং দাবি শ্রমিক ছাঁটাই বন্ধ, ৩ নং দাবি যারা চাকরি ছেড়েছে তাদের পে ফান্ডের সঠিক অর্থ প্রদান , ৪ নং দাবি ছুটির টাকা পাওয়ার  যথাযথ ব্যবস্থা নিশ্চিত করা। আন্দোলনের প্রক্ষিতে কতৃপক্ষ জানিয়েছিল যে ১০ ই সেপ্টেম্বর  তাদের পাওনাদি পরিষোধ করা হবে,কিন্তু তা করে নি,  বেতন-ভাতা না পেয়ে শ্রমিকরা এই আন্দোলন শুরু করেন।


অনেক আগে থেকেই  বাংলাদেশের গার্মেন্টস ইন্ডাস্ট্রি  নিয়ে বিদেশি ষড়যন্ত্র ছিল  যে বাংলাদেশের গার্মেন্টস ইন্ডাস্ট্রি বন্ধ হয় এবং কাজের অর্ডার অন্য দেশে চলে যায়, বাংলাদেশ  একটা সংকটে পড়ে, বেকারত্ব বাড়ে এবং দেশের মানুষ অর্থনৈতিকভাবে  ক্ষতিগ্রস্ত হয়। সরকার পরিবর্তনের সুযোগে সেই পুরানো ষড়যন্ত্র আবার শুরু হয়েছে। এবং ইতিমধ্যেই গার্মেন্টস মালিকেরা  অনেকগুলো গার্মেন্টস বন্ধ করতে বাধ্য হয়েছেন। বাংলাদেশ ও তার জনগণের অর্থনৈতিক স্বার্থে তত্ত্বাবধায়ক সরকার এই সংকটের দ্রুত সমাধান করলে দেশ ও জাতি উপকৃত হবে। এবং সেই সাথে যারা গার্মেন্টস ইন্ডাস্ট্রি ধব্বংশ করতে চায় তাদের খুজে বের করা হোক। 


আজ এই পর্যন্তই!


ভিডিওটিতে  লাইক দিন, share করুন এবং এইরকম ভিডিও আরো  পেতে চাইলে চ্যানেলটি subscribe করে আমাদের সাথে থাকুন। আল্লাহ হাফেজ।

সমাবেশ না করেই নরসিংদী ত্যাগ করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম।

নরসিংদীতে  নরসিংদীর সমন্বয়কদের দুই গ্রুপের কোন্দলে সমাবেশ না করেই নরসিংদী ত্যাগ করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম। 


নরসিংদীতে সভার নির্ধারিত স্থান নিয়ে দুটি পক্ষের কোন্দলের কারণে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম সভা করতে পারেননি। 



১ পক্ষ চেয়েছে  সমাবেশটি সাটিরপাড়ায় হবে আরেক পক্ষ চেয়েছে  নরসিংদী সরকারি কলেজ মাঠে হবে। এ নিয়ে দুই পক্ষের মধ্যে তর্ক-বিতর্ক শুরু হয়।


কোথায় সমাবেশ হবে- বিকাল পর্যন্ত এ নিয়ে চলে  বাগবিতণ্ডা। শেষ পর্যন্ত  কোনও সিদ্ধান্তে পৌঁছাতে না পেরে বিকাল সাড়ে ৪টার দিকে সমাবেশে যোগ না দিয়েই নরসিংদী ক্লাব থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হন সারজিস আলম ও তার দলের সদস্যরা।


সমাবেশ না হওয়ার বিষয়ে  নরসিংদীর এক সমন্বয়ক বলেন, অভ্যন্তরীণ কিছু জটিলতা ছিল। সেগুলো সমাধান করতে গিয়ে সন্ধ্যা হয়ে যায়। যার কারণে সভাটি আর হয়নি। তবে কয়েক দিনের মধ্যে সভাটি হওয়ার সম্ভাবনা রয়েছে।


সাটিরপাড়া সমাবেশস্থলে জেলার বিভিন্ন স্থান থেকে আসা শিক্ষার্থীরা এই ঘটনায় হতাশা প্রকাশ করেন।


আজ এই পর্যন্তই!


