Sunday, September 8, 2024

পৃথিবীর সবচেয়ে বেশি রিজার্ভ কোন দেশের? সংখ্যাটি শুনলে আশ্চর্য হবেন।

পৃথিবীর সবচেয়ে বেশি রিজার্ভ কোন দেশের? সংখ্যাটি শুনলে আশ্চর্য হবেন। 


আসসালামু আলাইকুম, পৃথিবীর সবচেয়ে বেশি রিজার্ভ কোন দেশের এবং তা কতো শুনলে আপনি আশ্চর্য হবেন। যেখানে বাংলাদেশের রিজার্ভ মাত্র ২০ বিলিয়ন মার্কিন ডলার চুরি এবং দুর্নীতি করতে করতে এই অবস্থায় নিয়ে গেছে সাবেক সরকার। 



পৃথিবীর সবচেয়ে বেশি বিদেশি মুদ্রার মজুতকারি দেশটি হলো চীন। চীনের বৈদেশিক মুদ্রার রিজার্ভ গত মাসে ৩১ দশমিক ৮ বিলিয়ন ডলার বেড়ে মোট ৩ দশমিক ২৮৮ ট্রিলিয়ন ডলারে দাঁড়িয়েছে, যা বিশ্বের মধ্যে সর্বোচ্চ। ২০১৫ সালের পরে অর্থাৎ সাড়ে আট বছর পরে চীনের বৈদেশিক মুদ্রার রিজার্ভ রেকর্ড পরিমান বাড়লো। 


চীনের এই বৈদেশিক মুদ্রার রিজার্ভ রয়টার্সের পূর্বাভাস ৩ দশমিক ২৮৯ ট্রিলিয়ন ডলার থেকে সামান্য কম।



গত আগস্ট মাসে ডলারের বিপরীতে চীনা মুদ্রা ইউয়ান  ১ দশমিক ৯ শতাংশ বেড়েছে। অন্যদিকে অন্যান্য মুদ্রার বিপরীতে মার্কিন ডলার ২ দশমিক ২ শতাংশ দুর্বল হয়েছে।


এদিকে স্বর্নের দাম বেড়ে যাওয়ায় চলতি বছরের আগস্ট মাস পর্যন্ত টানা ৪ মাস যাবৎ  সোনা কেনা বন্ধ রেখেছে চীনের কেন্দ্রীয় ব্যাংক।


আগস্ট পর্যন্ত চীনের  স্বর্নের রিজার্ভ দাঁড়িয়েছে ৭২ দশমিক ৮ মিলিয়ন ফাইন ট্রয় আউন্স। এর মূল্য জুনের ১৭৬ দশমিক ৬৪ বিলিয়ন ডলার থেকে বেড়ে  ১৮২ দশমিক ৯৮ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে। //


চীনের পরে পৃথিবীর দ্বিতীয় সর্বোচ্চ বৈদেশিক মুদ্রার রিজার্ভধারী দেশ হলো ভারত।  ভারতের বৈদেশিক মুদ্রার মজুতও আগস্ট মাসে রেকর্ড উচ্চতায় পৌঁছেছে। রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়ার তথ্যানুযায়ী, আগস্ট শেষে ভারতের রিজার্ভের পরিমাণ ছিল ৬৮ হাজার ৩৯৯ কোটি ডলার। গত তিন সপ্তাহ ধরে দেশটির রিজার্ভ একটানা বেড়েছে। 

যদিও বৈদেশিক মুদ্রার মজুতে ভারতের অবস্থান চীনের পরেই কিন্তু তাদের দুই দেশের মধ্যে বিশাল পার্থক্য এইজন্যই চীন চাইলেই অনেক কিছু করতে পারে যা ভারত পারে না। 


আজ এই পর্যন্তই!


ভিডিওটিতে  লাইক দিন, share করুন এবং এইরকম ভিডিও আরো  পেতে চাইলে চ্যানেলটি subscribe করে আমাদের সাথে থাকুন। আল্লাহ হাফেজ।

No comments:

Post a Comment

আজ আমরা জানব কি কি কাজ করলে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের চাকরি চলে যায়।   জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মোখলেস উর রহমান মন্ত্রণালয়ে...