Saturday, April 20, 2024

প্রবাসী আয়ে বাংলাদেশের কোন জেলাগুলো সবচেয়ে বেশি এগিয়ে? এবং তারা কত হাজার কোটি আয় করে?

বাংলাদেশ থেকে  বিদেশে শ্রমিক যাওয়া  শুরু করে ১৯৭৬ সাল থেকে। বর্তমানে বিদেশে অবস্থানরত’ বাংলাদেশী প্রবাসীর সংখ্যা প্রায় ৭০ লাখ। বাংলাদেশ থেকে বেশি কর্মি যায়  চট্টগ্রাম বিভাগ থেকে। 


২০২৩ সালে বিশ্বে  বাংলাদেশ প্রবাসী আয়ে ছিল ৭ম। বাংলাদেশের আয় ছিল  ২৩ বিলিয়ন মার্কিন ডলার।


তার আগের বছরে, অর্থাৎ ২০২২ সালে প্রবাসী আয় ছিল  ২ হাজার ১৩০ কোটি ডলার। 



 এর আগে ২০২১ সালে প্রবাসী আয় ছিল   ২ হাজার ২০৭ কোটি ডলার।


 ২০২০ সালে প্রবাসী আয় ছিল ২ হাজার ১৭৩ কোটি ডলার। 


এবং ২০১৯ সালে প্রবাসী আয় ছিল  ১ হাজার ৮৩৩ কোটি ডলার।



বিদেশ থেকে রেমিট্যান্স বা প্রবাসী আয়ে বাংলাদেশের যে জেলাগুলোর মধ্যে সবচেয়ে এগিয়ে ঢাকা জেলা। এরপরে হলো  চট্টগ্রাম তারপর যথাক্রমে সিলেট, কুমিল্লা, নোয়াখালী, ব্রাহ্মণবাড়িয়া, ফেনী, মৌলভীবাজার, চাঁদপুর ও নরসিংদী। 



বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, গত জুলাই-ফেব্রুয়ারি মাসে,

 ঢাকা জেলার প্রবাসীরা আয় করে  বাংলাদেশে পাঠায়  ৫২৩ কোটি ডলার। বাংলা টাকার সাথে ডলারের বিনিময় হার ১১০ টাকা করে ধরলে যা দাঁড়ায় ৫৭ হাজার ৫৩০ কোটি টাকা অর্থাৎ প্রায় ৫৮ হাজার কোটি টাকা। 


দ্বিতীয় স্থানে থাকা চট্টগ্রাম জেলার প্রবাসীরা আয় করে  বাংলাদেশে পাঠায়  ১৪২ কোটি ডলার যা বাংলা টাকায় দাঁড়ায়  প্রায় ১৬ হাজার কোটি টাকা। 


সিলেট জেলার প্রবাসীরা আয় করে  বাংলাদেশে পাঠায়  ৮৭ কোটি ডলার,যা বাংলা টাকায় দাঁড়ায়  প্রায় ১০ হাজার কোটি টাকা। 


কুমিল্লা জেলার প্রবাসীরা আয় করে  বাংলাদেশে পাঠায়  ৮১ কোটি ডলার,যা বাংলা টাকায় দাঁড়ায়  প্রায় ৯ হাজার কোটি টাকা। 


নোয়াখালী জেলার প্রবাসীরা আয় করে  বাংলাদেশে পাঠায়  ৪৬ কোটি ডলার,যা বাংলা টাকায় দাঁড়ায়  ৫ হাজার কোটি টাকা। 


ব্রাহ্মণবাড়িয়ায় জেলার প্রবাসীরা আয় করে  বাংলাদেশে পাঠায়  ৩৮ কোটি ডলার,যা বাংলা টাকায় দাঁড়ায়  প্রায় ৪ হাজার ২০০ কোটি টাকা। 


ফেনী জেলার প্রবাসীরা আয় করে  বাংলাদেশে পাঠায়  ৩৭ কোটি ডলার,যা বাংলা টাকায় দাঁড়ায়  ৪ হাজার  কোটি টাকা। 



মৌলভীবাজার জেলার প্রবাসীরা আয় করে  বাংলাদেশে পাঠায়  ৩৬ কোটি ডলার,যা বাংলা টাকায় দাঁড়ায়  প্রায় ৪ হাজার  কোটি টাকা। 


চাঁদপুর জেলার প্রবাসীরা আয় করে  বাংলাদেশে পাঠায়  ৩৫ কোটি ডলার,যা বাংলা টাকায় দাঁড়ায় ৩ হাজার  ৮০০ কোটি টাকা। 


নরসিংদী জেলার প্রবাসীরা আয় করে  বাংলাদেশে পাঠায়  ২৫ কোটি ডলার, যা বাংলা টাকায় দাঁড়ায় ৩ হাজার  কোটি টাকা। 


অন্যান্য  জেলাগুলোর প্রবাসী  আয় কম হাওয়ায় তাদের কথা উল্লেখ করা হলো না। আমাদের দেশের  দক্ষ জনশক্তি কম হওয়ার কারণে আমরা ভারত ও পাকিস্তান থেকে অনেক পিছিয়ে আছি। 



এই ভিডিওটিতে  আপনার মূল্যবান  মন্তব্য share করবেন। 



আজ এই পর্যন্তই!


ভিডিওটিতে একটা  like দিয়ে আমাদের সাথে থাকুন  এবং এরকম ভিডিও আরো  পেতে চাইলে অনুগ্রহ করে চ্যানেলটি  subscribe  করুন। আল্লাহ হাফেজ।


No comments:

Post a Comment

সৌদি আরবের সাথে মিল রেখে ঈদ উদযাপন করলে কি হবে?

সৌদি আরবে আজ রবিবার ইদুল ফিতির। আর আমাদের দেশে ইনশাল্লাহ সোমবার ঈদ উদযাপিত  হবে।  আজ বাংলাদেশের কিছু এলাকায় ঈদ উদযাপিত হবে। তারা সৌদি আরবের ...