ভিডিওটিতে  লাইক দিন, share করুন এবং এইরকম ভিডিও আরো  পেতে চাইলে চ্যানেলটি subscribe করে আমাদের সাথে থাকুন। আল্লাহ হাফেজ।

Monday, September 9, 2024

জাতীয় নাগরিক কমিটির ৮ দফা

 বিজ্ঞপ্তিতে বলা হয়, এই কমিটির প্রাথমিক কাজ আটটি। সেগুলো হলো-


১। ছাত্র-জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে প্রতিফলিত হওয়া সামষ্টিক অভিপ্রায় ও গণতান্ত্রিক আকাঙ্ক্ষাকে সমুন্নত রাখা।


২। ছাত্র-জনতার ওপর সংঘটিত নির্মম হত্যাযজ্ঞে জড়িতদের বিচারের আওতায় এনে শাস্তি নিশ্চিত করার লক্ষ্যে প্রয়োজনীয় কর্মসূচি গ্রহণ করা।


৩। রাষ্ট্রের জরুরি সংস্কার ও পুনর্গঠন করার লক্ষ্যে অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে সহযোগিতা ও জবাবদিহিতার পরিসর তৈরি করা।


৪। বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক উদ্যোগের সঙ্গে আলোচনা, মতবিনিময় ও গণমুখী কর্মসূচির মাধ্যমে সর্বস্তরের জনতাকে সংহত করার লক্ষ্যে কাজ করা।


৫। দেশের সর্বস্তরের সামাজিক, সাংস্কৃতিক ও ধর্মীয় নেতৃত্বকে সংহত করে গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা সমুন্নত রাখার লক্ষ্যে ফ্যাসিবাদী কাঠামো ও শক্তির বিরুদ্ধে প্রতিরোধ অব্যাহত রাখা।


৬। জনস্বার্থের পক্ষে নীতি নির্ধারণের লক্ষ্যে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এবং প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে বিষয়ভিত্তিক সংলাপের আয়োজন করা।


৭। রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো পুনর্গঠনের লক্ষ্যে প্রয়োজনীয় নীতিনির্ধারণী প্রস্তাবনা তৈরি ও সেটা বাস্তবায়নে প্রয়োজনীয় রাজনৈতিক পদক্ষেপ গ্রহণ করা।


৮। গণপরিষদ গঠন করে গণভোটের মাধ্যমে নতুন গণতান্ত্রিক সংবিধান তৈরির জন্য গণআলোচনার আয়োজন করা।


বিজ্ঞপ্তিতে বলা হয়, এসব কাজের পরিধি ও পদ্ধতি সাপেক্ষে বাংলাদেশের জনগণকে নিজ নিজ এলাকায় সংঘবদ্ধ থাকার আহ্বান করছে জাতীয় নাগরিক কমিটি।


আজ এই পর্যন্তই!


ভিডিওটিতে  লাইক দিন, share করুন এবং এইরকম ভিডিও আরো  পেতে চাইলে চ্যানেলটি subscribe করে আমাদের সাথে থাকুন। আল্লাহ হাফেজ

Sunday, September 8, 2024

পৃথিবীর সবচেয়ে বেশি রিজার্ভ কোন দেশের? সংখ্যাটি শুনলে আশ্চর্য হবেন।

পৃথিবীর সবচেয়ে বেশি রিজার্ভ কোন দেশের? সংখ্যাটি শুনলে আশ্চর্য হবেন। 


আসসালামু আলাইকুম, পৃথিবীর সবচেয়ে বেশি রিজার্ভ কোন দেশের এবং তা কতো শুনলে আপনি আশ্চর্য হবেন। যেখানে বাংলাদেশের রিজার্ভ মাত্র ২০ বিলিয়ন মার্কিন ডলার চুরি এবং দুর্নীতি করতে করতে এই অবস্থায় নিয়ে গেছে সাবেক সরকার। 



