Friday, September 20, 2024

হাসিনার পলায়নের দিনে খালেদা জিয়ার অনুভূতি কেমন ছিল

হাসিনার পলায়নের দিনে খালেদা জিয়ার অনুভূতি কেমন ছিল তাই ব্যক্ত  করেছেন তার চিকিৎসক। 

খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা.  জাহিদ হোসেন  বলেন, ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের দিন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ম্যাডাম খালেদা জিয়া সব কিছু টেলিভিশনে দেখছিলেন। শেখ হাসিনার দেশ ছেড়ে যাওয়ার দৃশ্য দেখে বলেছিলেন, ‘আল্লাহর কাছে শুকরিয়া, এই দিনটা দেখার খুব প্রয়োজন ছিল।’



তিনি সেইসাথে বলেছিলেন, নেতাকর্মী ও দেশের মানুষ কেউ যেন নিজের হাতে আইন তুলে না নেন। প্রতিহিংসাপরায়ণ না হোন। 


আন্দোলনে যারা আহত হয়ে হাসপাতালে ভর্তি আছে তাদের ব্যাপারে আরও বলেন, যে ছেলেটির হাত চলে গেছে, বা কারো পা বা চোখ চলে গেছে,  তাদের চিকিৎসা ও পুনর্বাসনের জন্য দল যাতে সবটুকু সামর্থ্য নিয়ে তাদের পাশে দাঁড়ায়। সরকার তো সরকারের মতো করবেই। " এজন্য ম্যাডাম খালেদা জিয়া মহাসচিবসহ সিনিয়র নেতাদের পঙ্গু ও চক্ষু হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে পাঠিয়েছেন। 


ঢাকার এভারকেয়ার হাসপাতালে ৭ দিন চিকিৎসা নেয়ার পরে প্রায় ৮০ বছর বয়সী খালেদা জিয়া ১৮ ই সেপ্টেম্বর  বাসায় ফিরেন। তিনি দীর্ঘদিন লিভার সিরোসিস, ‍হৃদরোগ, ফুসফুস ও কিডন জটিলতা, , ডায়াবেটিসসহ বিভিন্ন স্বাস্থ্য  জটিলতায় ভুগছেন। তাকে বিদেশে নিয়ে চিকিৎসা করানোর চেষ্টা চলছে। 


আজ এই পর্যন্তই!


ভিডিওটি  লাইক দিন,share করুন এবং এইরকম ভিডিও আরো  পেতে চাইলে চ্যানেলটি subscribe করে আমাদের সাথে থাকুন। আল্লাহ হাফেজ।

No comments:

Post a Comment

সৌদি আরবের সাথে মিল রেখে ঈদ উদযাপন করলে কি হবে?

সৌদি আরবে আজ রবিবার ইদুল ফিতির। আর আমাদের দেশে ইনশাল্লাহ সোমবার ঈদ উদযাপিত  হবে।  আজ বাংলাদেশের কিছু এলাকায় ঈদ উদযাপিত হবে। তারা সৌদি আরবের ...