শিশু কিশোর ও কিশোরীদের নতুন জামা কাপড় পাওয়ার পর যে জিনিসটা তাদের ঈদ আনন্দকে বহুগুণ বাড়িয়ে দেয় তা হলো ঈদী বা ঈদ সালামি। বিশেষ করে কিশোর ও কিশোরীদের নতুন জামা কাপড়ের সাথে টাকা না থাকলে তারা নিজেদেরকে অনেকটা এতিম এতিম মনে করে।
'ঈদ 'একটি আরবি শব্দ। এই ঈদ শব্দটা পরবর্তীতে পরিবর্তিত হয়ে হয়েছে 'ঈদি' বা 'ঈদিয়াহ'(Eidiyya)। ঈদিয়াহ(Eidiyya) শব্দটি "ঈদ" এবং "হাদিয়াহ" শব্দের মিশ্রণ (ঈদ+হাদিয়াহ=ঈদিয়াহ), অর্থাৎ ঈদ এর 'ঈ 'এর সাথে 'হাদিয়াহ' এর হা বিলুপ্ত হয়ে 'ঈদিয়াহ' হয়েছে যা মূলত 'ঈদ উপহার' বা 'Eid gift' হিসেবে রুপান্তর করা হয়।সারা বিশ্বের মুসলমানরা এই ঐতিহ্যকে সালামি এবং সবুজ খাম সহ বিভিন্ন নামে চিনেন ।
মুসলিমদের প্রধান দুটি ধর্মীয় উৎসব হলো ঈদুল ফিতর এবং ঈদুল আজহা। ঈদি' বা 'ঈদিয়াহ'(Eidiyya) হলো সারা বিশ্বব্যাপী এই দুটি ধর্মীয় উৎসব উদযাপনের অংশ হিসাবে বয়স্ক আত্মীয় স্বজন বা পরিবারের বন্ধু বান্দবদের দ্বারা শিশু,কিশোরদের এবং পরিবারের সদস্যদের নগদ উপহার দেওয়ার একটি আরব ঐতিহ্য।
১০ম শতাব্দীতে আরবের ফাতেমীয় খিলাফত দ্বারা এই 'ঈদিয়াহ' প্রথা উদ্ভূত হয়েছে বলে মনে করা হয়। সেই সময়ে খলিফারা সমাজের বয়স্ক এবং কনিষ্ঠ সদস্যদেরকে ঈদের প্রথম দিন খাবার, কাপড়,নগদ টাকা বা অন্যান্য উপহার দিতেন।অর্থাৎ এই প্রথা ১০০০ হাজার বছর ধরে আজ পর্যন্ত চলে আসছে। এবং সময়ের পরিবর্তনে তা সারা বিশ্বের মুসলিমদের মধ্যে বিকশিত হয়েছে।
আমরা এখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর একটা হাদিস উল্লেখ করতে পারি যেখানে বলা হয়েছে,
হজরত আবু হুরায়রা (রা.) বর্ণনা করেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, "পরস্পর হাদিয়া দাও, এর দ্বারা মহব্বত বৃদ্ধি পাবে।’" এই হাদিসটা আদাবুল মুফরাদ কিতাবে আছে।
যাহোক কিশোর ও কিশোরীরা ঈদের দিনে টাকা পয়সা হাদিয়া পেয়ে তারা অনৈতিক জায়গায় খরচ করে কিনা সেই খবর আমাদের রাখা উচিত। ঈদের আনন্দ মানে এই না যে এইদিন আমরা যা খুশি তাই করতে পারব। ইসলামে খুশীর দিনে নেক আমালকে বৃদ্ধি করা হয়েছে যেমন অন্য সবদিন নামাজ ৫ ওয়াক্ত কিন্তু ঈদের দিন নামাজ ৬ ওয়াক্ত এবং সাথে অতিরিক্ত দান সদকা আছে।
আজ এই পর্যন্তই!
ভিডিওটিতে একটা like দিয়ে আমাদের সাথে থাকুন এবং এরকম ভিডিও আরো পেতে চাইলে চ্যানেলটি subscribe করুন। আল্লাহ হাফেজ।
No comments:
Post a Comment