পৃথিবীর সবচেয়ে বেশি বিদেশি মুদ্রার মজুতকারি দেশটি হলো চীন। চীনের বৈদেশিক মুদ্রার রিজার্ভ গত মাসে ৩১ দশমিক ৮ বিলিয়ন ডলার বেড়ে মোট ৩ দশমিক ২৮৮ ট্রিলিয়ন ডলারে দাঁড়িয়েছে, যা বিশ্বের মধ্যে সর্বোচ্চ। ২০১৫ সালের পরে অর্থাৎ সাড়ে আট বছর পরে চীনের বৈদেশিক মুদ্রার রিজার্ভ রেকর্ড পরিমান বাড়লো। 


চীনের এই বৈদেশিক মুদ্রার রিজার্ভ রয়টার্সের পূর্বাভাস ৩ দশমিক ২৮৯ ট্রিলিয়ন ডলার থেকে সামান্য কম।



গত আগস্ট মাসে ডলারের বিপরীতে চীনা মুদ্রা ইউয়ান  ১ দশমিক ৯ শতাংশ বেড়েছে। অন্যদিকে অন্যান্য মুদ্রার বিপরীতে মার্কিন ডলার ২ দশমিক ২ শতাংশ দুর্বল হয়েছে।


এদিকে স্বর্নের দাম বেড়ে যাওয়ায় চলতি বছরের আগস্ট মাস পর্যন্ত টানা ৪ মাস যাবৎ  সোনা কেনা বন্ধ রেখেছে চীনের কেন্দ্রীয় ব্যাংক।


আগস্ট পর্যন্ত চীনের  স্বর্নের রিজার্ভ দাঁড়িয়েছে ৭২ দশমিক ৮ মিলিয়ন ফাইন ট্রয় আউন্স। এর মূল্য জুনের ১৭৬ দশমিক ৬৪ বিলিয়ন ডলার থেকে বেড়ে  ১৮২ দশমিক ৯৮ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে। //


চীনের পরে পৃথিবীর দ্বিতীয় সর্বোচ্চ বৈদেশিক মুদ্রার রিজার্ভধারী দেশ হলো ভারত।  ভারতের বৈদেশিক মুদ্রার মজুতও আগস্ট মাসে রেকর্ড উচ্চতায় পৌঁছেছে। রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়ার তথ্যানুযায়ী, আগস্ট শেষে ভারতের রিজার্ভের পরিমাণ ছিল ৬৮ হাজার ৩৯৯ কোটি ডলার। গত তিন সপ্তাহ ধরে দেশটির রিজার্ভ একটানা বেড়েছে। 

যদিও বৈদেশিক মুদ্রার মজুতে ভারতের অবস্থান চীনের পরেই কিন্তু তাদের দুই দেশের মধ্যে বিশাল পার্থক্য এইজন্যই চীন চাইলেই অনেক কিছু করতে পারে যা ভারত পারে না। 


আজ এই পর্যন্তই!


ভিডিওটিতে  লাইক দিন, share করুন এবং এইরকম ভিডিও আরো  পেতে চাইলে চ্যানেলটি subscribe করে আমাদের সাথে থাকুন। আল্লাহ হাফেজ।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রাজনৈতিক প্লাটফর্ম হিসেবে "জাতীয় নাগরিক কমিটি"র আত্মপ্রকাশ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রাজনৈতিক প্লাটফর্ম হিসেবে "জাতীয় নাগরিক কমিটি"র আত্মপ্রকাশ। কি তাদের উদ্দেশ্য? তারা কি চায়? আন্দোলন পরবর্তীতে ফেয়ার ইলেকশন করে তারা কতটুকু সফল হতে পারবে?  



