Tuesday, April 23, 2024

ট্রেনের ভাড়া বাড়বে যা ৪ মে থেকে কার্যকর করা হবে, কত ভাড়া বাড়বে?

বাংলাদেশ রেলওয়ের এক বিজ্ঞপ্তিতে সোমবার (২২/৪/২৪)  বলা হয়েছে, ১৯৯২ সাল থেকে বাংলাদেশ রেলওয়েতে দূরত্বভিত্তিক রেয়াতি সুবিধা দেওয়া হয়। 


সম্প্রতি বাংলাদেশে রেলওয়ে যাত্রীবাহী ট্রেনগুলোতে নতুন করে ভাড়া না বাড়িয়ে দূরত্বভিত্তিক রেয়াত প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে। এই সিদ্ধান্ত ৪ মে থেকে কার্যকর করা হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।



বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক সরদার সাহাদাত আলী বলেন, রেয়াত প্রত্যাহারের মাধ্যমে আগামী ৪ মে থেকে ট্রেনের ভাড়া সমন্বয় করা হবে।



হ্যাঁ ট্রেনের ভাড়া বাড়বে যা কাছের যাত্রীদের জন্য না। যারা দূরবর্তী স্থানে ভ্রমণ  করবেন তাদের জন্য ভাড়া বাড়বে। অর্থাৎ দূরবর্তী স্থানে ভ্রমণের ক্ষেত্রে রেয়াত বা ডিসকাউন্ট প্রত্যাহারের কারণে ভাড়া বাড়বে অর্থাৎ যারা ১০০ কিলোমিটার উপরে ভ্রমণ করবেন তাদেরকেই বেশি ভাড়া দিতে হবে। ১০০ কিলোমিটারের কম দূরত্বের যাত্রীদের ক্ষেত্রে ভাড়া বাড়বে না।  


রেলসূত্র জানিয়েছে, মে মাসের ৪ তারিখে থেকে যদি একজন যাত্রী ট্রেনে ১০০ কিলোমিটারের বেশি ভ্রমণ করে, তাহলে তাকে  বেশি ভাড়া দিতে হবে।




রেলওয়ের দায়িত্বশীল একটি সূত্র জানিয়েছে,

 ১০১ থেকে ২৫০ কিলোমিটার ভ্রমণে একজন যাত্রীর রেয়াত বা ডিসকাউন্ট ছিল ২০ শতাংশ, ২৫১ থেকে ৪০০ কিলোমিটার পর্যন্ত রেয়াত বা ডিসকাউন্ট ছিল ২৫ শতাংশ আর ৪০০ কিলোমিটারের ওপরে রেয়াত বা ডিসকাউন্ট ছিল ৩০ শতাংশ। 


আজ এই পর্যন্তই!


ভিডিওটিতে একটা  like দিয়ে আমাদের সাথে থাকুন  এবং এরকম ভিডিও আরো  পেতে চাইলে অনুগ্রহ করে চ্যানেলটি  subscribe  করুন। আল্লাহ হাফেজ।





 

No comments:

Post a Comment

সৌদি আরবের সাথে মিল রেখে ঈদ উদযাপন করলে কি হবে?

সৌদি আরবে আজ রবিবার ইদুল ফিতির। আর আমাদের দেশে ইনশাল্লাহ সোমবার ঈদ উদযাপিত  হবে।  আজ বাংলাদেশের কিছু এলাকায় ঈদ উদযাপিত হবে। তারা সৌদি আরবের ...