Friday, September 6, 2024

বাংলাদেশের জাতীয় সংগীত এর পরিবর্তন এখন সময়ের দাবী।

 বাংলাদেশের জাতীয় সংগীত এর পরিবর্তন এখন সময়ের দাবী। 

বিভিন্ন সময়ে বিভিন্ন জন আমাদের জাতীয় সংগীত পরিবর্তন করার জন্য সামাজিক মাধ্যমে আহবান জানিয়েছেন। তাদের সাথে 

নতুন করে যুক্ত হয়েছেন মরহুম গোলাম আযমের ছেলে  সাবেক ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল্লাহিল আমান আযমী যিনি আয়নাঘরে বন্দী ছিলেন ৮ বছর। 



সাবেক এই ব্রিগেডিয়ার জেনারেল বলেন, ‘আমাদের যে জাতীয় সংগীত আছে, তা আমাদের অস্তিত্বের পরিপন্থী।


আমান আযমী বলেন, ১৯০৫ সালে বঙ্গভঙ্গ-রদ করার জন্য রবীন্দ্রনাথ লিখেছিলেন, ‘আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি’। এই জাতীয় সংগীত দুই বাংলা এক করার জন্য জাতীয় সংগীত। আমরা কি দুই বাংলা এক হতে চাচ্ছি? আমরা কি স্বাধীন বাংলাদেশ রাখতে চাই, নাকি ভারতের পশ্চিমবঙ্গের অঙ্গীভূত রাজ্য হতে চাই?


আমরা স্বাধীন বাংলাদেশ চেয়েছি, স্বাধীন বাংলাদেশ থাকতে চাই। এই জাতীয় সংগীত আমাদের স্বাধীন বাংলাদেশের অস্তিত্বের পরিপন্থি। আমি জোর দাবি জানাচ্ছি, আমাদের নতুন জাতীয় সংগীত তৈরি করা হোক।


তিনি আরও বলেন ১৯৭১ সালে ভারত এটা আমাদের ওপর চাপিয়ে দিয়েছিল। তখন আমাদের অস্থায়ী সরকার তা মেনে নিয়েছিল। আমাদের অনেক সুন্দর সুন্দর গান আছে। যেমন, 


ধন-ধান্য পুষ্পে ভরা, খাঁটি সোনার চেয়ে খাঁটি- আমার দেশের মাটি বা প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশসহ অনেক সুন্দর সুন্দর গান আছে। বাংলাদেশকে তুলে ধরার জন্য নতুন করে জাতীয় সংগীত নির্ধারণ করা উচিত। নতুন জাতীয় সংগীত নির্বাচনে প্রয়োজনে সরকার নতুন কমিটি গঠন করুক।’


এর আগেও বিভিন্ন দেশ বিভিন্ন সময় তাদের জাতীয় সংগীত পরিবর্তন করে। যেমন 


রাশিয়া,  প্রেসিডেন্ট পুতিন  ২০০০ সালে দায়িত্ব নেয়ার পর ১৯৯০ সালের আগে ব্যবহৃত জাতীয় সংগীত ফিরিয়ে আনেন।


অস্ট্রিয়া ২০১২ সালে তাদের জাতীয় সংগীত সংশোধন করে। 


নেপালে আনুষ্ঠানিকভাবে রাজতন্ত্র বিলুপ্ত হওয়ার পরে নেপাল ২০০৮ সালে  তাদের জাতীয় সংগীত পরিবর্তন করে। 


রুয়ান্ডা ২০০১ সালে একটি নতুন জাতীয় সংগীত চালু করে। 


অস্ট্রেলিয়ায় ২০২১ সালের ১ জানুয়ারি থেকে অস্ট্রেলিয়ার জাতীয় সংগীত পরিবর্তন করা হয়। 


কানাডাও  সম্প্রতি তাদের জাতীয় সংগীত সংশোধন করেছে। 


জার্মানি তাদের নারী পুরুষের অধিকার এর মধ্যে সমতা আনার জন্য তাদের জাতীয় সংগীত সংশোধন করেছে।  


দক্ষিণ আফ্রিকাও নেলসন ম্যান্ডেলার সময়কালে তাদের  জাতীয় সংগীতের পরিবর্তন করে। 


আশা করি আমাদের জাতীয় সংগীত এরও পরিবর্তন হবে। 



আজ এই পর্যন্তই!


যারা চান যে আমাদের জাতীয় সংগীত এরও পরিবর্তন হোক তারা একটি Like দিয়ে  চ্যানেলটি subscribe করে আমাদের সাথে থাকুন। আল্লাহ হাফেজ।















No comments:

Post a Comment

আজ আমরা জানব কি কি কাজ করলে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের চাকরি চলে যায়।   জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মোখলেস উর রহমান মন্ত্রণালয়ে...