কেন্দ্রীয় শহীদ মিনার থেকে গতকাল ৮ ই সেপ্টেম্বর   সংগঠনটির আত্মপ্রকাশের ঘোষণা দেয়া হয়। সংগঠনটির  ৫৬ সদস্যবিশিষ্ট কমিটির আহ্বায়ক হলেন মুহাম্মদ নাছিরউদ্দিন পাটোয়ারী, সদস্য সচিব আখতার হোসেন ও মুখপাত্র সামান্থা শারমিন। বাকি ৫৩ জন হলেন সদস্য। কমিটির প্রাথমিক কাজ হিসেবে আটটি বিষয়ের উল্লেখ করা হয়েছে।


সংগঠনটির নেতারা বলেন, খুব শিগগিরই সব মহানগর, জেলা ও উপজেলা পর্যায়ে ছাত্র নেতৃত্বাধীন অভ্যুত্থানে অংশগ্রহণকারী সামাজিক, সাংস্কৃতিক ও ধর্মীয় নেতাসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে আলোচনা শুরু করা হবে।//


মুখপাত্র বলেন, ‘তৃণমূল পর্যন্ত এই কমিটি সম্প্রসারণের মাধ্যমে আমরা ছাত্র অভ্যুত্থানের শক্তিকে সুসংহত করব এবং বাংলাদেশ পুনর্গঠনের লক্ষ্যে কাজ করব।’


কমিটির পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে কমিটির প্রাথমিক কাজ কী হবে সে সম্পর্কে জানানো হয়েছে।//

বিজ্ঞপ্তিতে বলা হয়, এই কমিটির প্রাথমিক কাজ আটটি। সেগুলো হলো-


১। ছাত্র-জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে প্রতিফলিত হওয়া সামষ্টিক অভিপ্রায় ও গণতান্ত্রিক আকাঙ্ক্ষাকে সমুন্নত রাখা।


২। ছাত্র-জনতার ওপর সংঘটিত নির্মম হত্যাযজ্ঞে জড়িতদের বিচারের আওতায় এনে শাস্তি নিশ্চিত করার লক্ষ্যে প্রয়োজনীয় কর্মসূচি গ্রহণ করা।


৩। রাষ্ট্রের জরুরি সংস্কার ও পুনর্গঠন করার লক্ষ্যে অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে সহযোগিতা ও জবাবদিহিতার পরিসর তৈরি করা।


৪। বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক উদ্যোগের সঙ্গে আলোচনা, মতবিনিময় ও গণমুখী কর্মসূচির মাধ্যমে সর্বস্তরের জনতাকে সংহত করার লক্ষ্যে কাজ করা।


৫। দেশের সর্বস্তরের সামাজিক, সাংস্কৃতিক ও ধর্মীয় নেতৃত্বকে সংহত করে গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা সমুন্নত রাখার লক্ষ্যে ফ্যাসিবাদী কাঠামো ও শক্তির বিরুদ্ধে প্রতিরোধ অব্যাহত রাখা।


৬। জনস্বার্থের পক্ষে নীতি নির্ধারণের লক্ষ্যে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এবং প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে বিষয়ভিত্তিক সংলাপের আয়োজন করা।


৭। রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো পুনর্গঠনের লক্ষ্যে প্রয়োজনীয় নীতিনির্ধারণী প্রস্তাবনা তৈরি ও সেটা বাস্তবায়নে প্রয়োজনীয় রাজনৈতিক পদক্ষেপ গ্রহণ করা।


৮। গণপরিষদ গঠন করে গণভোটের মাধ্যমে নতুন গণতান্ত্রিক সংবিধান তৈরির জন্য গণআলোচনার আয়োজন করা।


বিজ্ঞপ্তিতে বলা হয়, এসব কাজের পরিধি ও পদ্ধতি সাপেক্ষে বাংলাদেশের জনগণকে নিজ নিজ এলাকায় সংঘবদ্ধ থাকার আহ্বান করছে জাতীয় নাগরিক কমিটি।


আজ এই পর্যন্তই!


