সেই শিশু বয়স থেকেই দেখছি যে বিমানকে সাদা রং দিয়ে রাঙানো হয়। এখনো ঠিক সেই একই নিয়মে চলছে শুধুমাত্র কিছু সামরিক পরিবহন বিমান ছাড়া। কিছু সামরিক পরিবহন বিমানকে হালকা জলপাই বা হালকা ছাই রং দিয়ে রাঙানো হয়।
বিমানের রং সাদা হয় কেন?
যেহেতু সাদা রং ছাড়া অন্য সব রং কম বেশি আলো শোষণ করে তাই প্রচন্ড রোদে সাদা রং ছাড়া অন্য কোন রং থাকলে তা আস্তে আস্তে ফ্যাকাসে হয়ে যাবে, সে তুলনায় সাদা রঙের স্থায়িত্ব এবং উজ্জ্বলতা অনেকদিন পর্যন্ত বজায় থাকে। /
আমরা প্রায়ই বার্ড স্ট্রাইক নামে একটা কথা শুনি, অর্থাৎ আকাশে চলন্ত অবস্থায় বিমানের সাথে পাখির সংঘর্ষ, এরুপ ঘটনাকে বার্ড স্ট্রাইক বলে। নীল আকাশে পাখি সাদা বিমানকে খুব সহজেই দেখতে পারে তারপরও বার্ড স্ট্রাইক এর ঘটনা ঘটে। আর যখন বিমান অন্য রংয়ের হবে তখন বার্ড স্ট্রাইক এর সম্ভাবনা অনেক বেড়ে যাবে। /
বেশিরভাগ দুর্ঘটনা ঘটে যখন একটি পাখি বা পাখির দল উইন্ডস্ক্রিনের সাথে সংঘর্ষ হয় বা জেট বিমানের ইঞ্জিনে ঢুকে যায় । এগুলোর কারণে শুধুমাত্র মার্কন যুক্তরাষ্ট্রের বার্ষিক ক্ষয়ক্ষতি হয় যা আনুমানিক $৪০০ মিলিয়ন এবং বিশ্বব্যাপী বাণিজ্যিক বিমানের ক্ষতি $১.২ বিলিয়ন মার্কিন ডলার পর্যন্ত।
আমরা জানি যে সাদা রং সূর্যের আলোক রশ্মিকে প্রতিফলিত করে যার ফলে প্লেনগুলো খুব সহজে গরম হয় না এবং ভিতরের তাপমাত্রা নিয়ন্ত্রণে থাকে আর যদি সাদা ছাড়া অন্য কালারের হতো তখন ভিতরে তাপমাত্রা কে আরামদায়ক রাখার জন্য বেশি জ্বালানি খরচ হত। /
বিমানের কালার সাদা হওয়ার কারণে রাতের অন্ধকারেও বিমানকে স্পষ্টভাবে সনাক্ত করা যায় যায়।
বিমান দুর্ঘটনা হলে বিমানটি কোন জঙ্গল সমুদ্র বা মরুভূমির মধ্যে পতিত হলে সাদা রং এর হওয়ার কারণে তাকে খুব সহজেই দূর থেকে দেখে খুঁজে বের করা যায়। /
বিমান খুব সংবেদনশীল হওয়ার কারণে সামান্য ত্রুটিও প্রকট আকারে দেখা দেয়। তাই চলন্ত অবস্থায় বিমানে কোনো ত্রুটি যেমন বিমানে যদি কোন ছিদ্র দেখা যায় বা ছিদ্র সৃষ্টি হয়, সাদা রং এর কারণে তা সহজেই আইডেন্টিফাই করা যায় এবং মেরামত করা যায়। কিন্তু অন্য রঙের ক্ষেত্রে ছিদ্র সহজেই চোখে পড়ত না।/
সাদা রঙ তুলনামূলকভাবে অন্য রং থেকে বেশি হালকা, এ কারণে সাদা রং দিয়ে যদি আপনি একটা বোয়িং বিমান রং করেন তাহলে কমপক্ষে ৮ জন মানুষের যে ওজন সেই পরিমাণ ওজন বিমান থেকে হ্রাস করলেন। /
যেহেতু সাদা রঙ তুলনামূলকভাবে অন্য রং থেকে বেশি হালকা আর যেহেতু রং ওজন করে কিনা হয় তাই বিমানকে সাদায় রং করতে যে খরচ হবে অন্য রং করতে তার চেয়ে অনেক বেশি খরচ হবে। তাই বিশাল বিমানকে সাদা কালারে রাঙানো অনেক বেশি লাভজনক এবং সাশ্রয়ী।
আজ এই পর্যন্তই!
ভিডিওটিতে একটা like দিয়ে আমাদের সাথে থাকুন এবং এরকম ভিডিও আরো পেতে চাইলে অনুগ্রহ করে চ্যানেলটি subscribe করুন। আল্লাহ হাফেজ। /
very good
ReplyDelete