Friday, September 27, 2024

আফগানিস্তানের নতুন কিছু আইন যা অনেক মুসলমানদের কাছেও ভালো লাগছে না

আফগানিস্তানের নতুন কিছু আইন যা অনেক মুসলমানদের কাছেও ভালো লাগছে না এবং এ-ব্যাপারে  সবচেয়ে বেশি কষ্ট পাওয়া মানুষ হলেন অমুসলিমরা। 


যুক্তরাষ্ট্র এবং পশ্চিমা সমর্থিত সরকার কে হটিয়ে  তিন বছর আগে আফগানিস্তানের ক্ষমতা দখল করে  তালেবানরা। তারা দেশের বিভিন্ন ক্ষেত্রে  ইসলামী আইন প্রয়োগ করতে চাইলে  ইসলামবিরোধীদের কাছ থেকে অনেক সমালোচনার সম্মুখীন হন। সেকুলার এবং  পশ্চিমারা তা ভালো নজরে দেখে না। সেকুলার এবং  পশ্চিমারা বিশেষ করে নারীদের উপর   বিধিনিষেধের বিরোধিতা করেন তারা চায় আফগানিস্তানের মেয়েরা তাদের মত খোলামেলা হয়ে যাক তাহলেই রাতারাতি আফগানিস্তানের উন্নতি হবে।  আফগান প্রবর্তিত নতুন আইন কি দেখা যাক। কিছু আইন আগেই থেকেই ছিল কিন্তু তার প্রয়োগ ছিল না এখন সেগুলোর প্রয়োগ শুরু  হবে। //


পুরুষদের মুষ্টির চেয়ে দাড়ি লম্বা রাখা ও ঢিলেঢালা কাপড় পরিধানের নির্দেশ দেওয়া হয়েছে। নাভি থেকে হাঁটু পর্যন্ত অংশ কখনো দেখানো যাবে না। স্ত্রীর সঙ্গেও পায়ুপথে যৌন সম্পর্ক করতে পারবেন না পুরুষেরা। মা–বাবার কথার অবাধ্য হওয়াকে বেআইনি। এই আইন ইসলামের বিরোধী না, আমাদের ঈমানের দুর্বলতা তাই মানতে কষ্ট। //


সংবাদমাধ্যমে ইসলাম নিয়ে উপহাস বা অবমাননাকর কোনো কিছু প্রকাশ বা প্রচার করা যাবে না। যা আমাদের বাংলাদেশও হয় কিন্তু কেউ দেখার নেই। পরিবহন কোম্পানিগুলোকে নামাজের সময় অনুযায়ী তাদের যাত্রার সময়সূচি পরিবর্তন করতে বলা হয়েছে। এই আইন ইসলামের বিরোধী না। আমাদের দেশে প্রয়োগ নেই তাই বেমানান মনে হয়। //


সেকুলার আর পশ্চিমাদের কাছে সমালোচিত যেই ধারা তা হলো ৩৫ ধারা। সেখানে  আছে, নারীরা বাড়ির বাইরে উচ্চ স্বরে কথা বলতে পারবেন না। এমনকি তাঁরা উচ্চ স্বরে গান গাইতে বা কবিতা আবৃত্তি করতে পারবেন না। পুরুষ ছাড়াও অমুসলিম নারীদের সামনেও আফগান নারীদের বোরকা পরে যেতে হবে।অনাত্মীয় ছেলে-মেয়েরা একে অপরের সাথে ফ্রি মেলামেশা বা চলাচল করতে পারবে না। এই আইন ইসলামের বিরোধী না। ইসলামে আছে আলেমরা তাই বলেন।আলেমসমাজ এটাকে ইসলামের পরিপন্থী মনে করেন না, ইসলামে আছে। //


মুসলমানদের কোনো অমুসলিমদের সঙ্গে বন্ধুত্ব না করতে বা কোনো ধরনের সাহায্য না করতেও নির্দেশ দেওয়া হয়েছে। কম্পিউটার বা স্মার্টফোনে জীবন্ত জিনিসের ছবি তোলা বা দেখা যাবে না। এইখানে কিছু  ব্যাখ্যার ব্যাপার আছে, শরীয়ত শর্তসাপেক্ষে এখানে  কিছু ছাড় দেয়,যা আমি জানি না। যা বিজ্ঞ মুফতি সাহেবরা ভালো বলতে পারবেন। 


আজ এই পর্যন্তই!


ভিডিওটিতে  লাইক দিন, share করুন এবং এইরকম news ভিডিও আরো  পেতে চাইলে চ্যানেলটি subscribe করে আমাদের সাথে থাকুন। আল্লাহ হাফেজ।

No comments:

Post a Comment

আজ আমরা জানব কি কি কাজ করলে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের চাকরি চলে যায়।   জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মোখলেস উর রহমান মন্ত্রণালয়ে...