ভিডিওটিতে  লাইক দিন, share করুন এবং এইরকম ভিডিও আরো  পেতে চাইলে চ্যানেলটি subscribe করে আমাদের সাথে থাকুন। আল্লাহ হাফেজ।

সরকার আসে যায় কিন্তু মসজিদের ঈমামরা কখনো পালায় না। কিন্তু এই প্রথম জাতীয় মসজিদের ঈমাম পালিয়ে গেলেন

সরকার আসে যায় কিন্তু মসজিদের ঈমামরা কখনো পালায় না। কিন্তু এই প্রথম জাতীয় মসজিদের ঈমাম পালিয়ে গেলেন। তার দায়িত্ব এবং মুসল্লীদের কথা ভাবলেন না। জাতীয় মসজিদকেও ও দলীয়করণ থেকে রেহাই দেয়া হয়নি। ভবিষ্যতে কোন ঈমামের অবস্থা আল্লাহ এরকম না করুন। ঈমামরা হলেন ধর্মীয় নেতা। 



হাসিনা পালিয়ে যাওয়ার পর থেকেই পলাতক আছেন আমাদের জাতীয় মসজিদ বায়তুল মোকাররম খতিব মাওলানা মোহাম্মদ রুহুল আমিন।  গত ২৬ জুলাইয়ের পর আর মসজিদে আসেননি তিনি। মাওলানা রুহুল আমিন এখন গোপালগঞ্জে অবস্থান করছেন বলে খবরে প্রকাশ। জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব রুহুল আমিনের বাড়ি গোপালগঞ্জে। তিনি গোপালগঞ্জ গওহরডাঙ্গা মাদরাসার মহাপরিচালক

Friday, September 6, 2024

বাংলাদেশের জাতীয় সংগীত এর পরিবর্তন এখন সময়ের দাবী।

 বাংলাদেশের জাতীয় সংগীত এর পরিবর্তন এখন সময়ের দাবী। 

বিভিন্ন সময়ে বিভিন্ন জন আমাদের জাতীয় সংগীত পরিবর্তন করার জন্য সামাজিক মাধ্যমে আহবান জানিয়েছেন। তাদের সাথে 

নতুন করে যুক্ত হয়েছেন মরহুম গোলাম আযমের ছেলে  সাবেক ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল্লাহিল আমান আযমী যিনি আয়নাঘরে বন্দী ছিলেন ৮ বছর। 



সাবেক এই ব্রিগেডিয়ার জেনারেল বলেন, ‘আমাদের যে জাতীয় সংগীত আছে, তা আমাদের অস্তিত্বের পরিপন্থী।


আমান আযমী বলেন, ১৯০৫ সালে বঙ্গভঙ্গ-রদ করার জন্য রবীন্দ্রনাথ লিখেছিলেন, ‘আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি’। এই জাতীয় সংগীত দুই বাংলা এক করার জন্য জাতীয় সংগীত। আমরা কি দুই বাংলা এক হতে চাচ্ছি? আমরা কি স্বাধীন বাংলাদেশ রাখতে চাই, নাকি ভারতের পশ্চিমবঙ্গের অঙ্গীভূত রাজ্য হতে চাই?


আমরা স্বাধীন বাংলাদেশ চেয়েছি, স্বাধীন বাংলাদেশ থাকতে চাই। এই জাতীয় সংগীত আমাদের স্বাধীন বাংলাদেশের অস্তিত্বের পরিপন্থি। আমি জোর দাবি জানাচ্ছি, আমাদের নতুন জাতীয় সংগীত তৈরি করা হোক।


তিনি আরও বলেন ১৯৭১ সালে ভারত এটা আমাদের ওপর চাপিয়ে দিয়েছিল। তখন আমাদের অস্থায়ী সরকার তা মেনে নিয়েছিল। আমাদের অনেক সুন্দর সুন্দর গান আছে। যেমন, 


ধন-ধান্য পুষ্পে ভরা, খাঁটি সোনার চেয়ে খাঁটি- আমার দেশের মাটি বা প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশসহ অনেক সুন্দর সুন্দর গান আছে। বাংলাদেশকে তুলে ধরার জন্য নতুন করে জাতীয় সংগীত নির্ধারণ করা উচিত। নতুন জাতীয় সংগীত নির্বাচনে প্রয়োজনে সরকার নতুন কমিটি গঠন করুক।’


