আজ ২০২৪ সালের ৮ ই এপ্রিল বিশ্বে একটি পূর্ণগ্রাস সূর্যগ্রহণ হতে যাচ্ছে এবং এই সূর্যগ্রহণটি ৫৪ বছর পর হওয়ার কারনে নাসার জ্যোতিবিজ্ঞানিরা একে বিশেষ এবং বিরল সূর্য গ্রহণ বলে আখ্যায়িত করেছেন। এই সূর্যগ্রহনে মেক্সিকো, যুক্তরাষ্ট্র ও কানাডায় দিনের বেলায় রাতের মত অন্ধকার নেমে আসবে। এর আগে ঠিক ৫৪ বছর আগে ১৯৭০ সালে এমন সূর্যগ্রহণ হয়েছিল, আবার ৫৪ বছর পর ২০৭৮ সালে এরকম সূর্য গ্রহন হওয়ার সম্ভাবনা আছে।
যাহোক আমাদের আজকের আলোচনার বিষয় যে সূর্য গ্রহণের সময় প্রাকৃতিক পরিবেশে কি ধরনের পরিবর্তন ঘটে?
চাঁদ সূর্যকে ঢেকে ফেলার সঙ্গে সঙ্গে তৎক্ষণাৎ যে ঘটনাটা ঘটে তাহলো দিনের বেলায় রাতের অন্ধকার নেমে আসে এবং চারপাশের পরিবেশের তাপমাত্রা হ্রাস পেতে থাকে । তাপমাত্রা কতটা কমে যাবে সেটা নির্ভর করে সূর্যের অবস্থান, বছরের ঋতু এবং গ্রহণের ধরনের ওপর।
বেশিরভাগ ক্ষেত্রে পূর্ণগ্রাস সূর্যগ্রহণের সময় তাপমাত্রা ৫ থেকে ১০ ডিগ্রি ফারেনহাইট বা ২.৮ থেকে ৬ ডিগ্রি সেলসিয়াস কমে যায়। কখনো কখনো আরও বেশি কমে যেতে পারে।//
তাপমাত্রা হ্রাসের সাথে সাথে যে অঞ্চলগুলিতে সূর্যগ্রহণ হয় সেখানকার বাতাসের গতিপথের আকস্মিক পরিবর্তন ঘটতে পারে।২০১৬ সালের একটি সমীক্ষায় পাওয়া যায়, চাঁদ যখন সূর্যের সম্পূর্ণ সামনে চলে আসে তখন বাতাস উপরে উঠতে শুরু করে এবং বাতাসের গতিপথ ভিন্ন দিকে প্রবাহিত হয়। //
সূর্যগ্রহণে পশুপাখি ও কীটপতঙ্গরাও অদ্ভুত আচরণ শুরু করে । মৌমাছিরা গুঞ্জন বন্ধ করে দেবে কারণ সে মনে করবে রাত এসে গেছে । পাখিরা শিস বাজাবে না তারা তাদের নীড়ে ফিরতে শুরু করবে । পোকামাকড় কিচিরমিচির শুরু করবে তাদের ঘরে ফেরার জন্য ।
কিছু গৃহপালিত প্রাণী যেমন গরু, ছাগল, কবুতর অস্বাভাবিক আচরণ শুরু করবে। আচরণে বুঝা যাবে, তারা বিভ্রান্তিতে আছে।
বনের হিংস্র প্রাণী যারা রাতের বেলা শিকারের সন্ধানে বের হয় তারা শিকারের জন্য প্রস্তুতি শুরু করতে পারে। //
গাছপালার ওপরও সূর্যগ্রহণের প্রভাব লক্ষ্য করা যায়। গাছেরা সালোকসংশ্লেষণ এবং বায়ুমণ্ডলে পানি নিঃসরণের হার কমিয়ে দেয়।
বলয়গ্রাস সূর্যগ্রহণের সময় সর্বত্র আলোর ছোট ছোট বলয় দেখতে পাবেন। এই ধরনের ছায়া আংশিক সূর্যগ্রহণের সময়ও দেখা যায় এবং এগুলো দেখতে বেশ চমৎকার হয়।
অতি ক্ষুদ্র অণুজীবগুলিও সূর্যগ্রহণের সময় বেশি সংবেদনশীল হয়ে উঠতে পারে। ২০১১ সালে ভারতে পূর্ণগ্রাস সূর্যগ্রহণের সময় তা প্রমাণিত হয়েছে।
পূর্ণগ্রাস এবং বলয়গ্রাস সূর্যগ্রহণের সময় কিছু নির্দিষ্ট রেডিও তরঙ্গ ফ্রিকোয়েন্সি বিঘ্নিত হতে পারে। কিন্তু কেন এমনটা ঘটে তা নিশ্চিত নন বিজ্ঞানীরা।
আসলে পূর্ণগ্রাস সূর্যগ্রহণের সময় যখন দিনের বেলা অন্ধকার নেমে আসে তখন এর দ্বারা অবশ্যই সমস্ত জীববৈচিত্রের মধ্যে জলে হোক স্থলে হোক তাদের ক্রিয়াকৌশল এর মধ্যে পরিবর্তন আসে এমনকি মানুষেরও স্বাভাবিক গতি প্রকৃতি বাধাগ্রস্ত হয়।
আজ এই পর্যন্তই!
ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং এইরকম ভিডিও আরো পেতে চাইলে চ্যানেলটি subscribe করে আমাদের সাথে থাকুন। আল্লাহ হাফেজ।
No comments:
Post a Comment