স্থায়ী গহনা হল একটি ক্ল্যাপলেস গয়না যাতে আঁকড়া বা হুক লাগানো থাকে না। চাইলেই একেবারে খুব সহজে খোলা যায় না,খুলতে চাইলে কেটে আলাদা করতে হবে, এইজন্যই একে স্থায়ী গহনা বা permanent jewelry বলে। শরীরের অনেক জায়গায় এই গহনা খুব সহজে ব্যবহার করা যায় যেমন কব্জি, ঘাড়,আঙ্গুল, পায়ের আঙ্গুল এবং গোড়ালি।
স্থায়ী গহনা বা permanent jewelry হলো বর্তমানে আমেরিকা, ইউরোপ, আফ্রিকা এবং প্রাচ্যের দেশসমূহের ফ্যাশন এবং এটি দ্রুত জনপ্রিয়তা অর্জন করছে৷ সোশ্যাল মিডিয়ার বিভিন্ন ভিডিওতে আমরা দেখি young celibrity রা এই ধরনের jewelry পড়ে perform করছে।
Permanent jewelry কে সারা পৃথিবীতে আরও কিছু ভিন্ন ভিন্ন নামে ডাকা হয়। যেমন :
Forever Jewelry, Zapped Jewelry,Welded Jewelry,Flashed Jewelry,Fused Jewelry,Infinity Jewelry,
ও Linked Jewelry.
এই গহনা খুব পাতলা করেও তৈরি করে ব্যবহার করার কারনে কম দামে ক্রয় করা যায় এবং ব্যবহার সহজ হওয়ার কারনে পাতলা, স্মার্ট স্থায়ী জুয়েলারিগুলো বিশ্বব্যাপী মেয়েদের কাছে খুব জনপ্রিয় হইতেছে।
স্থায়ী গহনা হল এমন গয়না যা খুব দক্ষতার সাথে শরীরে থাকা অবস্থায় ঝালাই করে জোরা দেয়া হয়।এবং যাতে কোন আঁকড়া বা হুক লাগানো থাকে না।
স্থায়ী গহনা আর্ক স্পার্ক ওয়েল্ডিং মেশিনে দিয়ে ঝালাই করা হয় যা এক সেকেন্ড বা কমসময়ে ধাতুকে জোরা লাগাতে সাহায্য করে। যদিও স্পার্ক শুধুমাত্র অল্পসময়ের জন্য দৃশ্যমান, হয় কিন্তু যারা ঝালাই করবেন তাদের Safety চশমা ব্যবহার করা উচিত।
জনপ্রিয় বিখ্যাত ধাতুগুলি স্থায়ী গহনা তৈরিতে ব্যবহৃত হয় যেমন খাটি সোনা,খাদ যোগ করা সোনা, 14 ক্যারেট হলুদ সোনা, হোয়াইট গোল্ড, রোজ গোল্ড বা গোলাপি সোনা , খাটি রুপা, স্টার্লিং রুপা , টাইটানিয়াম, প্ল্যাটিনাম এবং স্টেইনলেস স্টীল।
অনেক স্থায়ী ব্রেসলেট, নেকলেস, চুড়ি ইত্যাদি 14-ক্যারেট সোনা দিয়ে তৈরি। 14-ক্যারেট সোনায় তৈরি গহনাগাঁটি সাধারণত বেশি টেকসই হয় এবং চামড়ার ক্ষতি করে না। অথবা 18-ক্যারেট সোনা একটি ভালো বিকল্প হতে পারে যাতে সাধারণত অল্প পরিমাণে নিকেল থাকে। বেশি নিকেল যুক্ত থাকলে allergy হয়। এই দুটি উজ্জ্বল ধাতুর ব্যবহৃত অলংকার টেকসই হয় এবং সামান্য রক্ষণাবেক্ষণ প্রয়োজন। //
খাটি রুপা, 14-ক্যারেট সোনা এবং 18-ক্যারেট সোনা একটি দুর্দান্ত allergy প্রতিরোধী বিকল্প কারণ যাদের ত্বক সংবেদনশীল তাদের জন্য এই মিশ্রনের সোনার গহনা আদর্শ ।
যারা অল্প খরচে স্থায়ী গহনা বা permanent jewelry তৈরি করতে চান তারা খাদযুক্ত সোনার গয়না ব্যবহার করতে পারেন,যা অনেক সাশ্রয়ী হবে এবং বহু বছর ধরে তার দীপ্তি ও উজ্জ্বলতা বজায় রাখতে পারে, এই গহনাগুলো সঠিক রক্ষণাবেক্ষণের মাধ্যমে সুন্দর চকচকে রাখা যায়।
স্থায়ী গহনা বা permanent jewelry তে তৈরি ব্রেসলেটগুলো দৈর্ঘ্যে সাধারণত ৬-৭ ইঞ্চি হয়, অ্যাঙ্কলেট ৮-১১ ইঞ্চি এবং নেকলেসগুলো ১৪ ইঞ্চি বা তার বেশি হয়।
আপনি কিভাবে আপনার স্থায়ী গহনা বা permanent jewelry পরিস্কার রাখবেন?
আপনার স্থায়ী গহনা পরিস্কার করার জন্য গরম পানির সাথে একটি নরম টুথব্রাশ এবং হালকা dis washer সাবান দিয়ে পরিষ্কার করতে পারেন। জুয়েলারী 'পলিশিং কাপড়' দিয়ে আপনার স্থায়ী গহনা বা permanent jewelry গুলিকে পালিশ করা যায় এবং তাদের সুপার চকচকে চেহারা ফিরিয়ে আনতেও দারুণ কাজ করে।
আমাদের দেশে স্থায়ী গহনা বা permanent jewelry এর কোন service দেয়া হয় বলে আমার জানা নেই। এই jewelry online পাওয়া যাবে না যে আপনি online এ order করবেন। আপনাকে spot এ যেতে হবে তারা আপনার গায়ে তা ঝালাই করে জোরা দিয়ে দিবে।
আজ এই পর্যন্তই!
ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং এইরকম ভিডিও আরো পেতে চাইলে চ্যানেলটি subscribe করে আমাদের সাথে থাকুন। আল্লাহ হাফেজ।
No comments:
Post a Comment