এর আগেও বিভিন্ন দেশ বিভিন্ন সময় তাদের জাতীয় সংগীত পরিবর্তন করে। যেমন 


রাশিয়া,  প্রেসিডেন্ট পুতিন  ২০০০ সালে দায়িত্ব নেয়ার পর ১৯৯০ সালের আগে ব্যবহৃত জাতীয় সংগীত ফিরিয়ে আনেন।


অস্ট্রিয়া ২০১২ সালে তাদের জাতীয় সংগীত সংশোধন করে। 


নেপালে আনুষ্ঠানিকভাবে রাজতন্ত্র বিলুপ্ত হওয়ার পরে নেপাল ২০০৮ সালে  তাদের জাতীয় সংগীত পরিবর্তন করে। 


রুয়ান্ডা ২০০১ সালে একটি নতুন জাতীয় সংগীত চালু করে। 


অস্ট্রেলিয়ায় ২০২১ সালের ১ জানুয়ারি থেকে অস্ট্রেলিয়ার জাতীয় সংগীত পরিবর্তন করা হয়। 


কানাডাও  সম্প্রতি তাদের জাতীয় সংগীত সংশোধন করেছে। 


জার্মানি তাদের নারী পুরুষের অধিকার এর মধ্যে সমতা আনার জন্য তাদের জাতীয় সংগীত সংশোধন করেছে।  


দক্ষিণ আফ্রিকাও নেলসন ম্যান্ডেলার সময়কালে তাদের  জাতীয় সংগীতের পরিবর্তন করে। 


আশা করি আমাদের জাতীয় সংগীত এরও পরিবর্তন হবে। 



আজ এই পর্যন্তই!


যারা চান যে আমাদের জাতীয় সংগীত এরও পরিবর্তন হোক তারা একটি Like দিয়ে  চ্যানেলটি subscribe করে আমাদের সাথে থাকুন। আল্লাহ হাফেজ।















Tuesday, September 3, 2024

মুক্তিযুদ্ধে ৩০ লক্ষ শহীদ এর ব্যাপারে ব্রিগেডিয়ার আযমী কি বলেন?

 মুক্তিযুদ্ধে ৩০ লক্ষ শহীদ  এর ব্যাপারে ব্রিগেডিয়ার আযমী কি বলেন?

আমরা শুনেছি মুক্তিযুদ্ধে ৩০ লক্ষ শহীদ হওয়ার কথা এই ব্যাপারে ব্রিগেডিয়ার আযমী যা বলেন।

গতকাল  ৩ রা সেপ্টেম্বর সকাল ১১টায় জাতীয় প্রেস ক্লাবে ‘আয়নাঘর’ প্রসঙ্গে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে ব্রিগেডিয়ার আযমী ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে শহীদের সংখ্যা নিয়ে  প্রশ্ন তুলেছেন। 



  তিনি ২০১৫ সালে সামাজিক যোগাযোগ মাধ্যমে  মুক্তিযুদ্ধে ৩০ লাখ শহীদের তথ্যকে ‘কাল্পনিক’ বলায়  সমালোচিত হয়েছিলেন।


সংবাদ সম্মেলনে সেই একই প্রশ্ন তুলে তিনি আবার বলেন, “শেখ মুজিব সাহেব ৩ লাখ বলতে গিয়ে ভুলে  ৩ মিলিয়ন বলেছেন এবং এটাই পরবর্তীতে ৩০ লাখ হয়ে গেছে। কোনো জরিপ ছাড়া ৩০ লাখ শহীদ বলে বলে তারা মানুষের আবেগকে কাজে লাগিয়ে মানুষের সঙ্গে প্রতারণা করেছেন।


“আমি সরকারের কাছে আবেদন জানাই, আপনারা জরিপ করে বের করেন, একচুয়ালি ৩০ লাখ হোক আর ৩ কোটি হোক। আমার জানামতে, এটা ২ লাখ ৮৬ হাজার। তারা ৩ লাখকে ৩০ লাখ বানিয়ে ফেলেছে। এখনো সময় আছে, জাতিকে সত্য ইতিহাস জানতে দিন। আমাদের নতুন প্রজন্মকে মিথ্যার উপরে আপনারা গড়ে তুলতে দেবেন না। আপনারা সত্যিকার একটা জরিপ করার   ব্যবস্থা করেন।”



আজ এই পর্যন্তই!


ভিডিওটি  লাইক দিন,share করুন এবং এইরকম ভিডিও আরো  পেতে চাইলে চ্যানেলটি subscribe করে আমাদের সাথে থাকুন। আল্লাহ হাফেজ।

Monday, September 2, 2024

বাংলাদেশিদের এখন থেকে পাকিস্তানে যেতে ভিসা লাগবে না।

গতকাল ২ রা সেপ্টেম্বর স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরীর (অব.) সঙ্গে সচিবালয়ে সৌজন্য সাক্ষাৎ করেন পাকিস্তানের হাইকমিশনার আহমদ মারুফ।


সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশের সাম্প্রতিক বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় এর প্রভাব পাকিস্তানে পড়েছে উল্লেখ করে হাইকমিশনার বলেন, সে সময় অনেক পাকিস্তানি নাগরিক বাংলাদেশের পতাকা উড়িয়ে আনন্দ-উৎসব করেছেন।



পাকিস্তানের হাইকমিশনার আহমদ মারুফ বলেন বাংলাদেশসহ ১২৬টি দেশের নাগরিকদের পাকিস্তানে যেতে ভিসা ফি লাগবে না। অর্থাৎ বাংলাদেশিরা ভিসা ছাড়াই পাকিস্তানে যাতায়াত করতে পারবে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত দেশটির হাইকমিশনার  আহমদ মারুফ। তিনি বলেন, দুই সপ্তাহ আগে পাকিস্তান এই নতুন ভিসা নীতিমালা ঘোষণা করেছে।


সংবাদ বিজ্ঞপ্তিতে আরও  বলা হয়, গত ১৫ বছরে দুই দেশের সম্পর্কে যে শুষ্কতা সৃষ্টি  হয়েছে, তার উত্তরণ ঘটিয়ে পারস্পরিক সম্পর্ক জোরদারের আহ্বান জানিয়েছেন পাকিস্তানের  হাইকমিশনার। তা ছাড়া দুই পক্ষ পারস্পরিক ভিসা সহজীকরণের বিষয়ে সম্মত হয়। সাক্ষাতের সময় দুই দেশের মধ্যে বন্যার্তদের পুনর্বাসন, পারস্পরিক সম্পর্ক উন্নয়ন, ভিসা সহজীকরণ, সরাসরি ফ্লাইট চালু, কৃষি গবেষণায় সহযোগিতা, মানব পাচার প্রতিরোধ, সন্ত্রাস দমনসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।


বর্তমান সরকারের বড় চ্যালেঞ্জের বিষয়ে আহমদ মারুফ জানতে চাইলে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, দুর্নীতি প্রতিরোধ ও দ্রব্যমূল্যের লাগাম টেনে রাখাই সরকারের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। পাকিস্তানও একই ধরনের চ্যালেঞ্জ মোকাবিলা করছে বলে আহমদ মারুফ উল্লেখ করেন।


আজ এই পর্যন্তই!


ভিডিওটি  লাইক দিন,share করুন এবং এইরকম ভিডিও আরো  পেতে চাইলে চ্যানেলটি subscribe করে আমাদের সাথে থাকুন। আল্লাহ হাফেজ।

Sunday, September 1, 2024

হাজি সেলিম ধরা খেল

ঢাকা-৭ সংসদীয় আসনের সাবেক সংসদ সদস্য হাজি মোহাম্মদ সেলিমকে আটক করেছে পুলিশ। রোববার দিবাগত রাত ১২টার পর পুরান ঢাকার বংশাল এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।




আজ আমরা জানব কি কি কাজ করলে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের চাকরি চলে যায়।   জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মোখলেস উর রহমান মন্ত্রণালয়ে...